IPL 2025: সতেরো বছর কেটে গেলেও আইপিএল (IPL) ট্রফি জিততে পারে নি দিল্লী ফ্র্যাঞ্চাইজি। ২০০৮ সালে দিল্লী ডেয়ারডেভিলস নাম নিয়ে পথচলা শুরু করেছিলো তারা। জার্সির রং ছিলো লাল ও কালো। এরপর সময়ের সাথে প্রচুর রদবদল দেখা গিয়েছে ফ্র্যাঞ্চাইজিতে। নাম বদলে তারা হয়েছে দিল্লী ক্যাপিটালস (DC)। সাথে জার্সির কালো রং বদলে হয়েছে নীল। মালিক হিসেবে জিএমআর গ্রুপের সাথে যোগ দিয়েছে জেএসডব্লু স্পোর্টস সংস্থাও। কিন্তু বদল আসে নি কেবল ট্রফিভাগ্যে। ২০২০ সালে ফাইনাল খেলা ছাড়া কোনো উল্লেখযোগ্য সাফল্যই নেই তাদের। ২০২৫-এ অন্ধকার কাটিয়ে আলোর সরণীতে জায়গা করে নিতে মরিয়া দিল্লী ক্যাপিটালস শিবির। সেই লক্ষ্যেই রিকি পন্টিং-কে (Ricky Ponting) সরিয়ে নতুন কোচ হিসেবে তারা নিয়োগ করেছে হেমাঙ্গ বাদনীকে। সূত্রের খবর কোচের পর অধিনায়ক পদেও দেখা যেতে পারে নতুন মুখ।
Read More: ভুলতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন, রোহিত-কোহলিদের একহাত নেওয়া বোলার নিচ্ছেন এন্ট্রি !!
জোরালো হলো পন্থের দল ছাড়ার জল্পনা-
২০১৬ থেকে আইপিএল (IPL) খেলছেন উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। বরাবরই গায়ে চাপিয়ে এসেছেন দিল্লী দলের জার্সি। ২০২২ মরসুমে শ্রেয়স আইয়ার দল ছাড়ার পর তাঁকেই অধিনায়ক নির্বাচিত করা হয়। এরপর ২০২৩-এ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাঠে নামতে পারেন নি তিনি। কিন্তু কঠিন সময়ে ঋষভের পাশেই দাঁড়িয়েছিলো দিল্লী। এই বছর তাঁকে কামব্যাকের মঞ্চ’ও প্রস্তুত করে দিয়েছিলো ক্যাপিটালস (DC) শিবির। ফেরানো হয় নেতৃত্ব’ও। মাঠে নেমে ঋষভ নিজে ভালো পারফর্ম্যান্স করেন ব্যাট হাতে। কিন্তু পারেন নি দলকে প্লে-অফে তুলতে। ১৪ পয়েন্ট নিয়ে তারা শেষ করে লীগ তালিকায় ষষ্ঠ স্থানে। এবারের আইপিএল (IPL) শেষ হওয়ার পর থেকেই পন্থের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছিলো। চেন্নাই সুপার কিংসে (CSK) মহেন্দ্র সিং ধোনির জুতোয় পা গলানোর প্রস্তাব রয়েছে তাঁর কাছে, মিলেছিলো খবর।
চেন্নাইয়ের আগ্রহ সম্পর্কে মুখ খোলেন নি পন্থ (Rishabh Pant) স্বয়ং। সেই সময় দিল্লী দলের ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) জানিয়েছিলেন যে ঋষভকে ‘রিটেন’ করতে চান তাঁরা। কিন্তু এরপরও গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। পদ হারিয়েছেন সৌরভ স্বয়ং। আপাতত নতুন ডায়রেক্টর বেণুগোপাল রাও (Venugopal Rao)। নয়া টিম ম্যানেজমেন্টের সাথে ঋষভের আদৌ সখ্যতা রয়েছে কিনা তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। দিনকয়েক আগেই একটি সোশ্যাল মিডিয়া পোস্টে অনুরাগীদের কাছে ঋষভ (Rishabh Pant) জানতে চেয়েছিলেন, “আমি যদি নিলামে যোগ দিই তাহলে কোন দলে যেতে পারি? কত অর্থ পেতে পারি?” এই পোস্টকে ইঙ্গিতবাহী বলেই মনে করেছিলেন অনেকে। দিল্লী (DC) ও পন্থের সম্পর্কে ফাটকের প্রমাণ মিলেছে এর পরেও। ইন্সটাগ্রামে দিল্লী ফ্র্যাঞ্চাইজিকে সটান আনফলো করে দিয়েছেন ক্রিকেট তারকা যা বাড়িয়েছে দলবদলের গুঞ্জন।
দেখুন ঋষভের বিতর্কিত পোস্ট’টি-
If go to the auction. will I be sold or not and for how much ??
— Rishabh Pant (@RishabhPant17) October 11, 2024
দল পরিচালনায় অভিনব সিদ্ধান্ত দিল্লী’র-
দিল্লী ক্যাপিটালস (DC) ফ্র্যাঞ্চাইজির যৌথ মালিকানা রয়েছে জিএমআর স্পোর্টস ও জেএসডব্লু স্পোর্টসের হাতে। দল পরিচালনার ক্ষেত্রে এক অভিনব সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই পক্ষের বৈঠকে। দুই বছর করে সময়কালে এক পক্ষ সামলাবে দলের দায়িত্ব। ২০২৫ ও ২০২৬ সালের আইপিএলে (IPL) দিল্লী ক্যাপিটালস পুরুষ দলের দায়িত্ব পেয়েছে জিএমআর সংস্থা। তারাই সরিয়ে দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। বদলে নয়া ডায়রেক্টর হিসেবে নিয়োগ করেছে বেণুগোপাল রাও’কে। এই দুই বছর উইমেন্স প্রিমিয়ার লীগে দিল্লী দলের ভার সামলাবে জেএসডব্লু সংস্থা। সেখানে ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস পদে থাকছেন সৌরভই। তিনি ২০২৭-এ ফিরবেন দিল্লীর পুরুষ দলে। এছাড়া আপাতত ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন SA20 দল প্রিটোরিয়া ক্যাপিটালসেও জেএসডব্লু’র প্রতিনিধি হিসেবে ডায়রেক্টর থাকবেন প্রাক্তন ভারত অধিনায়ক।