IPL 2025: “টাকার জন্য ছাড়ি নি…” দিল্লীতে ফিরছেন ঋষভ পন্থ? গাওস্করকে সাফ জবাব তারকা ক্রিকেটারের !! 1

IPL 2025: গত ৩১ অক্টোবর দীপাবলি’র দিন নিজেদের রিটেনশন তালিকা প্রকাশ করেছিলো আইপিএলের (IPL) দশ ফ্র্যাঞ্চাইজি। দিল্লী ক্যাপিটালসের (DC) তালিকায় অক্ষর প্যাটেল (Axar Patel), কুলদীপ যাদব, ট্রিস্টান স্টাবস, অভিষেক পোড়েলরা (Abishek Porel) জায়গা পেলেও ঠাঁই হয় নি ঋষভ পন্থের। খোদ অধিনায়ককে কেন ছেড়ে দিলো ফ্র্যাঞ্চাইজি? প্রশ্নে উত্তাল হয়ে উঠেছিলো ক্রিকেটমহল। কেরিয়ারের শুরু থেকেই দিল্লীর জার্সিতে খেলেছেন ঋষভ (Rishabh Pant)। ২০২৩-এ চোট পেয়ে যখন মাঠের বাইরে ছিলেন তখনও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলো ক্যাপিটালস (DC) শিবির। ২০২৪-এ প্রত্যাবর্তনের মঞ্চ প্রস্তুত করে দেওয়ার পাশাপাশি তাঁর হাতে ফেরানো হয়েছিলো নেতৃত্ব’ও। তারপরেও দুই পক্ষের সম্পর্কে ফাটল ধরলো কেন? নির্দিষ্ট উত্তর হাতড়ে বেড়ানো ছাড়া উপায় ছিলো না বিশেষজ্ঞদের।

Read More: IPL 2025: শুধুমাত্র দিল্লী নয়. শ্রেয়স আইয়ারকে দলে সামিল করতে ব্যাঙ্ক ব্যালান্স খালি করবে এই ফ্র্যাঞ্চাইজি !!

গাওস্করের মন্তব্যের জবাব দিলেন ঋষভ-

Rishabh Pant | IPL | Image: Getty Images
Rishabh Pant | Image: Getty Images

আগামী ২৪-২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডা শহরে বসতে চলেছে আইপিএলের (IPL) আঠারোতম মরসুমের মেগা নিলাম। কোন দলে যোগ দেন ঋষভ (Rishabh Pant) সেদিকে আগ্রহ রয়েছে সকলের। অনেকেই মনে করছেন যে তাঁকে ফেরাতে তৎপর হতে পারে দিল্লী ক্যাপিটালস (DC)। চারজন ক্রিকেটারকে রিটেন করেছে তারা। হাতে রয়েছে দুটি আরটিএম বিকল্প। সেগুলির একটি ঋষভের জন্য খরচ করতে পারেন হেমাঙ্গ বাদানী, বেণুগোপাল রাও’রা, ধারণা বিশেষজ্ঞমহলের একাংশের। পন্থ-দিল্লী জুটি’র এখনও অনেক পথ একসাথে হাঁটা বাকি রয়েছে বলে মনে করছেন ‘লিটল মাস্টার’ সুনীল গাওস্কর’ও (Sunil Gavaskar)। স্টার স্পোর্টসকে দেওয়া একটি সাক্ষাৎকারে গাওস্কর জানিয়েছেন যে পন্থের দিল্লী ক্যাপিটালসে (DC) প্রত্যাবর্তনের ব্যাপারে তিনি আশাবাদী।

কিংবদন্তি প্রাক্তনী বলেন, “নিলাম একটা সম্পূর্ণ আলাদা বিষয়। কি হতে পারে সেটা আমরা কেউই জানি না। আমি মনে করি যে দিল্লী অবশ্যই ঋষভ পন্থ’কে ফিরে পেতে চাইবে। কোনো খেলোয়াড়কে রিটেন করার সময় ফ্র্যাঞ্চাইজির সাথে সেই ক্রিকেটারের আলোচনা হয় পারিশ্রমিকের ব্যপারে। কিছু কিছু খেলোয়াড় যেমন প্রথম স্লটের জন্য যে মূল্য ধার্য করা হয়েছিলো তার থেকেও বেশী টাকা পাচ্ছেন। হয়ত (টাকা নিয়ে) তেমনই কোনো মতানৈক্য হয়েছিলো (দিল্লী ও পন্থের মধ্যে)। তবে আমার মনে হয় দিল্লী অবশ্যই ঋষভ পন্থকে চাইবে কারণ ওদের একজন অধিনায়ক’ও প্রয়োজন।” যাবতীয় জল্পনা অবশ্য উড়িয়েছেন পন্থ (Rishabh Pant) নিজেই। সাক্ষাৎকারের ভিডিও’র কমেন্টবক্সে লিখেছেন, “আমার রিটেনশনের সাথে টাকার কোনো সম্পর্ক ছিলো না। এতটুকু বলতে পারি।”

দেখুন ঋষভের বার্তা-

পন্থকে পেতে ঝাঁপাতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজি-

Rishabh Pant | Image: Getty Images
Rishabh Pant | Image: Getty Images

অর্থ সংক্রান্ত জটিলতা যে বাধা হয়ে দাঁড়ায় নি রিটেনশনের ক্ষেত্রে তা স্পষ্ট করেছেন ঋষভ (Rishabh Pant) নিজেই। তাহলে দিল্লী ছাড়লেন কেন? ফ্র্যাঞ্চাইজি বা ক্রিকেট তারকা কেউই এই বিষয়টি নিয়ে মুখ খোলেন নি। তবে সূত্র মারফত খবর মিলেছে যে দলের অন্দরে ব্যাপক রদবদল পছন্দ হয় নি উইকেটরক্ষক-ব্যাটারের। কোচ রিকি পন্টিং-কে (Ricky Ponting) সরিয়ে দিয়েছে দিল্লী, ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস পদ থেকে বিরতিতে পাঠানো হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বিষয়গুলি ভালো চোখে দেখেন নি তিনি। সেই কারণেই নিয়েছেন দলত্যাগের সিদ্ধান্ত। জেড্ডায় আইপিএলের (IPL) ইতিহাসে অন্যতম দামী খেলোয়াড় হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। প্রাক্তন দিল্লী কোচ পন্টিং যোগ দিয়েছেন পাঞ্জাবে। তিনি হাত বাড়াতে পারেন ঋষভের দিকে। পাশাপাশি লক্ষ্ণৌ বা বেঙ্গালুরুর রেডারেও থাকতে পারেন তারকা ক্রিকেটার।

Also Read: TOP 5: পন্থের জায়গায় ক্যাপ্টেনের আসনে এই মেগাস্টার, নিলামে দিল্লী’র নিশানায় পাঁচ ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *