IPL 2025: গত ৩১ অক্টোবর রিটেনশন তালিকা প্রকাশ করেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। বড়সড় চমক দিয়েছে ২০২৪-এর আইপিএল (IPL) চ্যাম্পিয়নরা। অন্যান্য ফ্র্যাঞ্চাজির মত নিলামে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহারের জন্য অপেক্ষা করার কথা ভাবেন নি শাহরুখ খান, ভেঙ্কি মাইশোর’রা। বদলে তাঁরা ছয়টি স্লটকেই ব্যবহার করেছেন রিটেনশনের জন্য। ১৩ কোটিতে কলকাতা ধরে রেখেছে রিঙ্কু সিং-কে (Rinku Singh)। ১২ কোটি করে পাচ্ছেন বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন ও আন্দ্রে রাসেল। আর দুই আনক্যাপড তারকা রমনদীপ সিং ও হর্ষিত রাণা’র (Harshit Rana) জন্য ৪ কোটি করে খরচ করতে হয়েছে কলকাতাকে। ২০২৪-এর ট্রফিজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারকেই (Shreyas Iyer) বাতিলের তালিকায় রেখেছে নাইটরা। যা অবিশ্বাস্য ঠেকছে অনেকের কাছেই। তবে মুম্বইয়ের ক্রিকেটের আর্থিক দাবীদাওয়া শুনে পিছিয়ে গিয়েছে ফ্র্যাঞ্চাইজি। আপাতত নতুন নেতার সন্ধানে তারা।
Read More: “পাকিস্তান আসছেন না কেন?…” প্রশ্নের মুখে সূর্যকুমার, ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামলালেন ‘মিস্টার ৩৬০’ !!
শ্রেয়স প্রসঙ্গে অকপট ভেঙ্কি মাইশোর-
গত মরসুমে মেন্টর গৌতম গম্ভীরের (Gautam Gambhir) আথে অধিনায়ক শ্রেয়স আইয়ারের কেমিস্ট্রি মনে ধরেছিলো নাইট ভক্তদের। দুজনের যৌথ প্রয়াসে আইপিএল (IPL) ট্রফি জিততে পেরেছিলো কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বছর ঘোরার আগেই দু’জনেই ছাড়লেন কলকাতা শিবিরের অন্দরমহল। গম্ভীর অবশ্যই সরে দাঁড়িয়েছেন টিম ইন্ডিয়ার কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পর। শ্রেয়সের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ালো অর্থ। সংবাদমাধ্যম রেভজস্পোর্টসকে দেওয়া একটি সাক্ষাৎকারে নাইট সিইও ভেঙ্কি মাইশোর জানান যে রিটেনশন তালিকায় সবার উপরে নাম ছিলো শ্রেয়সের (Shreyas Iyer)। কিন্তু তিনিই উদ্যম নিয়ে রিলিজ নিয়ে নে। সূত্রের খবর যে অন্তত দুটি ফ্র্যাঞ্চাইজি তাঁকে আশ্বাস দিয়েছে যে বিপুল অর্থ খরচ করা হবে তাঁর জন্য। পাশাপাশি মিলবে অধিনায়কত্ব’ও। সেই কারণেই কলকাতার সাথে সম্পর্ক ত্যাগ করার কথা ভেবেছেন তিনি।
রিঙ্কু’কে অধিনায়ক করছে KKR-
শ্রেয়সের (Shreyas Iyer) বিদায়ের পর কলকাতা নাইট রাইডার্সের সামনে খোলা ছিলো দুটি রাস্তা। যে ছয়জন’কে ধরে রাখা হয়েছে তাঁদের মধ্যে থেকেই কাউকে নেতা হিসেবে নির্বাচন করা। অথবা অধিনায়ক বাছাইয়ের জন্য নিলাম অবধি অপেক্ষা করা। শেষমেশ প্রথম পন্থাটাই বেছে নিলেন শাহরুখ খান’রা। রিটেনশন তালিকার মধ্যে থেকেই খুঁজে পেলেন ফ্র্যাঞ্চাইজির পরবর্তী নেতা। অধিনায়কত্বের দৌড়ে ছিলেন আন্দ্রে রাসেল (Andre Russell) বা সুনীল নারাইন’ও। কিন্তু দুই ক্যারিবিয়ান তারকারই নেতা হিসেবে ট্র্যাক রেকর্ড বিশেষ ভালো নয়। তাই ২৭ বছরের রিঙ্কু’র উপরেই আস্থা রাখার কথা ভেবেছে বেগুনি-সোনালী শিবির। নেতৃত্বে একেবারে আনকোরা নন রিঙ্কু। উত্তরপ্রদেশ টি-২০ লীগে মীরাট ম্যাভেরিকসের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলান তিনি। আইপিএলের (IPL) মত বড় মঞ্চে নিজেকে কেমন মেলে ধরতে পারেন সেদিকে নজর থাকবে।
প্রায় ২৫ গুণ দাম বাড়লো রিঙ্কু’র-
২০১৭ থেকে আইপিএল (IPL) খেলছেন রিঙ্কু সিং (Rinku Singh)। প্রথম বছর ছিলেন পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজিতে। ১০ লক্ষ টাকার চুক্তি ছিলো তাঁর। বিশেষ সুযোগ পান নি। পরের বছরের নিলামের আগেই রিলিজ করে দেওয়া হয়েছিলো রিঙ্কু’কে। তারপর নিলামে ৮০ লক্ষ টাকায় কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন তিনি। প্রথম কয়েক বছর তিনি কাটিয়েছেন কেবলই রিজার্ভ বেঞ্চে। কিন্তু ফ্র্যাঞ্চাইজি তাঁর উপর যে আস্থা রেখেছিলো তার প্রমাণ মেলে ২০২২ সালের মেগা অকশনে। প্রথমে রিলিজ করে দেওয়া হলেও পরে ৫৫ লক্ষ টাকায় রিঙ্কুকে দলে ফেরায় কেকেআর। আত্মবিশ্বাসী রিঙ্কু এরপর জাত চেনানো শুরু করেন বাইশ গজে। ২০২৩-এ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে টানা পাঁচটি ছক্কা মেরে নায়ক হন তিনি। তাঁর সেই ধুন্ধুমার পারফর্ম্যান্সেরই সুফল পেলেন তিনি। এক ধাক্কায় প্রায় ২৫ গুণ দাম বেড়ে এখন তাঁর প্রাইস ট্যাগ ১৩ কোটি টাকা।