IPL 2025: দীপাবলির বিকেলে আইপিএলের (IPL) আকাশে আলোর রোশনাই। আগামী মরসুমের রিটেনশন তালিকা অবশেষে প্রকাশ করলো দশ ফ্র্যাঞ্চাইজিই। রইলো একের পর এক চমক। দিল্লী ক্যাপিটালস (DC) ধরে রাখে নি তাদের অধিনায়ক ঋষভ পন্থ’কে (Rishabh Pant)। একই পথে হেঁটেছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস’ও। তারাও বাদ দিয়েছে কে এল রাহুল’কে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) কাদের ধরে রাখে সেদিকে নজর ছিলো সকলের। তারা মোট ছয়জন ক্রিকেটারকেই রিটেন করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ নিলামে কোনো আরটিএম বা রাইট টু ম্যাচ ব্যবহারে আগ্রহী নয় বলিউড বাদশাহ’র দল। দিল্লী বা লক্ষ্ণৌ’র মত পূর্ববর্তী মরসুমের অধিনায়ককে ছেঁটে ফেলেছে নাইট শিবিরও। রিটেনশন তালিকায় ঠাঁই হয় নি শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। বদলে কলকাতার হয়ে প্রথম রিটেনশন স্লটটিতে নাম রয়েছে রিঙ্কু সিং-এর (Rinku Singh)।
Read More: IPL 2025: শেষ মুহূর্তে ‘ইউ টার্ন’ নাইট রাইডার্সের, ঘরের ছেলে রাসেল’কে হাতছাড়া করলো না শাহরুখের ফ্র্যাঞ্চাইজি !!
এক লাফে অনেকটা বাড়লো চুক্তির অঙ্ক-
উত্তরপ্রদেশের রিঙ্কু সিং (Rinku Singh) আইপিএলে (IPL) পথ চলা শুরু করেছিলেন ২০১৭ সালে। পাঞ্জাব কিংস তাঁকে দলে নিয়েছিলো ১০ লক্ষ টাকায়। ২০১৮তেই দল বদলান তিনি। নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্সে (KKR) যোগ দেন ৮০ লক্ষ টাকার বিনিময়ে। রিঙ্কু নিজেই বলেছেন যে সেই ৮০ লক্ষের চুক্তি তাঁর মাথার উপর থেকে অনেক বোঝা কমিয়েছিলো। কেরিয়ারের প্রথম বছরগুলিতে বিশেষ সুযোগ পান নি মাঠে নামার। কেটেছিলো রিজার্ভ বেঞ্চেই। ২০২২-এর মেগা নিলামের আগে সঙ্গত কারণেই তাঁকে রিলিজ করে দিয়েছিলো কলকাতা ফ্র্যাঞ্চাইজি। তবে ৫৫ লক্ষের বিনিময়ে আরও একবার রিঙ্কু’কেই (Rinku Singh) দলে ফেরান বেঙ্কি মাইশোর, শাহরুখ খান’রা (Shah Rukh Khan)। আস্থা রেখে তাঁরা যে কোনো ভুল করেন নি তা এরপর ব্যাট হাতে বুঝিয়ে দিয়েছিলেন রিঙ্কু (Rinku Singh)।
বড় মঞ্চে প্রথমবার তিনি নিজের প্রতিভার ঝলক দেখান ২০২২-এ লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে। দারুণ লড়েও পারেন নি ম্যাচ জেতাতে। সেই সুযোগ আসে ২০২৩-এ। আহমেদাবাদের মাঠে শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে নাইট রাইডার্স’কে অবিশ্বাস্য জয় এনে দেন তিনি। অংশ হয়ে যান আইপিএল কিংবদন্তি’র। সেই দুরন্ত পারফর্ম্যান্সের পরেও ২০২৪-এ ৫৫ লক্ষ টাকার চুক্তিতেই খেলেছেন তিনি। দল ছাড়ার কোনো রকম ইচ্ছা প্রকাশ করেন নি। তাঁর দলের প্রতি দায়বদ্ধতা ও প্রতিভার যোগ্য দাম তাই ২০২৫-এর মেগা অকশনের আগে দিলো তিন বারের আইপিএল চ্যাম্পিয়নরা। সুনীল নারাইন, আন্দ্রে রাসেলদের মত মহতারকারা যেখানে ১২ কোটি পাচ্ছেন, সেখানে সর্বোচ্চ ১৩ কোটিতে ‘রিটেন’ করা হলো রিঙ্কু’কে। এক লাফে প্রায় ২৪ গুণ বাড়লো চুক্তির অঙ্ক।
৫৭ কোটিতে ছয় রিটেনশন নাইটদের-
আরটিএমের জন্য অপেক্ষা না করে ছয়টি রিটেনশন স্লট নিলামের আগেই ব্যবহার করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ১৩ কোটি টাকায় তারা প্রথমে ধরে রেখেছে রিঙ্কু সিং-কে (Rinku Singh)। শ্রেয়স দল ছাড়ায় আগামী মরসুমে রিঙ্কু’র কাঁধে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হতে পারে বলে জোর গুঞ্জন ক্রিকেটমহলের অলিন্দে। দ্বিতীয় ও তৃতীয় স্লটে দুই স্পিনার সুনীল নারাইন (Sunil Narine) ও বরুণ চক্রবর্তীকে ‘রিটেন’ করেছে কলকাতা। দু’জনেই পাচ্ছেন ১২ কোটি টাকা করে। পূর্বের চুক্তির থেকে ৬ কোটি টাকা দাম বেড়েছে নারাইনের। বরুণের দাম বেড়েছে ৪ কোটি টাকা। ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলকেও (Andre Rusell) ১২ কোটির বিনিময়ে ধরে রেখেছে কলকাতা। তাঁর চুক্তির অঙ্ক কমেছে ৪ কোটি। এছাড়াও দুই আনক্যাপড ক্রিকেটার হর্ষিত রাণা ও রমনদীপ সিং-কেও পরের আইপিএলে (IPL) দেখা যাবে নাইট রাইডার্স জার্সিতে।