IPL 2025: খুব শীঘ্রই রিটেনশন সংক্রান্ত নিয়মবিধি জানাবে BCCI, প্রকাশ্যে মেগা নিলামের দিনক্ষণ’ও !! 1

IPL 2025: আগামী বছরের মার্চ মাসের একদম শেষ সপ্তাহে হয়ত শুরু হবে আইপিএলের (IPL) অষ্টাদশ মরসুম। সেই হিসেবে বাইশ গজে ব্যাট-বলের দ্বৈরথ শুরু হতে বাকি ছয় মাসেরও বেশী সময়। কিন্তু এর মধ্যেই ক্রিকেটজনতার মধ্যে উৎসাহ চোখে পড়ার মত। নেপথ্যে মেগা অকশন। বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির আপত্তি ছিলো এই মেগা অকশনে। মিনি নিলাম চেয়ে সওয়াল’ও করেছিলো তারা। কিন্তু সেই আবেদন রাখে নি বিসিসিআই। নিলাম ও অন্যান্য বেশ কিছু বিষয় নিয়ে আলোচনার স্বার্থে গত ৩১ জুলাই একটি বৈঠক ডাকা হয়েছিলো বিসিসিআই-এর সদর দপ্তরে। সেখানেই স্পষ্ট করে দেওয়া হয়েছে যে মেগা নিলাম হচ্ছেই। বৈঠকের পর এক মাসের বেশী সময় কেটে গেলেও প্রকাশিত হয় নি মেগা অকশনের নিয়মবিধি, জানা যায় নি রিটেনশন ও রিলিজের প্রক্রিয়াও। অবশেষে হয়ত পর্দা উঠতে চলেছে গোটা বিষয়টির উপর থেকে।

Read More: W, W, W, W, W…অনবদ্য বোলিং অংশুল কম্বোজের, প্রাণহীন পিচেও ছোটালেন গতির আগুন !!

রিটেনশন তালিকা প্রকাশ হয়ত নভেম্বরে-

IPL Auction | Image: Getty Images
IPL Auction | Image: Getty Images

আগামী ২৯ সেপ্টেম্বর বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভা রয়েছে বেঙ্গালুরুতে। ক্রিকবাজ সূত্রে খবর যে সেদিনই হয়ত প্রকাশ করা হতে পারে আইপিএল (IPL) নিলামের দিনক্ষণ সম্পর্কীত যাবতীয় তথ্য। একইসাথে ক্রিকেটার রিটেনশন ও রিলিজ সংক্রান্ত তথ্যাবলীও হয়ত সামনে আনতে পারেন রজার বিনি (Roger Binny), জয় শাহ’রা। ইতিপূর্বে খবর মিলেছিলো যে বোর্ডের তরফে নাকি ফ্র্যাঞ্চাইজিদের কাছে বার্তা পাঠানো হয়েছে যে কিছু আভ্যন্তরীন জটিলতার কারণে নিয়মিবিধি প্রকাশে দেরী হচ্ছে। তবে চলতি মাস শেষ হওয়ার আগে যে যাবতীয় ধোঁয়াশা কেটে যাবে তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। ক্রিকবাজে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ১৫ নভেম্বর হতে চলেছে রিটেনশন তালিকা প্রকাশের ডেডলাইন। অর্থাৎ দেড় থেকে দুই মাস সময় সেক্ষেত্রে পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা। মেগা নিলাম আয়োজিত হতে পারে ২০ ডিসেম্বর।

এর আগে চারটি রিটেনশল স্লট ফ্র্যাঞ্চাইজিদের দেওয়া হত মেগা অকশনের সময়। ৩১ জুলাইয়ের বৈঠকে এই সংখ্যাটি বাড়ানোর জন্য প্রস্তাব রেখেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদ, কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিনিধিরা। তাঁদের তরফে নূন্যতম ছয়টি রিটেনশন স্লট চাওয়া হয়। সানরাইজার্স হায়দ্রাবাদের কর্ণধার কাব্য মারান (Kavya Maran) বোর্ডকে প্রস্তাব দেন আরটিএম বা রাইট টু ম্যাচ কার্ড ফেরানোর। চারটি রিটেনশনের সাথে দুইটি আরটিএম বিকল্প দেওয়া হলেও তাঁদের আপত্তি নেই বলে জানায় সানরাইজার্স। এছাড়াও দুই মেগা অকশনের মাঝের সময়সীমা তিন থেকে বাড়িয়ে পাঁচ করা, ক্রিকেটারদের সাথে নিলামের আগে চুক্তির অঙ্ক নিয়ে দর কষাকষির সুযোগ চেয়েও সওয়াল করেন অনেকে। কোন কোন দাবীগুলি বোর্ড মেনে নেয়, নজর রয়েছে সেদিকে।

‘আনক্যাপড’ নিয়মে দেখা যাবে বদল ?

MS Dhoni | Image: Getty Images
MS Dhoni | Image: Getty Images

এবারের ‘রিটেনশন’-এর অন্যতম চমক হতে পারে ‘আনক্যাপড’ খেলোয়াড় সংক্রান্ত নিয়মবদল। পাঁচ বছর বা তার বেশী সময় যাঁরা আন্তর্জাতিক ক্রিকেট খেলেন নি সেই সকল খেলোয়াড়দের ২০২১ অবধি ধরা হত আনক্যাপড খেলোয়াড় হিসেবে। কিন্তু আইপিএলের (IPL) জন্মলগ্ন থেকে সেই নিয়ম কেউ ব্যবহার না করায় তুলে দেওয়া হয়েছিলো বিসিসিআই-এর পক্ষ থেকে। কিন্তু এই বারের মেগা অকশনের আগে পুরনো সেই নিয়ম ফেরানোর দাবী উঠেছে একাধিক ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে। শোনা যাচ্ছে আনক্যাপড ক্রিকেটারদের জন্য দুটি আলাদা রিটেনশন স্লট রাখা হতে পারে। সেই সুযোগ কাজে লাগিয়ে কোনো অবসৃত তারকাকে ধরে রাখা যাবে, আশায় ফ্র্যাঞ্চাইজিরা। এই নিয়মে লাভবান হতে পারেন চেন্নাইয়ের মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), কলকাতা’র সুনীল নারাইনের মত খেলোয়াড়। শেষমেশ সম্মতি জানাবে বোর্ড? উত্তরের অপেক্ষায় সকলে।

Also Read: গুরুতর আঘাত পেয়ে IPL থেকে বাদ পড়ছেন ঋতুরাজ গায়কোয়ার্ড, এই খেলোয়াড় দেবেন CSK’দলকে নেতৃত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *