IPL 2025 RCB vs GT Match Preview: পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রাখতে মরিয়া বেঙ্গালুরু, পরিসংখ্যানে এগিয়ে থেকে এই দল মারবে বাজি !! 1

IPL 2025: বুধবার আইপিএলের মহামঞ্চে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ও গুজরাট টাইটান্স (Royal Challengers Bangaluru)। উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিপক্ষে ৭ উইকেটে জয় তুলে নিয়ে রজত পাটিদার (Rajat Patidar) যাত্রা শুরু করে। এরপর চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিপক্ষে ৫০ রানে জয় তুলে নিয়ে বেঙ্গালুরু পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গেছে। অন্যদিকে গুজরাট টাইটান্স (Gujarat Titans) প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ১১ রানে হারের সম্মুখীন হয়েছিল‌। তবে দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে ৩৬ রানে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছেন শুভমান গিল (Shubman Gill)।

IPL 2025 ম্যাচের সময়সূচি-

IPL 2025 RCB vs GT Match Preview: পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রাখতে মরিয়া বেঙ্গালুরু, পরিসংখ্যানে এগিয়ে থেকে এই দল মারবে বাজি !! 2
RCB vs GT | Image: Getty Images

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বনাম গুজরাট টাইটান্সের (GT)

ম্যাচ নং- ১৪

তারিখ- ০২/০৪/২০২৫

ভেন্যু- এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু

সময়- সন্ধ্যা ৭:৩০ টায় (ভারতীয় সময়)

এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ রিপোর্ট-

IPL 2025 RCB vs GT Match Preview: পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রাখতে মরিয়া বেঙ্গালুরু, পরিসংখ্যানে এগিয়ে থেকে এই দল মারবে বাজি !! 3
M Chinnaswamy Stadium | Image: Getty Images

বিশ্বের ছোটো স্টেডিয়ামগুলির মধ্যে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম অন্যতম। এই পিচ ব্যাটসম্যানদের সাহায্য করে থাকে। এই মাঠে গত বছর সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম ইনিংসে ব্যাট করে ২৮৭ রান সংগ্রহ করেছিল। এটা এখনও পর্যন্ত এই স্টেডিয়ামের এক ইনিংসের সর্বোচ্চ রান। তবে পেসাররা প্রথম দিকে অতিরিক্ত সুইং পেতে পারেন। এখনও পর্যন্ত আইপিএলে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ৯৫ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে ৪১ বার প্রথম ইনিংসে ব্যাটিং করা দল এবং ৫০ বার দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল জয়লাভ করেছে। ৫ ম্যাচে কোনো ফলাফল আসেনি। এই মাঠে প্রথম ইনিংসের গড় স্কোর ১৬৮।

বেঙ্গালুরুর আবহাওয়ার পূর্বাভাস-

IPL 2025 RCB vs GT Match Preview: পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রাখতে মরিয়া বেঙ্গালুরু, পরিসংখ্যানে এগিয়ে থেকে এই দল মারবে বাজি !! 4
Image: Google Weather

বুধবার বেঙ্গালুরুর আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। কিন্তু ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা খুব কম। আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী ৫ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় বেঙ্গালুরুতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ‌৩১ ডিগ্ৰি সেলসিয়াস‌। তবে ম্যাচ চলাকালীন তাপমাত্রা ২৪ ডিগ্ৰি সেলসিয়াসে নেমে আসবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৪৬ শতাংশ। ম্যাচ চলাকালীন বাতাস বইবে ঘন্টায় ১১ কিমি বেগে।

RCB vs GT হেড টু হেড-

IPL 2025 RCB vs GT Match Preview: পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রাখতে মরিয়া বেঙ্গালুরু, পরিসংখ্যানে এগিয়ে থেকে এই দল মারবে বাজি !! 5
RCB vs GT | Image: Getty Images

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত গুজরাট টাইটান্সের বিপক্ষে ৫ ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৩ ম্যাচে বেঙ্গালুরু এবং ২ ম্যাচে গুজরাট জয়লাভ করেছে।

মোট ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেছে গুজরাট টাইটান্স জিতেছে
০৫

 

০৩ ০২

RCB vs GT লাইভ স্ট্রিমিং-

বুধবার এই বছর আইপিএলের ১৪ তম হাইভোল্টেজ ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচারিত করা হবে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটান্সের ম্যাচটি দেখার জন্য অনলাইনে জিওহটস্টারের ওয়েবসাইট এবং অ্যাপে চোখ রাখতে হবে।

দুই দলের সম্ভাব্য একাদশ-

IPL 2025 RCB vs GT Match Preview: পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রাখতে মরিয়া বেঙ্গালুরু, পরিসংখ্যানে এগিয়ে থেকে এই দল মারবে বাজি !! 6
RCB vs GT | Image: Getty Images

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

বিরাট কোহলি, ফিল সল্ট, দেবদত্ত পাডিক্কল, রজত পাটিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), টিম ডেভিড, ক্রনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, যশ দয়াল

ইম্প্যাক্ট প্লেয়ার: সুয়াশ শর্মা/ রোমারিও শেফার্ড

গুজরাট টাইটান্স

শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জস বাটলার‌ (উইকেটকিপার), শেরফেন রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, সাই কিশোর, কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ

ইম্প্যাক্ট প্লেয়ার: ইশান্ত শর্মা/গ্লেন ফিলিপস

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *