IPL 2025: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরও এক জয়ের প্রত্যাশা নিয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে আজ মাঠে নেমেছিল। ম্যাচে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন গুজরাট অধিনায়ক শুভমান গিল। এরপর প্রথম ইনিংসে বেঙ্গালুরু ব্যাট করতে এসে বিপর্যয়ের মুখে পড়ে। দলের পুরোনো তারকা মহম্মদ সিরাজের বিধ্বংসী বোলিংয়ের সামনে একের পর এক উইকেট হারিয়ে অনেকটাই পিছিয়ে পড়ে তারা। শেষে লিয়াম লিভিংস্টোনের অর্ধশতরানে ভর করে প্রথম ইনিংসে ১৬৯ রানের লক্ষ্যমাত্রা দেয় আরসিবি। এই রান তাড়া করতে নেমে বিধ্বংসী ব্যাটিং শুরু করেন জস বাটলার। এর ফলে ৮ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নেয় গুজরাট টাইটান্স।
১) হতাশ করলেন বিরাট-

আজ বেঙ্গালুরুর হয়ে ওপেনিং করতে আসেন ফিল সল্ট এবং বিরাট কোহলি। কিন্তু ম্যাচের দ্বিতীয় ওভারেই আউট হয়ে দলকে বিপর্যয়ের মুখে ফেলে দেন বিরাট। তরুণ ক্রিকেটার আরশাদ খানের করা দুরন্ত বলে শট খেলতে গিয়ে প্রসিদ্ধ কৃষ্ণ হাতে ধরা পড়েন এই তারকা ব্যাটসম্যান। ৬ বলে মাত্র ৭ রানে আউট হয়ে মাঠে ছাড়েন কিং কোহলি।
২) ব্যর্থ টপ অর্ডার-
আজ গুজরাট টাইটান্সের বোলিং আক্রমণের সামনে প্রথম থেকেই ব্যাঙ্গালুরুর টপ অর্ডারকে ফ্যাকাশে দেখাচ্ছিল। ওপেনার ফিল সল্ট এবং তৃতীয় স্থানে ব্যাটিং করতে আসা দেবদত্ত পাডিক্কলের উইকেট সরাসরি আঘাত করে উড়িয়ে দেন মহম্মদ সিরাজ। ১৩ বলে ১৪ রান করে ফেরেন সল্ট। পাডিক্কলের ব্যাট থেকে আসে ৩ বলে ৪ রান। রজত পাটিদারও গুরুত্বপূর্ণ সময় দায়িত্বজ্ঞানহীন ভাবে উইকেট হারিয়ে দলকে আরও পিছনে ফেলে দেন। অভিজ্ঞ ইশান্ত শর্মার বলে এলবিডব্লিউ হয়ে ১২ রান করে ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগান আরসিবি অধিনায়ক।
৩) লিভিংস্টোনের অর্ধশতরান-

চাপের মুখে দাঁড়িয়ে প্রথম ইনিংসে ৪২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল বেঙ্গালুরু। এইরকম পরিস্থিতিতে লিয়াম লিভিংস্টোন ব্যাটিং করতে নেমে দলের হয়ে হাল ধরার চেষ্টা করেন। প্রথমে তিনি জিতেশ শর্মার সঙ্গে ৩৮ বলে ৫২ রানের পার্টনারশিপ গড়েন। সাই কিশোরের বলে রাহুল তেওয়াটিয়াকে ক্যাচ দিয়ে ২১ বলে ৩৩ রানে ফেরেন জিতেশ শর্মা। এরপর টিম ডেভিডের সঙ্গে ২৪ বলে গুরুত্বপূর্ণ ৪৬ রানের পার্টনারশিপ গড়ে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন লিভিংস্টোন। এই তারকা ব্যাটসম্যান ৪০ বলে দুরন্ত ৫৪ রানের ইনিংস খেলেন। মহম্মদ সিরাজের করা বলে জস বাটলারকে ক্যাচ দিয়ে ফেরার আগে লিভিংস্টোন নিজের দায়িত্ব পালন করে সমর্থকদের মন জয় করে নেন।
৪) টিম ডেভিডের বিস্ফোরক ব্যাটিং-
টিম ডেভিড আজ বেঙ্গালুরুর হয়ে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। নিচের দিকে ব্যাট করতে নেমে ১৮ বলে ৩ টি চার এবং ২ টি ছয়ের সাহায্যে ৩২ রান রান করেন তিনি। এই রানে ভর করে আরসিবি প্রথম ইনিংসে ১৬৯ রানে পৌঁছাতে সক্ষম হয়।
৫) পুরোনো দলের বিপক্ষে জ্বলে ওঠেন সিরাজ-

মহম্মদ সিরাজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এই বছর মেগা নিলামের আগে আরসিবি তাকে ছেড়ে দিলে ১২.২৫ কোটি টাকায় গুজরাট টাইটান্স এই তারকা পেসারকে দলে নেয়। আজ পুরনো দলের বিপক্ষে প্রথম থেকেই বল হাতে ভয়ংকর হয়ে উঠেছিলেন। ফিল সল্ট, দেবদত্ত পাডিক্কল এবং লিয়াম লিভিংস্টোনের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। ম্যাচে সিরাজ ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেন।
৬) উইকেট পেলেন না গুজরাট তারকা-
আজ গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট টাইটান্সের বোলিং আক্রমণ বিপক্ষদের কোণঠাসা করে দিলেও বল হাতে রাশিদ খান একটিও উইকেট সংগ্রহ করতে পারেননি। ৪ ওভারে ৫৪ খরচ করেন এই তারকা স্পিনার। অন্যদিকে গুজরাটের হয়ে সিরাজের সঙ্গে বল হাতে মুগ্ধ করেছেন সাই কিশোর। তিনি ৪ ওভারে ২২ রান দিয়ে ২ টি উইকেট সংগ্রহ করেছেন।
৭) ধারাবাহিকতা বজায় রাখলেন সাই সুদর্শন-
গুজরাট টাইটান্সের হয়ে প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৭৪ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৬৩ রান তুলে নিয়েছিলেন সাই সুদর্শন। এই ম্যাচেও ভক্তদের হতাশ করলেন না তিনি। বেঙ্গালুরুর দেওয়া ১৭০ রান তাড়া করতে নেমে ৩৬ বলে ৪৯ রান করেন এই ওপেনার।
৮) বাটলারের ম্যাচ জয়ী ইনিংস-

গুজরাট টাইটান্সের হয়ে ওপেনিং করতে নেমে সাই সুদর্শন ৪৯ এবং শুভমান গিল ১৪ রানে আউট হয়ে যাওয়ার পর হাল ধরেন জস বাটলার। এই তারকা ব্যাটসম্যান শেরফান রাদারফোর্ডের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড দ্রুত এগিয়ে নিয়ে যান। ৩৯ বলে বিধ্বংসী ব্যাটিং করে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলেন বাটলার। রাদারফোর্ডের ব্যাট থেকে আসে ১৮ বলে অপরাজিত ৩০ রান। এর ফলে ১৭.৫ ওভারেই তাদের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয় গুজরাট। ফলে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ৮ উইকেটে আরও একটি জয় তুলে নিলো শুভমান গিলের দল।