ipl-2025-raina-will-be-dc-new-mentor

IPL 2025: এখনও ট্রফিহীন দিল্লী ক্যাপিটালস (DC)। আইপিএলের (IPL) একদম শুরু থেকে প্রতিযোগিতায় অংশ নিয়ে এসেছে তারা। প্রথমে নাম ছিলো দিল্লী ডেয়ারডেভিলস। পরে তা বদলে হয় দিল্লী ক্যাপিটালস। বদল আসে জার্সির রং, লোগোতেও। কিন্তু পরিবর্তন হয় নি কেবল ট্রফি ভাগ্যে। একবারও খেতাব জয়ের স্বাদ পায় নি তারা। ২০২৪-এর আইপিএলে (IPL) শেষ পর্যন্ত লড়াইতে থাকলেও নেট রান রেটের হিসেবে ছিটকে যেতে হয়েছে প্লে-অফের দৌড় থেকে। লীগ তালিকায় ষষ্ঠ স্থানে শেষ করেছে তারা। ব্যর্থতার ধারাবাহিক চিত্রে বদল আনাই আপাতত লক্ষ্য ফ্র্যাঞ্চাইজি। আসন্ন মেগা অকশনের আগে তাই দলে বড়সড় রদবদল আনার কথা ভাবছেন কর্মকর্তারা। নতুন ক্রিকেটারদের নিয়োগ করার পাশাপাশি চলছে নতুন কোচিং স্টাফদের স্বাগত জানানোর তোড়জোর’ও।

Read More: IPL 2025: সিরাজের জন্য দরজা বন্ধ করছে বেঙ্গালুরু, নয়া মরসুমের আগে কঠিন সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজির !!

কোচ পন্টিং-কে ছাঁটাই করেছে দিল্লী-

Ricky Ponting and Sourav Ganguly | Image: Getty Images
Ricky Ponting and Sourav Ganguly | Image: Getty Images

নয়া মরসুমের আগে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে দিল্লী ক্যাপিটালস (DC) ফ্র্যাঞ্চাইজি। তারা ছেঁটে ফেলেছে কোচ রিকি পন্টিং-কে (Ricky Ponting)। অস্ট্রেলীয় কিংবদন্তি প্রশিক্ষক হিসেবে দায়িত্ব সামলেছেন ২০১৮ সাল থেকে। ২০২০-তে ফাইনালে পৌঁছানো ছাড়া তাঁর আমলে কোনো উল্লেখযোগ্য সাফল্য নেই দিল্লী’র। সাত মরসুমের মধ্যে পাঁচ বার প্লে-অফের ছাড়পত্রই দিল্লী আদায় করে নিতে পারে নি পন্টিং-এর আমলে। তাই তাঁর সাথে ‘গোল্ডেন হ্যান্ডশেক’ করতে বাধ্য হয়েছে ফ্র্যাঞ্চাইজি। কোচ বদলের কথা প্রথম প্রকাশ্যে এনেছিলেন দিল্লী’র (DC) ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বাংলা সংবাদপত্র আজকাল’কে তিনি জানিয়েছিলেন, “একটা নতুন খবর দিচ্ছি। আগামী মরসুমে রিকি পন্টিং আর হেড কোচ থাকছেন না। জিওফ্রে বয়কট সঠিক কথাই বলেছিলেন, রিকি পন্টিং গত ৭ বছরে ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিয়ে যেতে পারেন নি।”

যুবরাজকে পেতে আগ্রহী ছিলো দিল্লী-

Yuvraj Singh | Image: Getty Images
Yuvraj Singh | Image: Getty Images

আর বিদেশী কোচ নয়, আগামী মরসুমের জন্য ভারতীয় কোচের উপরেই ভরসা রাখার কথা ভাবছে দিল্লী ক্যাপিটালস (DC) কর্তৃপক্ষ। ডায়রেক্টর সৌরভ (Sourav Ganguly) নিজেই কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন আজকাল’কে দেওয়া সাক্ষাৎকারে। জানিয়েছিলেন, “…আমায় ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলতে হবে ভারতীয় কোচদের নিয়ে। আমিও কোচ হতে পারি। দেখাই যাক না আমি কেমন কাজ করি।” যদিও পরে সেই সম্ভাবনা ক্রমে ক্ষীণ হয়ে এসেছে। বরং দিল্লী ক্যাপিটালস (DC) আগ্রহ দেখিয়েছিলো যুবরাজ সিং-কে (Yuvraj Singh) নিয়ে। বিশ্বজয়ী তারকা এর আগে পেশাদার ক্রিকেটে কোচিং করান নি। তবে শুভমান গিল (Shubman Gill), অভিষেক শর্মাদের (Abhishek Sharma) মত তরুণের মেন্টর হিসেবে কাজ করেছেন। ফ্র্যাঞ্চাইজির তরফে প্রস্তাব রাখা হয়েছিলো তাঁর কাছে। কিন্তু সম্ভবত রাজী হন নি যুবরাজ।

সুরেশ রায়না’কে দেওয়া হচ্ছে প্রস্তাব-

Suresh Raina | Image" Getty Images
Suresh Raina | Image: Getty Images

আইপিএলের (IPL) ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেটার সুরেশ রায়না (Suresh Raina)। চেন্নাই সুপার কিংসের (CSK) জার্সি গায়ে কেরিয়ারের অধিকাংশ সময় কাটিয়েছেন তিনি। মাঝে দুই বছর সিএসকে নির্বাসিত হওয়ায় খেলতে হয়েছিলো গুজরাত লায়ন্সের হয়ে। ২০৫ ম্যাচে ৫৫২৮ রান রয়েছে তাঁর। জিতেছেন ৪টি ট্রফি’ও। শোনা যাচ্ছে ২০২৫-এ প্রশিক্ষক হিসেবে আইপিএলের (IPL) আসরে পা দিতে চলেছেন তিনি। দিল্লী ক্যাপিটালসের (DC) ডাগ-আউটে দেখা যেতে পারে তাঁকে। প্রধান কোচ না হলেও মেন্টর হিসেবে দলের সাথে যোগ দিতে পারেন তিনি। যুবরাজ হাতছাড়া হওয়ায় রায়না’ই প্রথম পছন্দ দিল্লী ক্যাপিটালসের। প্রসঙ্গত গত বছরের শেষের দিকে জল্পনা ছিলো যে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের মেন্টর হচ্ছেন তিনি। যদিও তা সত্যি হয় নি। দিনকয়েক আগে জাহির খান’কে মেন্টর হিসেবে ঘোষণা করেছে লক্ষ্ণৌ।

Also Read: IND vs BAN: পাকিস্তান’কে হারিয়ে এবার ভারত’কে চ্যালেঞ্জ বাংলাদেশের, প্রকাশ্যে টাইগার্সদের টেস্ট স্কোয়াড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *