IPL 2025: ঋষভ পন্থকে নিয়ে সরগরম আইপিএলের (IPL) আঙিনা। ২০১৬ থেকে তিনি ছিলেন দিল্লী ক্যাপিটালস (DC) শিবিরে। ২০২২-এ তাঁকে অধিনায়কত্ব’ও দেয় ফ্র্যাঞ্চাইজি। ভয়াবহ সড়ক দুর্ঘটনার পরে ২০২৩-এ মাঠেই নামতে পারেন নি। তার পরেও পন্থের (Rishabh Pant) উপরেই আস্থা রেখেছিলো দিল্লী। কিন্তু ২০২৫ মরসুম শুরুর আগে দুই পক্ষের সম্পর্কে যে শৈত্য এসেছে তা স্পষ্ট হয়ে গিয়েছে ইতিমধ্যে। রিটেনশন তালিকায় অক্ষর প্যাটেল (Axar Patel), কুলদীপ যাদব, ট্রিস্টান স্টাবস ও অভিষেক পোড়েলকে (Abishek Porel) রাখলেও ঋষভকে রাখে নি ফ্র্যাঞ্চাইজি। সুনীল গাওস্কর (Sunil Gavaskar) স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন যে “হয়ত অর্থনৈতিক সমঝোতায় আসতে পারে নি দিল্লী ও ঋষভ।” সেই ভিডিও’র কমেন্ট সেকশনে ক্রিকেট তারকা নিজেই লিখে আসেন যে, “আমার রিটেনশনের সাথে টাকার কোনো সম্পর্ক ছিলো না।” আপাতত মেগা নিলামে নাম লিখিয়েছেন তিনি।
Read More: IND vs AUS 1st Test Preview: ধুন্ধুমার টেস্টের জন্য প্রস্তুত পারথ্, ‘ফেভারিট’ অজিদের বিপক্ষে মরণপণ লড়তে মুখিয়ে টিম ইন্ডিয়া !!
দেখুন পন্থের ট্যুইট’টি-
My retention wasn’t about the money for sure that I can say 🤍
— Rishabh Pant (@RishabhPant17) November 19, 2024
পন্থের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তনী-
বাম হাতি ব্যাটার হিসেবে আইপিএলে (IPL) প্রায় ১৫০ স্ট্রাইক রেটে ১১২ ম্যাচে ৩২৮৪ রান করেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁকে একজন ‘চ্যাম্পিয়ন খেলোয়াড়’ হিসেবে বর্ণনা করেছেন সুরেশ রায়না (Suresh Raina)। বলেন, “ঋষভের সব জায়গাতেই ট্রফি জয়ের মানসিকতা রয়েছে। ও দিল্লীতে চেষ্টা করেছে। খুব কঠিন পরিশ্রম করেছে। একই কথা বলতে হয় শ্রেয়স আইয়ার ও কে এল রাহুলের জন্যও। কারণ এই মুহূর্তে কেবল একজন ক্রিকেটার নয়, সাথে দলগুলো অধিনায়কও খুঁজছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস, দিল্লী ক্যাপিটালস, লক্ষ্ণৌ সুপারজায়ান্টস-চারটে এমন দল রয়েছে, যাঁদের ভারতীয় অধিনায়কের প্রয়োজন।” যে দলেই নাম লেখান ঋষভ (Rishabh Pant), তিনি যে অধিনায়ক হিসেবে নেতৃত্ব সামলাতে চলেছেন সে বিষয়ে নিঃসন্দেহে রায়না।
দিল্লী ক্যাপিটালসের (DC) প্রাক্তন কোচ রিকি পন্টিং-কে (Ricky Ponting) এবার দেখা যাবে পাঞ্জাব কিংসের ডাগ-আউটে। তাদের হাতে রয়েছে ১১০.৫০ কোটি টাকা। প্রাক্তন ছাত্রকে দলে সামিল করতে পন্টিং উৎসাহী হতে পারেন বলে মনে করছেন অনেকে। আবার কেউ কেউ নিদান দিয়েছেন যে আগামী মরসুমের অধিনায়ক হিসেবে ঋষভ পন্থকে (Rishabh Pant) শর্টলিস্ট করেছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (KKR)। বেগুনি-সোনালী বাহিনীও লড়াইতে নামবে উইকেটরক্ষক-ব্যাটারকে স্কোয়াডে সামিল করার লক্ষ্যে। ‘মিস্টার আইপিএল’ নামে পরিচিত সুরেশ রায়না (Suresh Raina) অবশ্য এই দুই শিবিরের একটিতেও দেখছেন না ঋষভ’কে। বরং তাঁর ধারণা যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জার্সিতে খেলবেন পন্থ। তাঁর জন্য দর ২৫-৩০ কোটি উঠতে পারে বলে মত সিএসকে’র চিন্নাথালা’র।
ঋষভকে বেঙ্গালুরুতে দেখছেন রায়না-
এত বছরে আইপিএলের (IPL) নিলামে বারবার ইংল্যান্ড বা অস্ট্রেলীয় তারকাদের সর্বোচ্চ মূল্য পেতে দেখা গিয়েছে। কখনও স্যাম কারান পেয়েছেন ১৮.৫০ কোটি টাকা। আবার কখনও প্যাট কামিন্সের (Pat Cummins) জন্য খরচ করা হয়েছে ২০.৫০ কোটি, মিচেল স্টার্কের (Mitchell Starc) জন্য নাইট রাইডার্স অবলীলায় ২৪.৭৫ কোটি অবধি লড়াই চালিয়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেটারদের জন্যও এবার এতটাই উঠবে টাকার অঙ্ক, আশায় রায়না (Suresh Raina)। পন্থের হাত ধরেই নতুন রেকর্ড তৈরি হতে পারে বলে মনে করছেন তিনি। “ও একজন দুর্দান্ত অধিনায়ক। অসাধারণ খেলোয়াড় ও উইকেটরক্ষক। যদি ব্র্যান্ড ভ্যালুর দিকে তাকান দেখবেন বাণিজ্যিক দিক দিয়েও ও উপরের দিকে। ওর’ও (বিশাল অঙ্কের টাকা) পাওয়া উচিৎ ২৫-৩০ কোটি, যা ওর প্রাপ্য।”
চেন্নাই, কলকাতা বা পাঞ্জাবের বদলে বেঙ্গালুরুই (RCB) কেন ঋষভ পন্থের (Rishabh Pant) জন্য আদর্শ গন্তব্য? সাক্ষাৎকারে নিজের মন্তব্যের পিছনে যুক্তিজাল সাজাতে দেখা গিয়েছে সুরেশ রায়না’কে। তাঁর বক্তব্য, “চেন্নাই’কে দল গঠন করতে হবে। (রিটেনশনে ৬৫ কোটি খরচ করার পর) ওদের হাতে কেবল ৫৫ কোটি টাকা রয়েছে। একজনের পিছনে ২৫-৩০ কোটি খরচ করলে বাকি স্কোয়াড নির্মাণের জন্য হাতে পড়ে থাকবে কেবল ১৮। পাঞ্জাবের হাতে ১১০.৫০ কোটি আছে। দিল্লীর হাতে আরটিএম রয়েছে। তবে আমি অবাক হবো না যদি ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (অকশন পার্স ৮৩ কোটি টাকা) যায়। ওদেরও তো একজন অধিনায়ক প্রয়োজন।” শেষমেশ কোন পথে এগোয় ঋষভের আইপিএল (IPL) ভবিষ্যৎ? জানতে হলে অপেক্ষা করতে হবে আরও বেশ কয়েকদিন।
Also Read: IPL 2025: “দাম পাবে না শামি…” বেফাঁস মন্তব্য মঞ্জরেকরের, ইন্সটাগ্রামে একহাত নিলেন তারকা পেসার !!