ipl-2025-rahul-heroics-lauded-by-fans

IPL 2025: অষ্টাদশতম আইপিএলে (IPL) এখনও অবধি অপরাজিত দিল্লী ক্যাপিটালস। তারা বিশাখাপত্তনমের মাঠে ইতিমধ্যে হারিয়েছে লক্ষ্ণৌ ও হায়দ্রাবাদকে। আজকে মরসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। চেপকে টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন ক্যাপিটালস (DC) অধিনায়ক অক্ষর প্যাটেল। শুরুটা ভালো না হলেও পরে সামলে নিলো দিল্লী। নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে তুললো ১৮৩। জেক ফ্রেজার ম্যাকগার্ক শূন্য রান করে সাজঘরে ফেরার পর প্রত্যাঘাত শুরু করেছিলেন অভিষেক পোড়েল। তারপর আক্রমণ জারি রইলো অক্ষর প্যাটেল, সমীর রিজভি, ট্রিস্টান স্টাবসদের ব্যাটে। তবে মুখ্য ভূমিকা নিলেন কে এল রাহুল (KL Rahul)। নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত অর্ধশতক করলেন কর্ণাটকের ক্রিকেটার। টি-২০’র আঙিনায় তাঁর রাজকীয় প্রত্যাবর্তন শোরগোল ফেলেছে নেটদুনিয়ায়।

Read More: IPL 2025: আইপিএলে মাঝেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ঈশান কিষাণের, এই কারণেই হারিয়েছেন ফর্ম !!

ফাফ দু প্লেসি (Faf du Plessis) আজ মাঠে নামতে পারেন নি। তাঁর বদলি হিসেবে ওপেন করেন কে এল রাহুল (KL Rahul)। ৫১ বলে ৭৭ রানের অনবদ্য ইনিংস খেললেন আজ তিনি। মারেন ৬টি বাউন্ডারি ও ৩টি ছক্কা। ২০২২ থেকে ২০২৪ অবধি লক্ষ্ণৌ সুপারজায়ান্টসে (LSG) ছিলেন রাহুল (KL Rahul)। সামলেছেন অধিনায়কত্ব। দুই বার দলকে প্লে-অফে তোলার পরও তাঁকে রিটেন করার পথে হাঁটে নি ফ্র্যাঞ্চাইজি। বরং ‘রিলিজ’ করে দেওয়ার পর আকারে-ইঙ্গিতে কটাক্ষ করতে ছাড়েন নি লক্ষ্ণৌর কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। আজ দিল্লীর জার্সিতে দুর্দান্ত ব্যাটিং করে যেন পুরনো ফ্র্যাঞ্চাইজিকে জবাব দিলেন রাহুল। নেটদুনিয়ায় তুমুল ট্রলের মুখে পড়তে হয়েছে গোয়েঙ্কাকে। ‘এখন নিশ্চয়ই উনি হাত কামড়াচ্ছেন,’ লিখেছেন একজন। ‘সময় থাকতে প্রতিভার মর্যাদা না দিলে এমনটাই হয়,’ মন্তব্য আরেকজনের।

গত ম্যাচে ৩৪* রানের দুর্দান্ত ক্যামিও খেলেছিলেন অভিষেক পোড়েল (Abishek Porel)। আজও পাওয়ার প্লে’তে স্কোরবোর্ডকে সচল রাখার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন বাংলার তরুণ। ২০ বলে ৩৩ রান করেন তিনি। ‘যত দিন যাচ্ছে পরিণত হচ্ছে ও। আরও ভালো ইনিংসের প্রত্যাশা রাখছি,’ শুভেচ্ছা জানিয়ে ট্যুইটারে লিখেছেন এক অনুরাগী। মন্থর পিচে নিজেকে চার নম্বরে তুলে এনেছিলেন অক্ষর প্যাটেল। ১৪ বলে ২১ করেন তিনি। ‘সামনে থেকে নেতৃত্ব দেওয়ার প্রয়াসকে কুর্নিশ,’ ট্যুইটারের দেওয়ালে বার্তা এক সমর্থকের। দু প্লেসির বদলি হিসেবে আজ উত্তরপ্রদেশের সমীর রিজভি’কে নামিয়েছিলেন কোচ হেমাঙ্গ বাদানি। ২০ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনিও। ‘ফিনিশিং’ টাচ দিতে দেখা গেলো ট্রিস্টান স্টাবস’কে। দক্ষিণ আফ্রিকান তারকা অপরাজিত রইলেন ১২ বলে ২৪ করে। ‘এই পুঁজি রক্ষা করা সম্ভব,’ আশাবাদী দিল্লী সমর্থকেরা।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025 PBKS vs RR Dream 11 Prediction: ঘরের মাঠে রাজস্থানের বিরুদ্ধে নামছে পাঞ্জাব, ফ্যান্টাসি ক্রিকেটের যাবতীয় তথ্য জানুন এক ক্লিকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *