IPL 2025: অষ্টাদশতম আইপিএলে (IPL) এখনও ছন্দ খুঁজে পায় নি কলকাতা নাইট রাইডার্স (KKR)। মরসুমের প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ঘরের মাঠ ইডেনে হারতে হয়েছিলো তাদের। এরপর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুয়াহাটিতে জয় পেয়েছিলো তারা। কিন্তু পরের ম্যাচেই ফের দেখা যায় ছন্দপতন। ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার শিকার হয়ে মুখ থুবড়্রে পড়ে গত বছরের চ্যাম্পিয়নরা। বাণিজ্যনগরীর ব্যর্থতার পর টানা দু’টি হোম ম্যাচ ছিলো নাইটদের। জোড়া জয় লীগ তালিকায় সুবিধাজনক জায়গায় পৌঁছে দিতে পারত বেগুনি-সোনালী শিবিরকে। কিন্তু সানরাইজার্সের (SRH) বিরুদ্ধে জিতলেও লক্ষ্ণৌর (LSG) বিপক্ষে ফের হতাশ করে তারা। ফর্মের ওঠাপড়ার মাঝেই রাজ্য ক্রিকেট সংস্থা সিএবি’র সাথে কোন্দল মাথাব্যথা বাড়িয়েছে নাইট থিঙ্কট্যাঙ্কের। পিচ নিয়ে অসন্তোষ ব্যক্ত করেছেন অধিনায়ক রাহানে।
Read More: IPL 2025, RCB vs DC TOSS REPORT in BENGALI: টস জিতলো দিল্লি, প্রাক্তন RCB ক্যাপ্টেনকে নিয়েই একাদশ গঠন অক্ষরদের !!
পিচ কিউরেটরকে একহাত নিলেন রাহানে-

চলতি আইপিএলে (IPL) এখনও অবধি তিনটি হোম ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। এর মধ্যে তারা হেরেছে দু’টিতে। লীগ টেবিলে সবার নীচে থাকা সানরাইজার্সের বিরুদ্ধে একমাত্র ঘরের মাঠে ২ পয়েন্ট পেয়েছে তারা। ঘরের মাঠকে দুর্গ বানাতে কেন ব্যর্থ রিঙ্কু-ভেঙ্কটেশ আইয়াররা (Venkatesh Iyer)? বেঙ্গালুরু ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে অধিনায়ক রাহানে কাঠগড়ায় তুলেছিলেন বাইশ গজ’কে। ইডেনের ব্যাটিং সহায়ক পিচ সুবিধার বদলে অসুবিধা বাড়াচ্ছে কলকাতার, ইঙ্গিত করেন তিনি। বলেন, “আমার এমন পিচ চাই যেখানে স্পিনারদের জন্য সাহায্য রয়েছে। এখানে দেড় দিন পিচ ঢাকা ছিলো।” নাইট (KKR) অধিনায়কের পিচ প্রত্যাশা মেটাতে প্রথমে রাজী হন নি কিউরেটর সুজন মুখোপাধ্যায়। সংবাদমাধ্যমে কড়া প্রতিক্রিয়া দেন তিনি। চরিত্র বদলাবে না বাইশ গজের, সাফ জানিয়েছিলেন তিনি।
সানরাইজার্সের ম্যাচের আগে অবশ্য পিচে জল না দেওয়ায় খানিক মন্থর হয়েছিলো তা। সাফল্য পান স্পিনাররা। তবে লক্ষ্ণৌর (LSG) বিরুদ্ধে ফের পুরনো ব্যাটিং বান্ধব বাইশ গজ’ই চোখে পড়লো গত মঙ্গলবার। দুই ইনিংস মিলিয়ে ওঠে ৪৭২ রান। পয়েন্ট হাতছাড়া হয় কলকাতার। খেলা শেষে ফের একবার পিচ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিলো রাহানে। কৌশলে এড়িয়ে গেলেও কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে খোঁচা দিতে ছাড়েন নি তিনি। বলেন, “দেখুন পিচ নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। আমি যদি মুখ খুলি তো ঝামেলা হয়ে যাবে। আমাদের যিনি কিউরেটর রয়েছেন, তিনি বেশ প্রচার পেলেন। তার জন্য তিনি সম্ভবত খুব খুশি। হোম অ্যাডভান্টেজের ব্যাপারে আপনাদের যা খুশি লিখতে পারেন। আমার যদি কিছু বলার থাকে তাহলে এখানে না বলে সরাসরি আইপিএল কর্তৃপক্ষকে বলবো।”
প্রশ্নবিদ্ধ রাহানের নেতৃত্ব-

গত বছরের আইপিএলে (IPL) অধিনায়ক হিসেবে অনবদ্য পারফর্ম করেছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সামনে থেকে নেতৃত্ব দিয়ে কলকাতাকে এনে দিয়েছিলেন তৃতীয় ট্রফি। এবার তাঁর জুতোয় পা গলিয়েছেন রাহানে (Ajinkya Rahane)। কাজটা যে কঠিন তা সম্ভবত হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি। এখনও অবধি ব্যাট হাতে দু’টি অর্ধশতক করলেও ‘ক্যাপ্টেন’ হিসেবে আহামরি কিছু পারফর্ম্যান্স করতে পারেন নি মুম্বইয়ের ক্রিকেটার। বরং তাঁর ‘গেম রিডিং’ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেই গিয়েছে ইতিমধ্যে। অনরিখ নর্খিয়ার মত তারকা পেসার কেন দিনের পর দিন রয়েছেন রিজার্ভ বেঞ্চে? কেন স্পেন্সার জনসন’কে খেলানো হচ্ছে প্রথম পছন্দ হিসেবে? প্রশ্নের জবাব চাইছেন সমর্থকেরা। লক্ষ্ণৌ’র বিরুদ্ধে যখন স্কোরবোর্ডের গতি বাড়ানোর প্রয়োজন, তখনও কেন রিঙ্কু সিং-কে নামানো হলো আটে? ব্যাখ্যা চাইছেন সেই স্ট্র্যাটেজিরও।