ipl-2025-rahane-puts-blame-on-openers

IPL 2025: চলতি আইপিএলে নিজের চেনা ছন্দ হারিয়েছে কলকাতা। গুজরাটের বিরুদ্ধেও ঘুরলো না নাইট রাইডার্সের (KKR) ভাগ্যের চাকা। প্রতিপক্ষের জন্য ঘূর্ণির ফাঁদ পাততে চেয়েছিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কিন্তু নারাইন বা বরুণ চক্রবর্তী নয়, কলকাতার মাঠে বাজিমাত করে গেলেন রশিদ খান, সাই কিশোর, ওয়াংশিংটন সুন্দররা। ১৯৯ তাড়া করতে নেমে গুজরাত টাইটান্সের (GT) স্পিন ত্রয়ীর বিরুদ্ধে কেঁপে গেলো নাইটদের ব্যাটিং লাইন-আপ। ঘরের মাঠে আরও একবার হারলো তারা। চলতি আইপিএলে (IPL) হোমগ্রাউন্ড ইডেনে চারটি ম্যাচ খেলেছে বেগুনি-সোনালী শিবির। গতকাল তারা মুখোমুখি হলো তৃতীয় হারের। লীগ তালিকায় নয় নম্বরে থাকা সানরাইজার্স ছাড়া ঘরের মাঠে এই মরসুমে এখনও কোনো সাফল্যই নেই তাদের। হঠাৎ এভাবে মুখ থুবড়ে পড়লো কেন ফ্র্যাঞ্চাইজি? ম্যাচ শেষে ব্যাখ্যা দিলেন খোদ অধিনায়ক রাহানে (Ajinkya Rahane)।

Read More: IPL 2025, LSG vs DC TOSS REPORT in BENGALI: টস জিতলো দিল্লি, হারের বদলা নিতে পন্থদের দলে এন্ট্রি নিলেন তরুণ তারকা !!

ওপেনারদেরই দুষলেন রাহানে-

Ajinkya Rahane | IPL | Image: Getty Images
Ajinkya Rahane | IPL | Image: Getty Images

গত বছর নাইটদের (KKR) সাফল্যের অন্যতম কারণ ছিলো তাদের ওপেনিং জুটি। ইংল্যান্ডের ফিল সল্টের সাথে ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইনকে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন মেন্টর গৌতম গম্ভীর। ঝড় তুলেছিলেন দু’জনে। গোটা মরসুমে ১২ ম্যাচ খেলে ৩৯.৫৪ গড়ে ৪৩৫ রান করেছিলেন সল্ট (Phil Salt)। স্ট্রাইক রেট ছিলো ১৮২। নারাইন একটি শতরানসহ ১৫ ম্যাচে মোট ৪৮৮ রান করেন প্রায় ১৮১ স্ট্রাইক রেটে। ১০টি ম্যাচে তাদের জুটি ২০৬.৭ স্ট্রাইক রেটে স্কোরবোর্ডে যোগ করেছিলো ৪৯২ রান। পাওয়ার –প্লে’তেই ম্যাচ প্রতিপক্ষের হাতের মুঠোর বাইরে নিয়ে যেতেন দু’জনে। এবার সল্ট নেই নাইট শিবিরে। নারাইন (Sunil Narine) থাকলেও তাঁকে পাওয়া যায় নি পুরনো ফর্মে। তাঁর সঙ্গী হিসেবে আহামরি পারফর্ম করতে পারেন নি ডি কক বা গুরবাজ’রা। সেই ব্যর্থতার ফল’ই দল’কে ভুগতে হচ্ছে বলে মনে করছেন অজিঙ্কা রাহানে।

গতকাল ম্যাচ শেষে এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন নাইট রাইডার্স অধিনায়ক। সেখানে ওপেনিং জুটির হতশ্রী পারফর্ম্যান্সকেই তিনি রান তাড়া করার ক্ষেত্রে দলের ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে তুলে ধরেছেন। জানান, “আমার মনে হয়েছিলো যে ১৯৯ তাড়া করাই যায়। আমরা দারুণ ভাবে ম্যাচে ফেরত এসেছিলাম। যখন আপনি ১৯৯ তাড়া করছেন তখন আপনি একটি ভালো ওপেনিং জুটির আশা করেন। কিন্তু সেখানেই গোটা মরসুম জুড়ে আমরা সমস্যায় পড়ছি। আমরা বেশ ভালো বোলিং করেছিলাম। কিন্তু ব্যাটিং’ই মুখ থুবড়ে পড়লো।” আট ম্যাচ খেলে মাত্র তিনটি জিতেছে কলকাতা। বাকি ছয় ম্যাচের মধ্যে প্লে-অফে যেতে গেলে জিততে হবে অন্তত পাঁচটি। এখনই আশা ছাড়ছেন না রাহানে (Ajinkya Rahane)। বলেছেন, “বড় রান তাড়া করার ক্ষেত্রে ওপেনারদের শুরুটা ভালো করতে হবে। এই ব্যাপারে উন্নতির চেষ্টা করছি আমরা। ”

ভুল থেকে শিক্ষা নিতে চান অধিনায়ক-

Ajinkya Rahane and Angkrish Raghuvanshi | IPL | Image: Getty Images
Ajinkya Rahane and Angkrish Raghuvanshi | IPL | Image: Getty Images

কেবল দুই ওপেনার নয় ব্যাটিং বিভাগের বাকিদের দিকেও তোপ দেগেছেন অধিনায়ক রাহানে (Ajinkya Rahane)। বলেন, “আমাদের মাঝের ওভারগুলোতে আরও ভালো খেলতে হবে।” বোলারদের সম্পর্কে তাঁর অভিমত সম্পূর্ণ উলটো। বরুণ-হর্ষিতদের প্রশংসায় ভরিয়ে বলেছেন, “আমাদের কোনো অভিযোগ নেই বোলারদের প্রতি। ওরা ম্যাচের পর ম্যাচে দারুণ বোলিং করছে। ফিল্ডিং-ও এমন একটা বিষয় যেটা আমি মনে করি যে আমাদের নিয়ন্ত্রণেই রয়েছে। যদি ১০-১৫ রান আটকানো যায় তাহলে সেটা দলের কাজেই আসে। সদিচ্ছা আর (জয়ের) মনোভাবটাই আসল। সম্পূর্ণ ২০ ওভারই আপনাকে সজাগ থাকতে হবে। সেখানেই আমাদের কিছু ভুলচুক থেকে যাচ্ছে।” ব্যর্থতার পরেও সতীর্থদের পাশে দাঁড়িয়ে রাহানে জানান, “ছেলেরা খুব খাটছে। এই ফর্ম্যাটটা সাহসীদের। অতীত নিয়ে বেশী ভেবে লাভ নেই। পুরনো ভুল থেকে শিখতে হবে।”

Also Read: IPL 2025: নাইটদের ব্যর্থতায় রুষ্ট শাহরুখ খান, কঠিন পদক্ষেপ নিয়েছেন বলিউড বাদশাহ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *