ipl-2025-rahane-named-new-kkr-captain

IPL 2025: ২০২৪ সালে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে আইপিএল (IPL) জিতেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। অবসান হয়েছিলো এক দশকের ট্রফি খরার। কিন্তু বছর ঘোরার আগেই খেতাবজয়ী অধিনায়কের সাথে বিচ্ছেদের পথে হেঁটেছিলো ফ্র্যাঞ্চাইজি। প্রাইস ট্যাগ নিয়ে ভেঙ্কি মাইশোর, শাহরুখ খানদের সাথে সমঝোতায় আসতে পারেন নি শ্রেয়স। ফলে দল ছাড়েন তিনি। জেড্ডার মেগা নিলামে তাঁকে ফেরানোর চেষ্টা করেছিলো কলকাতা (KKR)। কিন্তু বিপুল দামে পাঞ্জাব কিংস ছিনিয়ে নেয় তাঁকে। মুম্বইয়ের তারকা হাতছাড়া হওয়ার পরেই পরবর্তী নাইট অধিনায়ক কে হবেন তা নিয়ে ছিলো জল্পনা। বেঙ্গালুরু, লক্ষ্ণৌর মত দল নয়া অধিনায়কের নাম ঘোষণার পর আরও তীব্র হয়েছিলো গুঞ্জন। শেষমেশ আজ দুপুরে সোশ্যাল মিডিয়ায় নয়া নেতার নাম ঘোষণা করলো নাইট শিবির। অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) অভিজ্ঞতার উপরেই আস্থা রাখলো তিন বারের চ্যাম্পিয়নরা।

Read More: রোহিত শর্মাকে ‘মোটা’ বলে কটাক্ষ কংগ্রেস মুখপাত্রের, বিতর্কের ঝড় রাজনৈতিক মহলে !!

অধিনায়ক রাহানে, ডেপুটি ভেঙ্কটেশ-

Ajinkya Rahane | IPL | Image: Getty Images
Ajinkya Rahane | Image: Getty Images

গত বছর নিজেদের তৃতীয় আইপিএল (IPL) ট্রফি জিতেছে নাইট রাইডার্স। জার্সিতে যুক্ত হয়েছে তিন নম্বর তারাটি। এবার তাই বছরের তৃতীয় মাসের তৃতীয় দিনে দুপুর তিনটে বেজে তেত্রিশ মিনিটে নিজেদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। প্রত্যাশামতই অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) পেলেন দায়িত্ব। ২০২৫-এর মেগা নিলামে ১.৫ কোটি টাকার বিনিময়ে মুম্বইয়ের ক্রিকেটার যোগ দিয়েছেন ‘সিটি অফ জয়’-এর দলে। নাইট রাইডার্সে (KKR) এটি তাঁর দ্বিতীয় অধ্যায়। ২০২২ সালেও বেগুনি-সোনালী জার্সি গায়ে চাপিয়েছিলেন তিনি। বছর তিনেক পর সুযোগ পেলেন রাজকীয় প্রত্যাবর্তনের। এর আগে রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব সামলেছেন তিনি। এছাড়া ঘরোয়া ক্রিকেটে মুম্বই’কে নেতৃত্ব দিয়েছেন। এমনকি টিম ইন্ডিয়ার ‘ক্যাপ্টেন্সি’ও করেছেন রাহানে (Ajinkya Rahane)। সেই অভিজ্ঞতারই পুরষ্কার পেলেন তিনি।

সম্ভাব্য অধিনায়ক হিসেবে শোনা যাচ্ছিলো ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) নাম’ও। তাঁর নাম যে কর্মকর্তাদের ভাবনায় রয়েছে তা বোঝা গিয়েছিলো ২৩.৭৫ কোটি টাকা খরচ করে মধ্যপ্রদেশের অলরাউন্ডারকে দলে ফেরানো থেকেই। দিনকয়েক আগে একটি সাক্ষাৎকারে অধিনায়ক হওয়ার বাসনা প্রকাশ করেছিলেন ভেঙ্কটেশ স্বয়ং। কিন্তু এবার নেতৃত্ব তাঁকে দেন নি শাহরুখ খান, জুহি চাওলা’রা। বরং রাহানের (Ajinkya Rahane) ডেপুটি হিসেবে থাকছেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইশোর নতুন ‘ক্যাপ্টেন’কে নিয়ে আশাবাদী। জানিয়েছেন, “রাহানের মত অভিজ্ঞ ও পরিণত একজনকে নেতা হিসেবে পেয়ে আমরা খুবই খুশি। ভেঙ্কটেশ আইয়ার আমাদের ফ্র্যাঞ্চাইজির ‘ঘরের ছেলে।’ ওর মধ্যেই যথেষ্ট নেতৃত্ব গুণ রয়েছে। আমাদের খেতাব রক্ষার লড়াইতে এই জুটি সফল হবে বলে আমি আশাবাদী।” ইতিমধ্যেই স্বপ্ন দেখতে শুরু করেছেন সমর্থকেরাও।

দেখুন KKR-এর ঘোষণা’টি-

২২ তারিখ মাঠে নামছে নাইট’রা-

KKR vs RCB | Image: Getty Images
KKR vs RCB | Image: Getty Images

২০০৮ সালে আইপিএলের (IPL) প্রথম মরসুমের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলো কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (KKR vs RCB)। টুর্নামেন্টের অষ্টাদশতম মরসুমের উদ্বোধনী ম্যাচেও পুনরাবৃত্তি হচ্ছে সেই প্রতিদ্বন্দ্বীতারই। শুধু সেবার চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত হয়েছিলো ম্যাচটি। এবার ভেন্যু হিসেবে থাকছে ইডেন গার্ডেন্স। ২০২৪ সালে কলকাতা ট্রফি জেতায় এক দশক পর উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল আয়োজনের সুযোগ পেয়েছে দেশের প্রাচীনতম ক্রিকেট স্টেডিয়াম। একই সাথে আইপিএলের (IPL) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটিও আয়োজিত হবে কলকাতাতেই। গতবারের মতই ৭০টি গ্রুপ ম্যাচ ও চারটি নক-আউট ম্যাচ থাকছে। মোট ১৩টি শহরে আয়োজিত হবে ম্যাচগুলি। কলকাতা, মুম্বই, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, দিল্লী, জয়পুর, মুল্লানপুর, আহমেদাবাদ ও লক্ষ্ণৌর পাশাপাশি খেলা হবে ধর্মশালা, গুয়াহাটি ও বিশাখাপত্তনমেও।

 Also Read: IPL 2025: ‘ক্যাপ্টেনস লাক’ আইপিএল জেতাবে পাঞ্জাব কিংসকে, শ্রেয়সের হাত ধরে আসবে সাফল্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *