IPL 2025: গত মরসুমে শ্রেয়স আইয়ারের হাত ধরে ট্রফি জিতেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। এক দশক পর আইপিএল (IPL) খেতাব ফিরেছিলো ‘সিটি অফ জয়’-এ। কিন্তু বছর ঘোরার আগেই শ্রেয়সের সাথে বিচ্ছেদের পথে হাঁটে ফ্র্যাঞ্চাইজি। আর্থিক দাবীদাওয়ার বিষয়ে সমঝোতা না হওয়ায় ‘রিলিজ’ করে দেওয়া হয় মুম্বইয়ের তারকাকে। জেড্ডার মেগা নিলামে তিনি নাম লিখিয়েছেন পাঞ্জাব কিংসের (PBKS)। শ্রেয়সের ছেড়ে যাওয়া সিংহাসনে কে বসবেন তা নিয়ে কৌতূহল ছিলো নাইট ভক্তদের মধ্যে। দৌড়ে ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করে যেভাবে তাঁকে দলে নিয়েছিলেন কর্মকর্তারা, তাতে আগামীর অধিনায়ক হিসেবে তাঁকেই দেখছিলেন অনেকে। কিন্তু চমক দেয় শাহরুখ খানের দল। মার্চের ৩ তারিখ দুপুর ৩টে ৩৩ মিনিটে কলকাতার নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয় অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নাম।
Read More: IPL 2025 KKR vs SRH Toss Report in Bengali: টস জিতলো হায়দ্রাবাদ, ঘরের মাঠে স্পিন অস্ত্রে শান দিচ্ছে নাইট শিবির !!
এখনও অবধি হতাশই করেছেন রাহানে-

২০২৩-এর অগস্ট মাসের পর ভারতীয় দলের জার্সি গায়ে চাপাতে পারেন নি অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করলেও নির্বাচকদের রেডারে আর জায়গা করে নিতে পারেন নি মুম্বইয়ের অভিজ্ঞ খেলোয়াড়। আন্তর্জাতিক আঙিনায় তাঁর কেরিয়ার যখন প্রায় অস্তাচলে তখন আচমকাই নাইট রাইডার্সের (KKR) অধিনায়কত্ব করার সুযোগ পান তিনি। আইপিএলে (IPL) ভালো পারফর্ম করতে পারলে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা জাতীয় দলের দরজা ফের একবার খুলতে পারে তাঁর জন্য, মনে করছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু এখনও অবধি ব্যাটার ও অধিনায়ক-দুই ভূমিকাতেই আহামরি পারফর্ম্যান্স করতে পারেন নি তিনি। অপ্রত্যাশিত যে সুযোগ চলে এসেছিলো তাঁর সামনে, তাকে আঁকড়ে ধরতে পারেন নি দুই হাতে। তাঁর যে প্রত্যাশা ছিলো সমর্থকদের তারও ধারেকাছে পৌঁছতে পারেন নি রাহানে।
মরসুমের প্রথম ম্যাচে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নেমেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু বেশ ছন্নছাড়া দেখিয়েছে ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’দের। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৫৬ রানের ইনিংস খেলেছিলেন রাহানে (Ajinkya Rahane)। কিন্তু অধিনায়ক হিসেবে পাস করতে পারেন নি উদ্বোধনী ম্যাচে। সল্ট-কোহলিদের আক্রমণ রোখার টোটকা খুঁজে বের করতে পারেন নি তিনি। এবারের আইপিএলে (IPL) এখনও অবধি বেশ দুর্বল লেগেছে রাজস্থান রয়্যালসকে। তাদের বিরুদ্ধে কলকাতার জয়ে অধিনায়ক রাহানের ক্যারিশ্মার চেয়ে ওপেনার ক্যুইন্টন ডি কক-এর কৃতিত্বই বেশী বলে মনে করছেন সমর্থকেরা। অপরাজিত ৯৭ রান করেন তিনি। পক্ষান্তরে ‘ক্যাপ্টেন’-এর ব্যাট থেকে এসেছে ১১। তিনি ব্যর্থ মুম্বইয়ের (MI) বিপক্ষেও। চেনা ওয়াংখেড়েতে ১৮ করেই থেমেছে তাঁর ব্যাট। ৮ উইকেটের লজ্জার হার জুটেছে কলকাতার কপালে।
পিচ নিয়ে জড়িয়েছেন বিতর্কে-

হতশ্রী পারফর্ম্যান্সের পাশাপাশি নাইট রাইডার্স (KKR) অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ইডেনের পিচ নিয়েও জড়িয়েছেন বিতর্কে। হোমগ্রাউন্ডে ব্যাটিং বান্ধব পিচ চান না তিনি। বরং মন্থর স্পিন সহায়ক বাইশ গজ চেয়ে সওয়াল করতে শোনা গিয়েছে তাঁকে। আরসিবি ম্যাচের পর জানান, “আমার এমন পিচ চাই যেখানে স্পিনারদের জন্য সাহায্য রয়েছে। এখানে দেড় দিন পিচ ঢাকা ছিলো।” ২০১৫ সাল থেকে ইডেনের পিচ কিউরেটর হিসেবে রয়েছেন সুজন মুখোপাধ্যায়। নাইট অধিনায়কের আবদার মানতে রাজী হন নি তিনি। এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দেন, “আমি দায়িত্ব নেওয়ার পর এমনই উইকেট হয়েছে। আগেও এমনটাই ছিলো। পরিস্থিতিতে কোনো বদল আসে নি। ভবিষ্যতেও রদবদল করা হবে না।” একটি অনুষ্ঠানে রাহানের সমর্থনে মুখ খোলেন সাইমন ডুল ও হর্ষ ভোগলে। বিতর্কের আগুনে ঘি ঢালে তাঁদের মন্তব্য।