ipl-2025-rabada-facing-provisional-ban

IPL 2025: পাঞ্জাব কিংস ছেড়ে আইপিএলের (IPL) অষ্টাদশতম মরসুমের আগে ১০.৭৫ কোটির বিনিময়ে গুজরাত টাইটান্সে (GT) যোগ দিয়েছিলেন কাগিসো রাবাডা (Kagiso Rabada)। ২৯ বর্ষীয় দক্ষিণ আফ্রিকান পেসার পাঞ্জাব ও মুম্বইয়ের বিরুদ্ধে দু’টি ম্যাচে মাঠেও নেমেছিলেন নয়া দলের হয়ে। নিয়েছিলেন ২টি উইকেট। এরপরেও গুজরাত স্কোয়াড থেকে কার্যত উধাও হয়ে যান তিনি। সংবাদমাধ্যম সূত্রে তখন জানা গিয়েছিলো যে ব্যক্তিগত কারণে দেশে ফিরে যেতে হয়েছে তাঁকে। এরপর একাধিকবার গুজরাত (GT) অধিনায়ক শুভমান গিলকে রাবাডার (Kagiso Rabada) অনুপস্থিতি সম্পর্কে প্রশ্ন করা হলেও কোনো স্পষ্ট উত্তর মেলে নি। অবশেষে আইপিএলের (IPL) লীগ পর্ব যখন প্রায় শেষের পথে, তখন জানা গেলো প্রোটিয়া পেসারের ভারত ছাড়ার আসল কারণ। ব্যক্তিগত প্রয়োজনে নয় বরং নির্বাসিত হওয়ায় ফ্র্যাঞ্চাইজি লীগ ছেড়েছেন তিনি।

Read More: ছেলেকে সমর্থন নয়, RCB’র জার্সি পরে নীতিশ কুমার রেড্ডির সঙ্গে বিবাদে জড়ালেন ক্রিকেটারের বাবা !!

নির্বাসিত কাগিসো রাবাডা-

Kagiso Rabada | IPL | Image: Getty Images
Kagiso Rabada | IPL | Image: Getty Images

বিশ্বের সেরা ফাস্ট বোলারদের তালিকায় নিঃসন্দেহে উপরের দিকেই নাম থাকবে কাগিসো রাবাডার (Kagiso Rabada)। দক্ষিণ আফ্রিকার হয়ে ৭০টি টেস্ট খেলেছেন তিনি। নিয়েছেন ৩২৭টি উইকেট। দীর্ঘতম ফর্ম্যাটে সবচেয়ে কম বল খরচ করে ৩০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়েছেন তিনি। ওয়ান ডে’তে ১০৬ ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ১৬৮ উইকেট। কুড়ি-বিশের ফর্ম্যাটেও বেশ সাবলীল তিনি। দেশের জার্সিতে ৬৫ ম্যাচে নিয়েছেন ৭১ উইকেট। আইপিএলের (IPL) আঙিনাতেও নিয়মিত রাবাডা (Kagio Rabada)। ৮২ ম্যাচে রয়েছে ১১৯ শিকার। ভারতের ফ্র্যাঞ্চাইজি লীগেও দ্রুততম ১০০ উইকেট নিয়ে নজির গড়েছেন তিনি। তাঁর গৌরবময় ক্রিকেট কেরিয়ারে এবার লাগলো কলঙ্কের ছিটে। প্রোটিয়া পেসার আজ ঘোষণা করেছেন যে নিষিদ্ধ মাদক দ্রব্য সেবনের অপরাধে ক্রিকেট থেকে সাময়িক নির্বাসিত হয়েছেন তিনি।

আগামী ১১ থেকে ১৫ তারিখ লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার কথা দক্ষিণ আফ্রিকার। সেই ম্যাচে আদৌ তিনি খেলতে পারবেন কিনা তা জানান নি কাগিসো রাবাডা (Kagiso Rabada)। তাঁর নির্বাসন ঠিক কতদিনের বা কোন ড্রাগ সেবনের জন্য শাস্তি হয়েছে তাঁর, স্পষ্ট করেন নি তাও। কেবল জানিয়েছেন, “যাঁদের আমি হতাশ করেছি তাঁদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্রিকেট খেলার যে সুযোগ আমি পেয়েছি, তাকে কখনও হাল্কা ভাবে নেবো না। এই সুযোগটা আমার থেকেও অনেক বড়। আমার ব্যক্তিগত আশা-আকাঙ্ক্ষার অনেক উপরে। আমি সাময়িক নির্বাসিত হয়েছি। এবং যে খেলাটা খেলতে ভালোবাসি সেখানে ফেরার জন্য মুখিয়ে রয়েছি। আগামীতে এই মুহূর্তটা আমায় ব্যাখ্যা করবে না। আমি এতদিন যা করে এসেছি, তেমনই নিজের সবটুকু নিষ্ঠা দিয়ে ভবিষ্যতেও খেলে যাবো।”

রাবাডাকে ছাড়াই প্লে-অফের পথে GT-

Mohammed Siraj and Prasidh Krishna | IPL | Image: Getty Images
Mohammed Siraj and Prasidh Krishna | IPL | Image: Getty Images

কাগিসো রাবাডা’র (Kagiso Rabada) অনুপস্থিতি অবশ্য বিশেষ সমস্যায় ফেলে নি গুজরাত টাইটান্সকে। চলতি আইপিএলে (IPL) বেশ ভালো ফর্মে রয়েছে তারা। ইতিমধ্যে ১০ ম্যাচের মধ্যে ৭টিতে জিতেছেন শুভমান গিল’রা। ১৪ পয়েন্ট নিয়ে রয়েছেন লীগ তালিকায় দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের সাথে পয়েন্টের নিরিখে এক জায়গাতে থাকলেও নেট রান-রেটে সামান্য পিছিয়ে ২০২২-এর চ্যাম্পিয়নরা। বাকি ৪ ম্যাচের মধ্যে একটিতে জিতলেই খুলে যেতে পারে প্লে-অফের দরজা। চোখধাঁধানো পারফর্ম করছেন তাদের ব্যাটার’রা। কমলা টুপির তালিকায় সেরা পাঁচের মধ্যে রয়েছেন সাই সুদর্শন, শুভমান গিল ও জস বাটলার। রাবাডা-হীন পেস বিভাগ’ও বেশ ভালো পারফর্ম করছে এবার। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)। ভারতীয় তারকা নিয়েছেন ১৯ উইকেট। ১৪ উইকেট মহম্মদ সিরাজেরও।

Also Read: IPL 2025: ১০ কোটির ‘ওয়াটার বয়’ কিনেছে দিল্লী ক্যাপিটালস, গোটা মরসুম কাটছে মাঠের বাইরে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *