ipl-2025-pooran-wins-potm-vs-kkr

IPL 2025: আইপিএলে (IPL) সাধারণত ফিনিশারের ভূমিকাতেই খেলে থাকেন নিকোলাস পুরান (Nicholas Pooran)। কিন্তু এই বছর তাঁকে ভিন্ন ভূমিকায় ব্যবহার করছেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টস কোচ জাস্টিন ল্যাঙ্গার। তুলে এনেছেন ব্যাটিং অর্ডারের তিন নম্বরে। দারুণ ভাবে মানিয়ে নিয়েছেন ক্যারিবিয়ান তারকা। দিল্লী ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে ধুন্ধুমার ৭৫ রানের ইনিংস খেলে শুরু করেছিলেন মরসুম। এরপর সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছে ৭০ রান। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে করেছেন মাত্র ৩০ বলে ৪৪। ‘ল অফ অ্যাভারেজ’-এর শিকার হয়েছিলেন গত ম্যাচে। মুম্বইয়ের বিরুদ্ধে থামতে হয়েছিলো ১২ রান করেই। আজ ফের স্বমহিমায় পুরান (Nicholas Pooran)। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র ৩৬ বল খেলে তাঁর ঝুলিতে অপরাজিত ৮৭।

Read More: IPL 2025: দেশের জার্সিতে সফল, কিন্তু আইপিএলের অধিনায়ক হিসেবে এই বছর নিজের নাম ডোবাচ্ছেন এই তারকা !!

এইডেন মার্করাম একাদশতম ওভারে আউট হওয়ার পর আজ মাঠে নেমেছিলেন পুরান। এরপর রীতিমত দক্ষযজ্ঞ চালাতে দেখা গেলো তাঁকে। হর্ষিত রাণা’র বিরুদ্ধে পরপর দুই বলে দুই ছক্কা হাঁকিয়েছেন তিনি। জ্বলে ওঠেন স্বদেশীয় আন্দ্রে রাসেলের বিরুদ্ধে। কেকেআর-এর ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডারের বিরুদ্ধে একই ওভারে হাঁকান তিনটি চার ও দুটি বিশাল ছক্কা। পুরানের (Nicholas Pooran) ধুন্ধুমার ব্যাটিং-এর সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ২৩৮ রান তুলে ফেলে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজি আজ ৪ রানের ব্যবধানে ম্যাচ জেতায় সেরা ক্রিকেটার পুরস্কার পেয়েছেন পুরান’ই। সাক্ষাৎকারে দীপ দাশগুপ্ত তাঁকে প্রশ্ন করেন, “এত সহজে ছক্কা হাঁকাও কি করে?” “বহু বার এই প্রশ্নের সম্মুখীন হয়েছি। আসলে আমি প্রচুর অনুশীলন করি। কিছু সময় পর তাই এটা (ছক্কা মারা) স্বাভাবিক ভাবেই হয়ে যায়।”

ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করেন, জানিয়েছেন পুরান (Nicholas Pooran)। বলেন, “খেলায় কি প্রয়োজন সেটা আগে বুঝতে হয়। প্রতিপক্ষ বোলাররা কোথায়, কেমন বোলিং করছে তা অনুযায়ী খেলতে হয়।” আজ ৯৯ রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয়েছিলো লক্ষ্ণৌ’র (LSG) ওপেনিং জুটি। শক্ত ভিতের উপর দলকে দাঁড় করানোর জন্য মার্শ ও মার্করামকেও ধন্যবাদ জানিয়েছেন ম্যাচের নায়ক। “ওরা গোটা টুর্নামেন্টেই অসাধারণ খেলছে। দারুণ জুটি গড়ছে। নতুন বলের বিরুদ্ধে দারুণ প্রতিরোধ গড়ে তুলছে। দলের ঠিক যা যা প্রয়োজন সেটাই করছে,” মন্তব্য তাঁর। নতুন ব্যাটিং পজিশনে মানিয়ে নিতে বিশেষ সমস্যা হয় নি, ফাঁস করেছেন পুরান। “আমার ভূমিকাটা ঠিক কি? ভালো ভাবে শুরু করা। সুযোগের সদ্ব্যবহার করে প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়া, তাই না?” সংযোজন কমলা টুপির মালিকের।

Also Read: IPL 2025: কাজে এলো না রিঙ্কুর ঝোড়ো ইনিংস, লক্ষ্ণৌর বিরুদ্ধে ৪ রানে পরাজিত কলকাতা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *