IPL 2025: গতকাল পাঞ্জাব কিংস গুজরাট টাইটান্সকে (Punjab Kings vs Gujarat Titans) ১১ রানে হারিয়ে গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে। এই ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চলমান টুর্নামেন্টে প্রতিটি দলই একটি করে ম্যাচ খেলে ফেললো। ফলে ইতিমধ্যেই আইপিএলে (IPL 2025) একাধিক হাইভোল্টেজ ম্যাচের সাক্ষী থেকেছেন ক্রিকেট ভক্তরা। প্রতিটি দলের প্রাথমিক প্রস্তুতিও সামনে এসেছে। অন্যদিকে প্রতিটি দলের একটি করে ম্যাচ শেষ হওয়ার কারণে কোন দল পয়েন্ট তালিকায় কোথায় দাঁড়িয়ে আছে তা স্পষ্ট হয়ে গেছে। এক নজরে বর্তমানে ২০২৫ আইপিএলের পয়েন্ট তালিকা দেখে নেওয়া যাক।
Read More: IPL 2025 RR vs KKR Match Preview: মরশুমের প্রথম জয় পেতে মরিয়া KKR-RR, গুয়াহাটির পিচে কে করবে বাজিমাত !!
পাঞ্জাব কিংসের জয়ে পয়েন্ট তালিকায় পরিবর্তন-

গতকাল গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে টসে জিতে শুভমান গিল (Shubman Gill) বোলিং করার সিদ্ধান্ত নেন। এর ফলে পাঞ্জাবের হয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) বিধ্বংসী ব্যাটিং শুরু করেন। তিনি ৪২ বলে অপরাজিত ৯৭ রান সংগ্রহ করেন। এছাড়াও নিচের দিকে ব্যাট করতে আসা শশাঙ্ক সিংয়ের (Shashank Singh) ১৬ বলে অপরাজিত দুরন্ত ৪৪ রানে ভর করে পাঞ্জাব কিংস ২৪৩ রান সংগ্রহ করে।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে নেমে গুজরাট টাইটান্স (GT) শেষ পর্যন্ত লড়াই চালায়। তরুণ ওপেনার সাই সুদর্শন (Sai Sudharsan) করেন ৭৪ রান। অর্ধশতরান আসে জস বাটলারের (Jos Buttler) ব্যাট থেকে। কিন্তু শেষ পর্যন্ত গুজরাট ঘরের মাঠে ১১ রানে লজ্জাজনক হারের সম্মুখীন হয়। ফলে পাঞ্জাব কিংস (PBKS) গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট নিয়ে এবং +০.৫৫০ নেট রান রেট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে।এই কারণে বর্তমানে এই তালিকায় তৃতীয় স্থানে থাকা চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) চতুর্থ স্থানে চলে গেছে।
পয়েন্ট তালিকার শীর্ষে সানরাইজার্স হায়দ্রাবাদ-

চলমান আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের (Sunrisers Hyderabad vs Rajasthan Royals) বিপক্ষে মাঠে নেমেছিল। হায়দ্রাবাদের জার্সিতে অভিষেক ম্যাচেই ঈশান কিষান (Ishan Kishan) দুরন্ত শতরান করে আলোচনায় উঠে আসেন। এর সঙ্গেই প্যাট কামিন্সে (Pat Cummins) দল রাজস্থানের বিপক্ষে ৪৪ রানের বিশাল জয় তুলে নেয়। ফলে বর্তমানে আইপিএলের পয়েন্ট তালিকায় ২ পয়েন্ট এবং +২.২০০ নেট রান রেট নিয়ে শীর্ষে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) হারিয়ে উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru)। তারা ২ পয়েন্ট এবং +২.১৩৭ নেট রান রেট নিয়ে টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে।
২ পয়েন্ট এবং +০.৫৫০ নেট রান রেট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে পাঞ্জাব কিংস (PBKS)। ফলে চেন্নাই সুপার কিংস (CSK) ২ পয়েন্ট এবং +০.৪৯৩ রান রেট নিয়ে এই তালিকায় চতুর্থ স্থানে চলে গেছে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসও (DC) লখনউ সুপার জায়ান্টসকে (LSG) হারিয়ে ২ পয়েন্ট সংগ্রহ করেছে। তারা +০.৩৭১ নেট রান রেট নিয়ে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে আছে। অন্যদিকে একটি করে ম্যাচ হেরে ষষ্ঠ স্থানে লখনউ সুপার জায়ান্টস, সপ্তম স্থানে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians), অষ্টম স্থানে গুজরাট টাইটান্স, নবম স্থানে কলকাতা নাইট রাইডার্স এবং দশম স্থানে রাজস্থান রয়্যালস অবস্থান করছে।
এক নজরে IPL-এর পয়েন্টস টেবিল-
দলের নাম | ম্যাচ | জয় | হার | ড্র/ নো রেজাল্ট | পয়েন্ট | নেট রান-রেট |
সানরাইজার্স হায়দ্রাবাদ | ০১ | ০১ | ০০ | ০০ | ০২ | +২.২০০ |
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | ০১ | ০১ | ০০ | ০০ | ০২ | +২.১৩৭ |
পাঞ্জাব কিংস | ০১ | ০১ | ০০ | ০০ | ০২ | +০.৫৫০ |
চেন্নাই সুপার কিংস | ০১ | ০১ | ০০ | ০০ | ০২ | +০.৪৯৩ |
দিল্লি ক্যাপিটালস | ০১ | ০১ | ০০ | ০০ | ০২ | +০.৩৭১ |
লক্ষ্ণৌ সুপারজায়ান্টস | ০১ | ০০ | ০১ | ০০ | ০০ | -০.৩৭১ |
মুম্বই ইন্ডিয়ান্স | ০১ | ০০ | ০১ | ০০ | ০০ | – ০.৪৯৩ |
গুজরাত টাইটান্স | ০১ | ০০ | ০১ | ০০ | ০০ | – ০.৫৫০ |
কলকাতা নাইট রাইডার্স | ০১ | ০০ | ০১ | ০০ | ০০ | – ২.১৩৭ |
রাজস্থান রয়্যালস | ০১ | ০০ | ০১ | ০০ | ০০ | -২.২০০ |