IPL 2025 Points Table Update: RCB'র দাপটে ঘরের মাঠে হার MI'এর, পয়েন্ট তালিকায় ঘটলো একাধিক পরিবর্তন !! 1

IPL 2015: চলতি আইপিএলে এখনও পর্যন্ত ২০ টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে। ফলে প্রতিটি দলই লড়াই করে প্লে অফের দৌড়ে এগিয়ে থাকতে চাইছে। কিন্তু বর্তমানে টুর্নামেন্টের সবচেয়ে সফল দলগুলিই একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে পয়েন্ট তালিকায় নিচের দিকে চলে গেছে। যা ক্রিকেট ভক্তদের রীতিমতো অবাক করেছে। গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান (Mumbai Indians) পরাজিত হয়। এরপর পয়েন্ট তালিকায় ঘটেছে একাধিক পরিবর্তন।

হতাশ করেছে চেন্নাই, মুম্বাই-

IPL 2025 Points Table Update: RCB'র দাপটে ঘরের মাঠে হার MI'এর, পয়েন্ট তালিকায় ঘটলো একাধিক পরিবর্তন !! 2
MI vs RCB | Image: Getty Images

গতকাল আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স (MI) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিপক্ষে ১২ রানে পরাজিত হয়েছে। ম্যাচে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) তিলক বর্মার (Tilak Varma) সঙ্গে মরিয়া লড়াই চালিয়েছিলেন। অন্যদিকে এই পরাজয়ের সঙ্গে সঙ্গে চলতি আইপিএলে ৫ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে হারের সম্মুখীন হয়েছে মুম্বাই। ফলে তারা বর্তমানে ২ পয়েন্ট এবং -০.০১০ নেট রান রেট নিয়ে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে অবস্থান করছে। অন্যদিকে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) মুম্বাইয়ের বিপক্ষে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিল। কিন্তু তারা বর্তমানে পরপর তিন ম্যাচে হারের সম্মুখীন হয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে নেমে এসেছে। চেন্নাইয়ের নেট রান রেট -০.৮৯১। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad) ৫ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে পরাজিত হয়ে ২ পয়েন্ট নিয়ে দশম স্থানে অবস্থান করছে। প্যাট কামিন্সের দলের নেট রান রেট -১.৬২৯।

Read More: PBKS vs CSK: বাদ ধোনি, চেন্নাইয়ের ব্যাটিং অর্ডারে ভরসা দিতে অভিষেক করতে চলেছেন এই তরুণ ব্যাটসম্যান !!

দুরন্ত ফর্মে দিল্লি, গুজরাট, বেঙ্গালুরু-

IPL 2025 Points Table Update: RCB'র দাপটে ঘরের মাঠে হার MI'এর, পয়েন্ট তালিকায় ঘটলো একাধিক পরিবর্তন !! 3
DC vs LSG | Image: Getty Images

দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) একমাত্র দল হিসেবে চলতি আইপিএলে একটি ম্যাচেও হারের সম্মুখীন হয়নি। পরপর তিন ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে ৬ পয়েন্টের সঙ্গে তারা বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। দিল্লির নেট রান রেট +১.২৫৭। অন্যদিকে গুজরাট টাইটান্স (Gujarat Titans) প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে হারলেও পরপর ৩ ম্যাচে জয় তুলে নিয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এই দলের নেট রান রেট +১.০৩১। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও (RCB) ৪ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে বিপক্ষেদের হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। তাদের নেট রান রেট +১.০১৫। এছাড়াও পাঞ্জাব কিংস (PBKS), কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), লখন‌উ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) এবং রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) দুটি করে ম্যাচে জয় পেয়ে ৪ পয়েন্ট করে সংগ্রহ করেছে।

আইপিএলের বর্তমান পয়েন্ট তালিকা-

দলের নাম ম্যাচ জয় হার ড্র/ নো রেজাল্ট

 

পয়েন্ট নেট রান-রেট
দিল্লি ক্যাপিটালস +১.২৫৭

 

গুজরাট টাইটান্স +১.০৩১
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু +১.০১৫
পাঞ্জাব কিংস +০.০৭৪
কলকাতা নাইট রাইডার্স +০.০৭০
লখনউ সুপার জায়ান্টস +০.০৪৮
রাজস্থান রয়্যালস -০.১৮৫
মুম্বাই ইন্ডিয়ান্স -০.০১০
চেন্নাই সুপার কিংস -০.৮৯১
সানরাইজার্স হায়দ্রাবাদ

 

-১.৬২৯

Also Read: IPL 2025: “ক্যাপ্টেনসি ছেড়ে দাও…”, বেঙ্গালুরু বিপক্ষে হেরে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা মুখে হার্দিক পান্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *