ipl-2025-points-table-after-kkr-vs-rr

IPL 2025: ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে আজ এক রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারালো কলকাতা নাইট রাইডার্স (KKR vs RR)। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানে। রহমানুল্লাহ গুরবাজ, অঙ্গকৃষ রঘুবংশীরা শক্ত ভিতের উপর দাঁড় করান গত আইপিএলের (IPL) চ্যাম্পিয়িনদের। এরপর ডেথ ওভারে ঝড় তোলেন আন্দ্রে রাসেল। তাঁর ২৫ বলে ৫৭*-এর সৌজন্যে ২০৬ অবধি পৌঁছায় বেগুনি-সোনালী বাহিনী। রান তাড়া করতে নেমে একটা সময় বেশ চাপে ছিলো রাজস্থান। সাফল্যের মুখ দেখেন নি বৈভব সূর্যবংশী, কুণাল সিং রাঠীর, ধ্রুব জুরেলরা। ডুবতে থাকা তরীর হাল ধরেন রিয়ান পরাগ (Riyan Parag)। ৪৫ বলে ৯৫ রান করে ম্যাচের মোড়ই প্রায় ঘুরিয়ে দিয়েছিলেন তিনি। দাপট দেখান শুভম দুবেও। কিন্তু শেষরক্ষা হয় নি। জোফ্রা আর্চারকে রান-আউট করে মাত্র ১ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় কলকাতা।

Read More: IPL 2025: রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি নাইটদের, রাজস্থানকে ১ রানে হারিয়ে প্লে-অফ স্বপ্ন বাঁচিয়ে রাখলেন রাহানেরা !!

 এখনও প্লে-অফে যেতে পারে কলকাতা-

KKR vs RR | IPL | Image: Getty Images
KKR vs RR | IPL | Image: Getty Images

২০২৪-এর আইপিএল (IPL) জিতেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। এবারও তাই আকাশছোঁয়া প্রত্যাশা তাদের নিয়ে। কিন্তু মরসুমের শুরুতে একের পর এক ম্যাচে হার তাদের অনেকটা পিছিয়ে দিয়েছিলো। টুর্নামেন্টের ‘বিজনেস এন্ড’-এ এসে ঘুরে দাঁড়ানোর আভাস দিচ্ছে বেগুনি-সোনালী বাহিনী। গত ম্যাচে তারা হারিয়েছিলো দিল্লী ক্যাপিটালসকে (DC)। আজও জিতেছে রাজস্থানের বিরুদ্ধে। এই মুহূর্তে ১১ ম্যাচে অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane), রিঙ্কু সিং-এর ঝুলিতে রয়েছে ১১ পয়েন্ট। পয়েন্ট তালিকায় সাত থেকে ছয়ে উঠে এসেছেন তাঁরা। খেলা বাকি রয়েছে লীগ তালিকার সবার নীচে থাকা দুই দল চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। চিন্নাস্বামীতে লীগ লিডার্স বেঙ্গালুরুরও মুখোমুখি হবে তারা। যদি তিন ম্যাচেই জয় পায় কলকাতা (KKR) তাহলে তাদের পয়েন্ট সংখ্যা দাঁড়াবে ১৭। সেক্ষেত্রে শেষ চারের দরজা খুলে ফেলতে পারে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি।

এই মুহূর্তে ১৬ পয়েন্ট রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB)। নেট রান-রেটও বেশ ভালো বিরাটদের। আসন্ন তিনটি ম্যাচের মধ্যে অন্তত একটি জিতলেই শেষ চার নিশ্চিত তাদের। দৌড়ে ভালো জায়গায় রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত টাইটান্সের (GT) মত দল’ও। বাকি থাকা তিন বা চার ম্যাচের মধ্যে দুইটি জিতলেই বাজিমাত করতে পারে তারা। এমনকি যথেষ্ট হতে পারে একটি জয়’ও। তবে প্লে-অফের দৌড়ে নাইটদের (KKR) প্রধান প্রতিপক্ষ হতে পারে পাঞ্জাব কিংস, দিল্লী ক্যাপিটালস বা লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের মত দল। একে অন্যের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চার শিবিরই। তাদের মধ্যে ঠিক কার ভাগ্যে ছিঁড়বে প্লে-অফের শিকে তা জানা যাবে আর কয়েকদিনের মধ্যেই। তবে এবারের আইপিএল (IPL) থেকে ছিটকে গিয়েছে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। দুই ভূতপূর্ব চ্যাম্পিয়নের ঝুলিতে যথাক্রমে ৬ ও ৪ পয়েন্ট। কার্যত ছিটকে গিয়েছে সানরাইজার্সও।

KKR vs RR ম্যাচের পর IPL পয়েন্ট তালিকা-

    দলের নাম ম্যাচ জয় হার ড্র/ নো রেজাল্ট পয়েন্ট নেট রান-রেট
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১১ ০৮ ০৩ ০০ ১৬ +০.৪৮২
মুম্বই ইন্ডিয়ান্স ১১ ০৭ ০৪ ০০ ১৪ +১.২৭৪
গুজরাত টাইটান্স ১০ ০৭ ০৩ ০০ ১৪ +০.৮৬৭
পাঞ্জাব কিংস ১০ ০৬ ০৩ ০১ ১৩ +০.১৯৯
দিল্লী ক্যাপিটালস ১০ ০৬ ০৪ ০০ ১২ +০.৩৬২
কলকাতা নাইট রাইডার্স ১১ ০৫ ০৫ ০১ ১১ +০.২৪৯
লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ১০ ০৫ ০৫ ০০ ১০ -০.৩২৫
রাজস্থান রয়্যালস ১২ ০৩ ০৯ ০০ ০৬ -০.৭১৮
সানরাইজার্স হায়দ্রাবাদ ১০ ০৩ ০৭ ০০ ০৬ -১.১৯২
চেন্নাই সুপার কিংস ১১ ০২ ০৯ ০০ ০৪ -১.১১৭

Also Read: IPL 2025: ‘কালবৈশাখী ঝড়…’ ইডেনে রণংদেহী রিয়ান, রাজস্থান অধিনায়ককে কুর্নিশ নেটদুনিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *