IPL 2025: ঘরের মাঠ ইডেনে বড়সড় বিপর্যয়ের সম্মুখীন কলকাতা নাইট রাইডার্স (KKR)। গতকাল লীগ টেবিলের ‘লাস্ট বয়’ চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে ২ উইকেটের ব্যবধানে হেরে বসলেন অজিঙ্কা রাহানেরা। নক-আউট পর্বে পা রাখার স্বপ্ন জিইয়ে রাখতে হলে জয় ছাড়া রাস্তা ছিলো না বেগুনি-সোনালী শিবিরের সামনে। কিন্তু শেষরক্ষা করতে পারলো না তারা। টসে জিতে ব্যাটিং করার সাহসী সিদ্ধান্ত নিয়েছিলো কলকাতা। নূর আহমেদের ঘূর্ণিতে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তাদের। ২০ ওভারে ইনিংস থামে ১৭৯ রানে। জবাবে ব্যাট করতে নেমে একটা সময় অবধি পিছিয়েই ছিলো চেন্নাই (CSK)। কিন্তু ম্যাচের মোড় ঘুরে যায় বৈভব আরোরার একটি ওভারেই। ৩০ রান ছিনিয়ে নেন ডিওয়াল্ড ব্রেভিস। শেষ ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিলো ৮। দুই বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। দুই পয়েন্ট হাতছাড়া হয় কলকাতার।
Read More: IPL 2025: জমজমাট ম্যাচে জিতলো চেন্নাই, রাহানের ভুলে প্লে-অফ স্বপ্ন চুরমার নাইটদের !!
মুখ থুবড়ে পড়লো কলকাতা-

দিল্লী ক্যাপিটালস (DC) ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পরপর দুটি জয় স্বপ্ন দেখিয়েছিলো নাইট রাইডার্সকে (KKR)। তাদের পক্ষে গিয়েছিলো সানরাইজার্স-দিল্লী ও মুম্বই-গুজরাত ম্যাচের ফলাফল’ও। কিন্তু গতকাল ইডেনে চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যর্থতা বদলে দিয়েছে পরিস্থিতি। ‘পচা শামুকে পা কেটে’ প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছে গত বছরের চ্যাম্পিয়নরা। এই মুহূর্তে ১২ ম্যাচ খেলে নাইটদের (KKR) ঝুলিতে ১১ পয়েন্ট। নেট রান-রেট +০.১৯৩। সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দু’টি অ্যাওয়ে ম্যাচ বাকি রয়েছে কলকাতার। উপ্পল ও চিন্নাস্বামীতে সেগুলি জিতলেও সর্বোচ্চ ১৫ পয়েন্টে পৌঁছতে পারবে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। অঙ্কের হিসেবে তার পরেও প্লে-অফে পৌঁছনোর ক্ষীণ সম্ভাবনা থাকলেও বাস্তবে তা অসম্ভব বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
এই মুহূর্তে আইপিএলের (IPL) পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্স (GT)। ১১ ম্যাচ খেলে শুভমান গিলরা পেয়েছেন ১৬ পয়েন্ট। নেট রান-রেট +০.৭৯৩। দ্বিতীয় স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও (RCB) পয়েন্ট সংখ্যা একই। তবে নেট রান-রেটে সামান্য পিছিয়ে বিরাট কোহলিরা। তিনে রয়েছে পাঞ্জাব কিংস (PBKS)। ১১ ম্যাচে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। চার নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। ১২ ম্যাচ খেলে রোহিত শর্মাদের ঝুলিতে ১৪ পয়েন্ট। পাঁচ নম্বরে থাকা দিল্লী ক্যাপিটালসের (DC) সংগ্রহ ১১ ম্যাচে ১৩ পয়েন্ট। প্লে-অফে পৌঁছনোর লড়াই মূলত এই পাঁচ চলের মধ্যেই। নাইটদের মতই শেষ চারে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা রয়েছে সাতে থাকা লক্ষ্ণৌ সুপারজায়ান্টসেরও (LSG)। ১১ ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যা ১০। তবে লক্ষ্ণৌ’র হতশ্রী নেট রান-রেট (-০.৪৬৯) অনেকখানি ব্যাকফুটে ঠেলে দিয়েছে ঋষভ পন্থদের।
KKR vs CSK ম্যাচের পর IPL পয়েন্ট তালিকা-
দলের নাম | ম্যাচ | জয় | হার | ড্র/ নো রেজাল্ট | পয়েন্ট | নেট রান-রেট |
গুজরাত টাইটান্স | ১১ | ০৮ | ০৩ | ০০ | ১৬ | +০.৭৯৩ |
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | ১১ | ০৮ | ০৩ | ০০ | ১৬ | +০.৪৮২ |
পাঞ্জাব কিংস | ১১ | ০৭ | ০৩ | ০১ | ১৫ | +০.৩৭৬ |
মুম্বই ইন্ডিয়ান্স | ১২ | ০৭ | ০৫ | ০০ | ১৪ | +১.১৫৬ |
দিল্লী ক্যাপিটালস | ১১ | ০৬ | ০৪ | ০১ | ১২ | +০.৩৬২ |
কলকাতা নাইট রাইডার্স | ১২ | ০৫ | ০৬ | ০১ | ১১ | +০.১৯৩ |
লক্ষ্ণৌ সুপারজায়ান্টস | ১১ | ০৫ | ০৫ | ০০ | ১০ | -০.৪৬৯ |
সানরাইজার্স হায়দ্রাবাদ | ১১ | ০৩ | ০৭ | ০১ | ০৭ | -১.১৯২ |
রাজস্থান রয়্যালস | ১২ | ০৩ | ০৯ | ০০ | ০৬ | -০.৭১৮ |
চেন্নাই সুপার কিংস | ১২ | ০৩ | ০৯ | ০০ | ০৬ | -০.৯৯২ |