IPL 2025: হায়দ্রাবাদের হারে বদলে গেল প্লে অফের সমীকরণ, অসাধ্য সাধন করতে হবে KKR'কে !! 1

IPL 2025: আইপিএলের ইতিহাসে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এখনও পর্যন্ত ৩ বার ট্রফি জয় করেছে। গত বছরের চ্যাম্পিয়নরা এই বছর আইপিএলেও প্লে অফের দৌড়ে লড়াই চালাচ্ছে। বাকি ম্যাচগুলিতে জয় তুলে নিতে না পারলে স্বপ্ন শেষ হবে আজিঙ্কা রাহানেদের (Ajinkya Rahane)। এর সঙ্গেই এখনও নাইটদের একাদশের একাধিক সমস্যা রীতিমতো কর্মকর্তাদের চিন্তায় রেখেছে। অন্যদিকে শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad) গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে হারের সম্মুখীন হয়ে প্লে অফের সমীকরণ অনেকটাই বদলে দিয়েছে। ফলে কলকাতা নাইট রাইডার্সের (KKR) জন্য সমস্যা আরও জটিল হয়ে গেছে।

Read More: অভিষেক শর্মাকে লাথি মারলেন শুভমান, বিতর্কিত ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় !!

প্লে অফের কঠিন লড়াই-

IPL 2025: হায়দ্রাবাদের হারে বদলে গেল প্লে অফের সমীকরণ, অসাধ্য সাধন করতে হবে KKR'কে !! 2
KKR | Image: Getty Images

এই বছর আইপিএলে নতুন অধিনায়ক আজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) সঙ্গে যাত্রা শুরু করেছিল কলকাতা। তবে গত বছরের মতো পুরোনো ছন্দে নেই নাইট বাহিনী। একের পর এক ম্যাচে হেরে প্লে অফের দৌড়ে পিছিয়ে পড়েছে তারা। বর্তমানে ১০ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে জয় তুলে নিয়ে মোট ৯ পয়েন্ট সংগ্রহ করেছে নাইট বাহিনী। শেষ চারে পৌঁছাতে গেলে শেষ ৪ টি গুরুত্বপূর্ণ ম্যাচে জয় ছিনিয়ে নিতে হবে আজিঙ্কা রাহানেদের (Ajinkya Rahane)। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) গুজরাট টাইটান্সের বিপক্ষে হারের সম্মুখীন হওয়ার পর সমীকরণ অনেকটাই বদলে গেছে। শুভমান গিলের (Shubman Gill) দল ১০ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে জয় তুলে নিয়ে ১৪ পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে। বাকি ৪ ম্যাচের মধ্যে আর একটি ম্যাচে জয় তুলে নিতে পারলেই গুজরাট প্লে অফে পৌঁছে যাবে।

মুম্বাই ইন্ডিয়ান্স (MI) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও (RCB) ১৪ পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে। এই দুই দলও সহজে প্লে অফের জায়গা করে নিতে পারে। এর সঙ্গেই পাঞ্জাব কিংস (PBKS) ১০ ম্যাচের মধ্যে ১৩ পয়েন্ট সংগ্রহ করে শেষ চারের দৌড়ে এগিয়ে আছে। এমনকি গুজরাট টাইটান্স (GT), মুম্বাই ইন্ডিয়ান্স (MI) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) নেট রান রেটের দিক থেকেও অনেকটাই পিছিয়ে রয়েছে নাইট বাহিনী। বর্তমানে রাহানেদের নেট রান রেট +০.২৭১। ফলে কলকাতা নাইট রাইডার্সের বর্তমানে প্লে অফের জায়গা করে নেওয়া অনেকটাই কঠিন হয়ে গেছে।‌

নাইট বাহিনীদের যাত্রাপথ-

IPL 2025: হায়দ্রাবাদের হারে বদলে গেল প্লে অফের সমীকরণ, অসাধ্য সাধন করতে হবে KKR'কে !! 3
KKR | Image: Getty Images

চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) উদ্বোধনী ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) বিপক্ষে হারের সম্মুখীন হয়েছিল। তারপর দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে জয় দিয়ে ঘুরে দাঁড়ালেও মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে আবারও পরাজিত হয় নাইট বাহিনী। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে জয় দিয়ে গতবারের চ্যাম্পিয়নরা টুর্নামেন্টে কামব্যাক করে শেষ ৬ ম্যাচের মধ্যে মাত্র ২ টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। ১ টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। শেষ ম্যাচে কেকেআর চলতি আইপিএলের শক্তিশালী দল দিল্লী ক্যাপিটালসকে (Delhi Capitals) ১৪ রানে পরাজিত করে প্লে অফের আশা বজায় রেখেছে। পরবর্তী ম্যাচে রবিবার আজিঙ্কা রাহানে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে।

Read Also: ২৩ বছর বয়সী এই অভিনেত্রীর কারণে বিপাকে পড়লেন বিরাট কোহলি, সকলের সামনে চাইলেন ক্ষমা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *