ipl-2025-pet-champak-in-legal-trouble

IPL 2025: এবারের আইপিএলের (IPL) বাড়তি চমক এ আই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত রোবোট কুকুর ‘চম্পক।’ আসল কুকুরের মতই দৌড়ঝাঁপ, লাফালাফি সবই করতে পারে সে। হাত বাড়িয়ে দিলে করে ‘হ্যান্ডশেক’ও। এহেন ‘চম্পক’কে এবার ঠাঁই দেওয়া হয়েছে আইপিএল (IPL) পোষ্য হিসেবে। বিশ্বখ্যাত সম্প্রচার তথ্যপ্রযুক্তি সংস্থা ডব্লুটিভিভিশন ও ওমনিক্রণ নির্মিত এই রোবোট কুকুর আত্মপ্রকাশ করেছিলো এপ্রিলের গোড়ায় দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে। এরপর আইপিএলের প্রত্যেকটি ভেন্যুতেই দেখা গিয়েছে তাঁকে। কখনও সুনীল গাওস্কর আবার কখনও মহেন্দ্র সিং ধোনি’কে দেখা গিয়েছে তার সাথে খুনসুটি করতে। আদতে রোবট হলেও আইপিএলের আসরে সে যেন সত্যিই হয়ে উঠেছে ‘ম্যানস বেস্ট ফ্রেন্ড।’ এই ‘সুপারহিট’ চম্পককে নিয়েই এবার বিপাকে পড়তে হলো বিসিসিআই-কে। আইনি জটিলতায় জড়ালো ক্রিকেট নিয়ামক সংস্থা।

Read More: IPL 2025 CSK vs PBKS Toss Report in Bengali: টসে জয় পাঞ্জাবের, ধোনিদের বিরুদ্ধে তারকা অলরাউন্ডারকে পাচ্ছে না শ্রেয়স বাহিনী !!

আদালতে এবার চম্পক বনাম চম্পক-

Champak,The AI Powered Robot Dog | Image: Twitter
Champak,The AI Powered Robot Dog | Image: Twitter

একটি অনলাইন পোলের মাধ্যমে আইপিএল (IPL) পোষ্যের নাম বেছে নিয়েছিলো বিসিসিআই। সর্বাধিক ভোট পেয়েছিলো ‘চম্পক’ নামটিই। এই নাম নিয়েই এবার আইনি টানাপোড়েনের সম্মুখীন আইপিএল পোষ্য। তার বিরুদ্ধে ট্রেডমার্ক অপব্যবহারের অভিযোগ এনেছে ‘চম্পক’ নামে একটি ম্যাগাজিন। শিশু-কিশোরদের মধ্যে জনপ্রিয় এই ম্যাগাজিন ১৯৬৮ সাল থেকে প্রকাশ করে আসছে দিল্লী প্রেস পত্র প্রকাশন। বিসিসিআই-এর বিরুদ্ধে করা অভিযোগে তারা জানিয়েছে যে অর্থনৈতিক লাভের উদ্দেশ্যে ‘চম্পক’ নামটি কোনো ভাবেই ব্যবহার করতে পারে না দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা। এর ফলে ‘চম্পক’ ম্যাগাজিনের ভাবমূর্তি খারাপ হচ্ছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করেছে ঐ প্রকাশনা সংস্থা। নাম ব্যবহারের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন  নিষেধাজ্ঞা চেয়ে দিল্লী হাইকোর্টে আপিল করেছে তারা।

আজ বিচারপতি সন্দীপন বন্দ্যোপাধ্যায়ের এজলাসে উঠেছিলো মামলাটি। অন্তর্বর্তীকালীন কোনো সিদ্ধান্ত বা নিষেধাজ্ঞা জারি করতে রাজী হন নি তিনি। মহামান্য বিচারপতি জানিয়েছেন যে এই নামটি বিসিসিআই স্বতঃপ্রণোদিত হয়ে গ্রহণ করে নি। বরং ক্রিকেটপ্রেমীদের পছন্দেই আইপিএল (IPL) পোষ্যের এই নামকরণ করা হয়েছে। বিসিসিআই-এর তরফে অ্যাডভোকেট জে সাই দীপক’ও একই কথা বলেন। ভারতীয় বোর্ডের তরফে আদালতকে জানানো হয়েছে যে, “চম্পক ম্যাগাজিন একমাত্র নামটি ব্যবহার করছে না। বিভিন্ন চরিত্রের ক্ষেত্রে নামটি বহুল ব্যবহৃত। উদাহরণস্বরূপ তারক মেহতা কা উলটা চশমা ধারাবাহিকে চম্পক নামে একটি চরিত্র রয়েছে যার সাথে চম্পক ম্যাগাজিনের কোনো সম্পর্কই নেই।” চূড়ান্ত সিদ্ধান্ত আজ দেন নি বিচারপতি বন্দ্যোপাধ্যায়। পরবর্তী শুনানির দিন ধার্য্য হয়েছে জুলাই মাসের ৯ তারিখ।

চিনে নিন ‘চম্পক’কে-

জমে উঠেছে প্লে-অফের লড়াই-

Kolkata Knight Riders | IPL | Image: Getty Images
Kolkata Knight Riders | IPL | Image: Getty Images

গত ২২ মার্চ থেকে শুরু হয়েছে আইপিএলের (IPL) অষ্টাদশতম মরসুম। এর মধ্যে লীগ পর্বের অনেকখানিই অতিক্রান্ত। কোন চার দল জায়গা করে নেবে প্লে-অফে তা নিশ্চিত নয় এখনও। চলছে ধুন্ধুমার প্রতিদ্বন্দ্বীতা। এই মুহূর্তে লীগ তালিকার শীর্ষস্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ১০ ম্যাচ খেলে তাদের ঝুলিতে ১৪ পয়েন্ট। আর একটি ম্যাচ জিতলেই শেষ চার নিশ্চিত হয়ে যেতে পারে তাদের। দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। ১০ ম্যাচ খেলে তাদের ঝুলিতে ১২ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা গুজরাত টাইটান্সের ঝুলিতেও রয়েছে একই সংখ্যক পয়েন্ট। কিন্তু নেট রান-রেটে পিছিয়ে শুভমান গিল’রা। চার নম্বরে দিল্লী ক্যাপিটালস। ১০ ম্যাচ খেলে তাদেরও ঝুলিতে ১২ পয়েন্ট। বর্তমানে প্রথম চারের বাইরে থাকলেও প্লে-অফের আশা ছাড়ছেন না লক্ষ্ণৌ, কলকাতা, পাঞ্জাবের মত ফ্র্যাঞ্চাইজি। অঙ্কের হিসেবে সম্ভাবনা রয়েছে তাদেরও।

দেখুন IPL-এর পয়েন্ট তালিকা-

IPL 2025: ‘চম্পক’ নিয়ে বিপাকে বিসিসিআই, বদলে যেতে পারে আইপিএল পোষ্যের নাম !! 1

Also Read: IPL 2025: মাঠের মধ্যেই রিঙ্কুকে সপাটে চড় কুলদীপের, ভাইরাল ভিডিওয়ে ফিরে এলো হরভজন-শ্রীশান্তের স্মৃতি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *