IPL 2025: সমাপ্ত হলো পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসের হাড্ডাহাড্ডি লড়াই। আজকের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন পাঞ্জাবের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। চেন্নাইয়ের বিরুদ্ধে গত ম্যাচে জয়লাভ করার পর আজকের ম্যাচে দুরন্ত কামব্যাক দেখিয়েছে রাজস্থান দল। ওপেনিং করতে এসে যশস্বী জয়সওয়ালকে আজকে ফর্মে দেখা গেল। ব্যাট হাতে তিনি সর্বাধিক ৪৫ বলে ৬৭ রানের ইনিংসটি খেলেছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal )। ক্যাপ্টেন সঞ্জু ২৬ বলে ৩৮ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন।
পাঞ্জাবকে ২০৬ রানের টার্গেট দেয় রাজস্থান

আজকের ম্যাচে তিনে ব্যাটিং করেতে দেখা গিয়েছে রিয়ান পরাগকে (Riyan Parag), ব্যাট হাতে রিয়ান আজকে মাত্র ২৫ বলে ১৭২ স্ট্রাইক রেটে ৪৩ রান বানিয়েছে। চারে ব্যাটিং করতে এসে গত ম্যাচের হিরো নীতিশ রানা ৭ বলে ১২ রান বানান। শেষের দিকে শিমরন হেটমায়ার ব্যাট হাতে ২০ এবং ধ্রুব জুড়েল ১৩ রানের ইনিংস খেলে রাজস্থান রয়্যালসকে ২০৫ রানে পৌঁছে দেয়। রাজস্থানের হয়ে সর্বাধিক দুই উইকেট পেয়েছেন লকি ফার্গুসন এবং একটি করে উইকেট নিয়েছেন অর্ষদীপ ও জেনসেন।
Read More: IPL 2025: আউট হয়ে মেজাজ হারালেন সঞ্জু স্যামসন, মাঠেই ছুঁড়ে ফেললেন ব্যাট !!
জবাবে ব্যাটিং করতে এসে, পাঞ্জাব দলের হয়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যাটে নামেন প্রিয়ান্স আর্য। তবে, জোফরা আর্চারের বিরুদ্ধে প্রথম বলেই ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ক্যাপ্টেন শ্রেয়সও (Shreyas Iyer) আজকের ম্যাচে রান পাননি। ৫ বলে ১০ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। পাওয়ার প্লের ভিতরে তিনটি উইকেট হারায় পাঞ্জাব। চারে ব্যাটিং করতে এসে ৭ বলে ১ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন মার্কাস স্টয়নিস। পাওয়ার প্লেতে দুটি উইকেট তুলে নেন জোফরা আর্চার এবং সন্দীপ শর্মা স্টয়নিসকে প্যাভিলিয়নে ফেরান।
৫০ রানে ম্যাচ জিতলো রাজস্থান

রাজস্থানের হয়ে ইমপ্যাক্ট প্লেয়ার হয়ে ভিতরে আসেন কুমার কার্তিকে। তিনি প্রভশিমরন সিংকে ১৬ বলে ১৭ রান বানিয়ে প্যাভিলিয়নের পথ দেখান এই কার্তিকেও। পাঞ্জাবের হয়ে আজকের ম্যাচে সর্বাধিক রানটি এসেছে নেহাল ওয়াধেরার ব্যাট থেকে। ব্যাট হাতে তিনি ৪১ বলে ৬২ রানের ইনিংস খেলেন, নেহাল তার ইনিংসে ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়েছিলেন। অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ২১ বলে ৩০ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। তাছাড়া শেষের দিকে বাঁকি ব্যাটসম্যানদের থেকে সেভাবে কোনো রান দেখতে পাওয়া যায়নি। ১৫৫ রানে শেষ হয় পাঞ্জাবের ব্যাটিং ইনিংস। রাজস্থানের হয়ে সর্বাধিক ৩ উইকেট পান জোফরা আর্চার, দুটি করে উইকেট পেয়েছেন সন্দীপ শর্মা ও মহেশ তিকশনা। ১টি করে উইকেট নিয়েছেন কুমার কার্তিকে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।