IPL 2025: আজ রবিবারের হাইভোল্টেজ মহারণে পাঞ্জাব কিংস ঘরের মাঠে অন্যতম প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Punjab Kings vs Royal Challengers Bangaluru) বিপক্ষে মাঠে নামবে। শেষ ম্যাচে বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষেই ৫ উইকেটে হারের সম্মুখীন হয়েছে। ফলে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) বাহিনীদের হারিয়ে যোগ্য জবাব দিতে চাইছেন রজত পাটিদার (Rajat Patidar)। ইতিমধ্যেই পাঞ্জাব চলতি আইপিএলে ৭ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে জয় তুলে নিয়েছে। অন্যদিকে ৭ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে জয় পেয়েছে বেঙ্গালুরু।
IPL 2025 ম্যাচের সময়সূচি-

পাঞ্জাব কিংস (PBKS) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)
ম্যাচ নং- ৩৭
তারিখ- ২০/০৪/২০২৫
ভেন্যু- মহারাজা যাদবীন্দ্র সিং স্টেডিয়াম, চন্ডিগড়
সময়- দুপুর ৩:৩০ (ভারতীয় সময়)
মহারাজা যাদবীন্দ্র সিং স্টেডিয়ামের পিচ রিপোর্ট-

মহারাজা যাদবীন্দ্র সিং স্টেডিয়ামে ব্যাট এবং বলের মধ্যে সমান লড়াই দেখতে পাওয়া যায়। এই স্টেডিয়ামের পিচ থেকে ভালো গতি এবং বাউন্স নিয়ে পেসাররা প্রথম দিকে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে চাপ সৃষ্টি করতে পারেন। এই মাঠে শেষ ম্যাচে পাঞ্জাব কিংস কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে প্রথম ইনিংসে ১১১ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। নাইট বাহিনী এই রান তাড়া করতে নেমে মাত্র ৯৫ বলে অল আউট হয়ে যায়। এখনও পর্যন্ত আইপিএলে চন্ডিগড়ের এই স্টেডিয়ামে মোট ৭ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে প্রথম ইনিংসে ব্যাটিং করা দল ৪ বার এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল ৩ বার জয়লাভ করেছে। মহারাজা যাদবীন্দ্র সিং স্টেডিয়ামে আইপিএলের প্রথম ইনিংসের গড় রান ১৮০।
Read More: IPL 2025: অল্পে সন্তুষ্ট নন বৈভব সূর্যবংশী, আউট হয়ে চোখে জল বছর চোদ্দর কিশোরের !!
চন্ডিগড়ের আবহাওয়ার পূর্বাভাস-

আজ চন্ডিগড়ের আকাশ সকাল থেকে মেঘাচ্ছন্ন থাকবে। ম্যাচ চলাকালীন বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। ম্যাচ শুরুর প্রথম দিকে চন্ডিগড়ে ৪০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সন্ধ্যার সময় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। অন্যদিকে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। ম্যাচ চলাকালীন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৪১ শতাংশ। ম্যাচ চলাকালীন বাতাস বইবে ঘন্টায় ২৭ কিমি বেগে।
PBKS vs RCB হেড টু হেড-

চলতি আইপিএলের অন্যতম দুই শক্তিশালী দল পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে ৩৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৮ বার পাঞ্জাব এবং ১৬ বার বেঙ্গালুরু জয়লাভ করেছে।
মোট ম্যাচ | পাঞ্জাব কিংস জিতেছে | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেছে |
৩৪ | ১৮ | ১৬ |
PBKS vs RCB ম্যাচের লাইভ স্ট্রিমিং-
রবিবার হাইভোল্টেজ পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচটি টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচারিত করা হবে। অন্যদিকে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি ক্রিকেট ভক্তরা অনলাইনে জিওহটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে সরাসরি দেখতে পাবেন।
দুই দলের সম্ভাব্য একাদশ-

পাঞ্জাব কিংস
প্রিয়াংশ আর্য, প্রভসিমরান সিং, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), জশ ইংলিশ (উইকেটকিপার), নেহাল ওয়াধেরা, মার্কাস স্টয়নিস, শশাঙ্ক সিং, মার্কো জানসেন, হারপ্রীত বার, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল
ইম্প্যাক্ট প্লেয়ার- জেভিয়ার বার্টলেট/গ্লেন ম্যাক্সওয়েল
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
ফিল সল্ট, বিরাট কোহলি, রজত পাটিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), ক্রনাল পান্ডিয়া, টিম ডেভিড, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্যাজেলউড, সুয়াশ শর্মা
ইম্প্যাক্ট প্লেয়ার- মনোজ ভন্ডগে/দেবদত্ত পাডিক্কল