IPL 2025: চলতি আইপিএলের ৬৯ তম ম্যাচে মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স (PBKS vs MI)। রুদ্ধশ্বাস এই লড়াইটি জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই দুর্দান্ত লড়াইয়ে যে দল জয়লাভ করবে সেই দল প্রথম কোয়ালিফায়ারের জন্য পৌঁছে যাবে। দুই দল চাইবে প্রথম কোয়ালিফায়ারে পৌঁছাতে। আসলে প্রথম কোয়ালিফায়ারে পৌঁছালে দলের কাছে একটি অতিরিক্ত সুযোগ থাকে। অন্যদিকে আজকের ম্যাচের কথা বলতে গেলে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাঞ্জাব কিংস দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)।
আবার একবার টস হেরে প্রথমে ব্যাটিং করত আসতে হয়েছে মুম্বাই দলকে। দলের হয়ে রিয়ান রিকেলটল এবং রোহিত শর্মা ওপেনিং করতে আসে। এক মৌসুমে শেষ বারের জন্য এই জুটিকে দেখতে পাওয়া গেল। আসলে, প্লে-অফের ম্যাচ গুলিতে দেখতে পাওয়া যাবে না রিকেলটনকে। আজকের ম্যাচেও দুজনে বেশ ভালো শুরু করেন। রিকেলটনের ব্যাট থেকে ২০ বলে এসেছে ২৭ রান। ৪৫ রানে প্রথম উইকেট হারায় মুম্বাই। রিকেলটন আউট হওয়ার ব্যাটিংয়ে আসেন ইনফর্ম সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।
১৮৪ রানে শেষ হলো মুম্বইয়ের ব্যাটিং

প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ২১ বলে ২৪ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। চারে ব্যাটিং করতে এসে তিলক ভার্মা আবার তাঁর ছন্দ হারান। ৪ বলে ১ রান বানিয়ে আউট হন তিনি। তিলক আউট হলে ব্যাটিংয়ে আসেন উইল জ্যাকস (Will Jacks)। ব্যাট হাতে তিনি ৮ বলে ১৭ রানের ক্যামিও খেলে প্যাভিলিয়নে ফেরেন। ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ১৫ বলে ২৬ রানে আউট হয়ে যান।
শেষের দিকে ১২ বলে ২০ রানের ইনিংস খেলেন নমন ধীর। মুম্বইয়ের হয়ে সর্বাধিক ৩৯ বলে ৫৭ রানের ইনিংস খেলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। নির্ধারিত ২০ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স ৭ উইকেটে ১৮৪ রান বানাতে সক্ষম হয়। পাঞ্জাব কিংসের হয়ে দুটি করে উইকেট পান অর্ষদীপ সিং, মার্কো জেনসেন ও বিজয় কুমার বৈশাখ। একটি উইকেট তুলে নেন হারপ্রীত ব্রার।