IPL 2025: আজ দিনের দ্বিতীয় হাইভোল্টেজ মহারণে পাঞ্জাব কিংস লখনউ সুপার জায়ান্টসের (Punjab Kings vs Lucknow Super Giants) বিপক্ষে মাঠে নামতে চলেছে। ইতিমধ্যেই পাঞ্জাব ১০ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে জয় তুলে নিয়ে মোট ১৩ পয়েন্টের সঙ্গে প্লে অফের দৌড়ে এগিয়ে আছে। শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে পরাজিত করেছে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) দল। অন্যদিকে ১০ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফের দৌড়ে লড়াই চালাচ্ছে লখনউ। চলতি আইপিএলে এই দুই দল গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ৮ উইকেটে দুরন্ত জয় তুলে নেয় পাঞ্জাব।
IPL 2025 ম্যাচের সময়সূচি-

পাঞ্জাব কিংস (PBKS) বনাম লখনউ সুপার জায়ান্টস (LSG)
ম্যাচ নং- ৫৪
তারিখ- ০৪/০৫/২০২৫
ভেন্যু- হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, ধর্মশালা
সময়- সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পিচ রিপোর্ট-

ধর্মশালার ক্রিকেট স্টেডিয়ামের পিচে ব্যাটিং এবং বোলিংয়ের মধ্যে ভারসাম্য লক্ষ্য করা যায়। তবে বাউন্ডারি লাইন অপেক্ষাকৃত ছোটো হওয়ার কারণে ব্যাটসম্যানরা দ্রুত রান সংগ্রহ করার বিষয়ে সাহায্য পেয়ে থাকেন। ২০১১ সালে পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এক ইনিংসে ২৩২ রান সংগ্রহ করেছিল। এটাই এখনও পর্যন্ত এই মাঠের আইপিএলের এক ইনিংসের সর্বোচ্চ রান। অন্যদিকে ধর্মশালার ক্রিকেট স্টেডিয়ামের পিচে আইপিএলের ইতিহাসে মোট ১৩ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল ৮ টি ম্যাচে এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল ৫ টি ম্যাচে জয়লাভ করেছে। ১৮৬ হলো এই মাঠের আইপিএলের প্রথম ইনিংসের গড় রান।
Read More: IPL 2025: নিষিদ্ধ ড্রাগস নিয়ে নির্বাসিত রাবাডা, ফাঁস আইপিএল অনুপস্থিতির রহস্য !!
ধর্মশালার আবহাওয়া পূর্বাভাস-

ধর্মশালার আকাশ রবিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং হালকা বৃষ্টি শুরু হয়েছে। সন্ধ্যার দিকে পাঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ শুরুর দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সময় এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। ফলে এই গুরুত্বপূর্ণ ম্যাচ বৃষ্টির কারণে দেরিতে শুরু হতে পারে। দিনের বেলায় আজ ধর্মশালার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস। ম্যাচ চলাকালীন এই তাপমাত্রা নেমে এসে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৫৯ শতাংশ। বাতাস বইবে ঘন্টায় ৮ কিমি বেগে।
PBKS vs LSG হেড টু হেড-

আইপিএলের মহামঞ্চে এখনও পর্যন্ত পাঞ্জাব কিংস এবং লখনউ সুপার জায়ান্টস ৫ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৩ টি ম্যাচে লখনউ এবং ২ টি ম্যাচে পাঞ্জাব জয়লাভ করেছে।
মোট ম্যাচ | পাঞ্জাব কিংস জিতেছে | লখনউ সুপার জায়ান্টস জিতেছে |
০৫ | ০২ | ০৩ |
PBKS vs LSG ম্যাচের লাইভ স্ট্রিমিং-
আজ দিনের দ্বিতীয় হাইভোল্টেজ ম্যাচটি ক্রিকেটপ্রেমীদের জন্য টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচারিত হবে। অন্যদিকে পাঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটি অনলাইনে জিওহটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে সরাসরি দেখা যাবে।
দুই দলের সম্ভাব্য একাদশ-

পাঞ্জাব কিংস
প্রিয়াংশ আর্য, প্রভসিমরান সিং, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, জশ ইংলিশ (উইকেটকিপার), সূর্যাংশ শেডগে, মার্কো জানসেন, হারপ্রীত বার, আজমাতুল্লাহ ওমরজাই, আর্শদীপ সিং
ইম্প্যাক্ট প্লেয়ার- যুজবেন্দ্র চাহাল/জেভিয়ার বার্টলেট
লখনউ সুপার জায়ান্টস
মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, ঋষভ পান্থ (উইকেটকিপার, অধিনায়ক), আয়ুশ বাদোনি, আব্দুল সামাদ, রবি বিষ্ণোই, আবেশ খান, প্রিন্স যাদব, দিগ্বেশ রাঠি, মায়ঙ্ক যাদব
ইম্প্যাক্ট প্লেয়ার- ডেভিড মিলার/শাহবাজ আহমেদ