IPL 2025: সমাপ্ত হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫’এর সবথেকে রোমাঞ্চকর ম্যাচের। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্স দলকে ১৬ রানে পরাস্ত করে দুরন্ত একটি ম্যাচ জিতলো পাঞ্জাব কিংস। আজকের দুরন্ত লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং করতে আসে পাঞ্জাব কিংস (PBKS)। ওপেনিং করতে এসে পাঞ্জাব দলের হয়ে সর্বাধিক ১৫ বলে ৩০ রানের ইনিংস খেলেন প্রভশিমরন সিং (Prabhsimran Singh)। প্রিয়ান্স আর্য (Priyans Arya) ১২ বলে ২২ রান বানান। শ্রেয়স আইয়ার দুই বলে খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন। পাশাপাশি জোশ ইংলিশ, ম্যাক্সওয়েলদের মতন প্লেয়াররা আবারও ব্যার্থ হয়েছেন। ১৫.৩ ওভারে অল আউট হয়ে যায় পাঞ্জাব কিংস। কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে তিনটি উইকেট পেয়েছেন হার্ষিত রানা, দুটি করে উইকেট পেয়েছেন বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন।
১১১ রানে গুটিয়ে যায় পাঞ্জাব কিংস

যার জবাবে ব্যাটিং করতে এসে শুরুটা একেবারেই ভালো হয়নি নাইট দলের ব্যাটিং। প্রথম ওভারেই ৪ বলে ৫ রান বানিয়ে মার্কো জেনিসেনের বলে উইকেট হারিয়ে ফেলেন সুনীল নারিন। দ্বিতীয় ওভারেই জেভিয়ার বারলেটের বলে ৪ বলে ২ রান বানিয়ে আউট হন ডি কক। দ্রুত দুই উইকেট হারালেও কঠিন সময়ে অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) এবং অঙ্গকৃষ রঘুবংসীর মধ্যে ৩৮ বলে ৫৫ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। ১৭ বলে ১৭ রান বানিয়ে আউট হয়ে যান অজিঙ্কা রাহানে। এরপর, ২৮ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৩৭ রান বানিয়ে আউট হয়ে যান অঙ্গকৃষ।
Read More: IPL 2025: “হৃদয় পড়ে কলকাতাতেই…” নাইটদের বিরুদ্ধে শূন্য শ্রেয়সের, নেটমাধ্যমে কটাক্ষের শিকার পাঞ্জাব অধিনায়ক !!
১৬ রানে ম্যাচ হারলো KKR

৭২ রানে চার উইকেট হারিয়ে ফেলে KKR। তবে, এরপর তাসের ঘরের মতন ভেঙে পড়ে KKR দলের ব্যাটিং। ২৩ রানে বাঁকি ছয়টি উইকেট হারিয়ে ফেলে নাইট রাইডার্স। ভেঙ্কটেশ আইয়ার ৪ বলে ৭, রিঙ্কু সিং ৯ বলে ২, রমনদীপ সিং ১ বলে ০, হার্ষিত রানা ৬ বলে ৩, বৈভব অরোরা ৭ বলে ০ এবং অন্দ্রে রাসেল ১১ বলে ১৭ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন। পাঞ্জাব কিংসের হয়ে সর্বাধিক ৪ উইকেট নেন জুজভেন্দ্র চাহাল, ৩ উইকেট পান মার্কো জেনিসেন এবং ১টি করে উইকেট নেন জেভিয়ার বারলেট, অর্ষদীপ সিং এবং গ্লেন ম্যাক্সওয়েল।