Ipl 2025
Punjan Kings | Image: Getty Images

IPL 2025: একটানা চতুর্থ ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় নবম স্থানে বহাল রয়েছে চেন্নাই সুপার কিংস। রুদ্ধশ্বাস লড়াইয়ে চেন্নাইকে ১৮ রানে পরাস্ত করল পাঞ্জাব কিংস। আজকের হাড্ডাহাড্ডি লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রেয়স আইয়ার। প্রথমে ব্যাটিং করতে এসে প্রথম ওভার থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে দেখা গিয়েছিল তরুণ প্রিয়াংশ আর্যকে। তবে তার সঙ্গে ব্যাটিং করা বাঁকি সদস্যরা রীতিমতন ব্যর্থ হয়েছেন। এই হাই ভোল্টেজ ম্যাচে একের পর উইকেট হারিয়ে পাঞ্জাবকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল চেন্নাই। তবে পাঞ্জাবের কঠিন পরিস্থিতি সামাল দেন তরুণ প্রিয়ান্স।

চেন্নাইয়ের সামনে বড় লক্ষ রাখে পাঞ্জাব

Ipl 2025
Priyansh Arya | Image: Getty Images

দ্বিতীয় ওভারে মুকেশ চৌধুরী প্রভসিমরন সিংকে আউট করার পর, দলের একের পর এক উইকেট পড়তে শুরু করে। চেন্নাইয়ের বিরুদ্ধে পাঞ্জাবের মিডল অর্ডারের কোনও ব্যাটসম্যানই ভালো পারফর্ম করতে পারেনি। প্রভসিমরন খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরে যান। এমনকি ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার এবং নেহাল ওয়াধেরার ব্যাট থেকে মাত্র নয়টি করে রান এসেছিল। আবার একবার সম্পূর্ণরূপে ব্যার্থ গ্লেন ম্যাক্সওয়েল। মাত্র এক রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। একদিকে খেলোয়াড়রা আসা-যাওয়া করতে থাকলেন, অন্যদিকে প্রিয়াংশ আর্য তার বিস্ফোরক ব্যাটিং দিয়ে ইনিংস নিয়ন্ত্রণে রেখেছিলেন।

Read More: IPL 2025: “জল বইতে দলে রয়েছে…” রান নেই ঋতুরাজের ব্যাটে, সমাজমাধ্যমে আক্রমণের মুখে চেন্নাই অধিনায়ক !!

প্রিয়াংশ আর্য ৪২ বলে সাতটি চার এবং নয়টি ছক্কার সাহায্যে ২৪৫.২৩ স্ট্রাইক রেটে ১০৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। শেষমেষ নূর আহমেদ তাকে আউট করে চেন্নাই দলকে বড় সাফল্য এনে দেন। তবে, তিনি প্যাভিলিয়নে ফিরে আসার পর, শশাঙ্ক সিং এবং মার্কো জেনসেন দলের ঢাল হয়ে দাঁড়ান। শশাঙ্ক সিংয়ের ৩৬ বলে ৫২* এবং মার্কো জ্যানসেন ১৯ বলে ৩৪* রানের ইনিংসে ২১৯ রান বানায় পাঞ্জাব। সিএসকে-র হয়ে খলিল আহমেদ এবং রবিচন্দ্রন অশ্বিন দুটি করে উইকেট নেন।

১৮ রানে ম্যাচ জিতলো পাঞ্জাব

Ipl 2025
PBKS | Image: Getty Images

জবাবী ইনিংসে, চেন্নাই সুপার কিংস দলের হয়ে দুর্দান্ত শুরু করেছিল। প্রথম উইকেটে রচিন রবীন্দ্র এবং ডেভন কনওয়ের জুটি ৪০ বলে ৬১ রান তুলে ফেলেন। পাওয়ার প্লের ভিতর দুই কিউই খেলোয়াড়কে ধৈয্যের সাথে খেলতে দেখা গিয়েছিল। ৬.৩ ওভারে গ্লেন ম্যাক্সওয়েলের হাতে বল তুলে দেন ক্যাপ্টেন  শ্রেয়স। বিগ শো গ্লেন ম্যাক্সওয়েলের বলে রচিন রবীন্দ্রকে আউট করে পাঞ্জাব কিংসকে প্রথম সাফল্য এনে দেন। এরপর ডেভন কনওয়ে শিবম দুবের সাথে দায়িত্ব নেন এবং সম্মিলিতভাবে ৮৯ রান করেন। অধিনায়ক ঋতুরাজ গাইকোয়ার্ড ১ রানের ব্যক্তিগত স্কোরে নিজের উইকেট হারান। ১৬তম ওভারের পঞ্চম বলে, লকি ফার্গুসন শিবম দুবের উইকেট তুলে দেন পাঞ্জাবকে। দুবেকে আজ বেশ ছন্দে দেখা গেলেও ৪২ রানে শেষ হয় তার ইনিংস।

আজ পাঁচে ব্যাটিং করতে আসেন এমএস ধনজ (MS Dhoni)। অবশ্য, চেন্নাই শিবিরে দেখা যায় মুম্বইয়ের মতন কর্মকান্ড। গতদিনে লখনৌয়ের বিরুদ্ধে মুম্বইয়ের তিলোককে রিটায়ার আউট করেছিল টিম ম্যানেজমেন্ট। আজ ১৮তম ওভারে ওপেনার কনওয়েকে রিটায়ার আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে দেখা গিয়েছিল। তিনি ৪৯ বলে ৬৯ রানের একটি ইনিংস খেলেন। শেষ পর্যন্ত, এমএস ধোনি ২৭ রান করে দলকে জয়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। চেন্নাই সুপার কিংস ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ২০১ রান করতে সক্ষম হয়েছে।

Read Also: IPL 2025 PBKS vs CSK Highlights: পাঞ্জাবকে জেতালো প্রিয়াংশের শতরান, টানা পাঁচ ম্যাচ হেরে ছিটকে যাওয়ার মুখে চেন্নাই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *