IPL 2025: হোমগ্রাউন্ড একানায় আজ মুখোমুখি লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ও গুজরাত টাইটান্স (LSG vs GT)। টসে জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছে নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজি। শুরুটা ভালো করেছিলো গুজরাত। সাই সুদর্শন ও শুভমান গিলের ওপেনিং জুটিতে ওঠে ১২০ রান। কিন্তু এরপর দিগভেশ রাঠী, শার্দুল ঠাকুরদের নিয়ন্ত্রিত বোলিং-এ দিশা হারায় টাইটান্স শিবির। ২০ ওভারে থামতে হয় ১৮০তে। আজ কন্যার অসুস্থতার জন্য লক্ষ্ণৌ জার্সিতে মাঠে নামতে পারেন নি মিচেল মার্শ। তাঁর বদলি হিসেবে এইডেন মার্করামের সাথে ওপেন করতে নেমেছেন খোদ অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। ২৭ কোটিতে এই মরসুমে তাঁকে দলে নিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কারা। কিন্তু এখনও পর্যন্ত সেই প্রাইস ট্যাগের সাথে সুবিচার করতে পারেন নি বাম হাতি তারকা। আজ সুযোগ রয়েছে ফর্মে ফেরার। তবে ইনিংসের শুরুতে পন্থের ব্যাটিং-এ জড়তা স্পষ্ট।
Read More: IPL 2025: “সেয়ানে সেয়ানে টক্কর…” লক্ষ্ণৌর বিরুদ্ধে গুজরাতের ঝুলিতে ১৮০, পন্থদেরই এগিয়ে রাখছে নেটজনতা !!
চলতি আইপিএলে (IPL) পাওয়ার প্লে’তে বল হাতে বারবার জ্বলে উঠেছেন মহম্মদ সিরাজ। আজ লক্ষ্ণৌর বিরুদ্ধেও তাঁর হাতেই বল তুলে দিয়েছিলেন গুজরাত অধিনায়ক শুভমান গিল। তৃতীয় ওভারে প্রতিপক্ষ অধিনায়ককে প্রায় আউট করেই ফেলেছিলেন ডান হাতি পেসার। লেগস্টাম্পের বাইরে ফুল লেন্থে বল রেখেছিলেন সিরাজ। বেশ খানিকটা অফ সাইডে সরে এসে ফাইন লেগ দিয়ে র্যাম্প শট খেলার চেষ্টা করেন ঋষভ পন্থ (Rishabh Pant)। শরীরের ভারসাম্য রাখতে পারেন নি। পড়ে যান তিনি। ব্যাটের মাঝখানে লাগার পরিবর্তে বল স্পর্শ করে তাঁর ব্যাটের ভিতরের কোণ। স্টাম্পে লাগত পারত বল, কিন্তু তার বদলে উঠে যায় আকাশে। উইকেটরক্ষক জস বাটলারের (Jos Buttler) কাছে সুযোগ ছিলো ক্যাচ তালুবন্দী করার। শরীর ছুঁড়ে চেষ্টাও করেন তিনি। কিন্তু তাঁর গ্লাভস ছুঁয়ে ছিটকে যায় বল। ছুটে যায় বাউন্ডারির দিকে। রক্ষা পান ঋষভ।
এর আগেও গুরুত্বপূর্ণ সময়ে ক্রিকেট ব্যকরণের বাইরের নানা শট মারতে গিয়ে একাধিকবার উইকেট হারিয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। গত বছরের বক্সিং ডে টেস্টে এহেন র্যাম্প শট মারতে গিয়েই শর্ট থার্ড ম্যানে নাথান লিয়ঁ’র হাতে ধরা পড়েছিলেন তিনি। ঋষভকে কড়া ভাষায় তিরস্কার করেছিলেন সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। ক্রিকেটমহলে বিস্তর চর্চাও হয়েছিলো ‘লিটল মাস্টার’-এর সেই মন্তব্য ঘিরে। গাওস্করের কটাক্ষে নিজের ক্রিকেটীয় দর্শন যে ঋষভ বদলান নি তার প্রমাণ মিললো আজ আইপিএলের (IPL) মঞ্চে। তাঁর অদ্ভুতদর্শন শট দেখে হতবাক গুজরাত টাইটান্স কোচ আশিষ নেহরাও। বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়িয়ে ছিলেন তিনি। বাটলারের দস্তানা এড়িয়ে বল বাউন্ডারির দিকে ছুটতেই তাঁর চোখে দেখা গেলো বিস্ময়। পাশে দাঁড়ানো ঈশান্ত শর্মা’কে মুখ নামিয়ে কিছু বলতেও দেখা যায় নেহরা’কে।
দেখুন ঋষভের সেই শট-
Also Read: IPL 2025 SRH vs PBKS Dream 11 Prediction: ব্যাকফুটে থাকা হায়দ্রাবাদ নামছে পাঞ্জাবের বিরুদ্ধে, দেখুন ফ্যান্টাসি ক্রিকেটের সমস্ত খুঁটিনাটি !!