IPL 2025: শুরু হয়ে গিয়েছে আগামী আইপিএলের (IPL) প্রহর গোণা। নেপথ্যে আসন্ন মেগা অকশন। ড্রয়িং বোর্ডের সামনে দশ ফ্র্যাঞ্চাইজি। কাদের ধরে রাখা হবে, কাদেরই বা দেখানো হবে বাইরের রাস্তা, নিলামে কাদের জন্য কত অর্থ খরচ করা উচিৎ হবে, আপাতত চলছে সেই ছক কষা। এখনও পর্যন্ত স্পষ্ট কোনো নীতি বা গাইডলাইন ঘোষণা করা হয় নি বিসিসিআই-এর তরফ থেকে। তবে এই নিলাম বা তাঁর ঠিক আগে ট্রেডিং উইন্ডো খোলার পর যে সকল ক্রিকেটারদের নিয়ে একাধিক ফ্র্যাঞ্চাইজির মধ্যে দড়ি টানাটানি হতে পারে বলে মনে করা হচ্ছে, সেই তালিকার উপরের দিকেই থাকবেন দিল্লী ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। ১১১ আইপিএল (IPL) ম্যাচে ৩২৮৪ রান করা তারকাকে দলে সামিল করতে আসরে নামতে পারে চেন্নাই সুপার কিংস (CSK)।
Read More: “এটা তুমি করতে পারো না…” অবসরের ইঙ্গিত দিলেন KL রাহুল, সমাজ মাধ্যম জুড়ে শুরু হলো চর্চা !!
কোচ বদলের পথে হাঁটছে দিল্লী ক্যাপিটালস-
মেগা অকশনের আগেই দিল্লী ক্যাপিটালস (DC) সরিয়ে দিয়েছেন হেড কোচ রিকি পন্টিং-কে (Ricky Ponting)। ২০১৮ থেকে ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে ছিলেন তিনি। সাত বছরের মধ্যে ৫ বার প্লে-অফে দলকে নিয়ে যেতে পারেন নি তিনি। ২০২০ সালে আইপিএল (IPL) ফাইনালেও অবশ্য তাঁর প্রশিক্ষণে পৌঁছায় দিল্লী ক্যাপিটালস (DC)। কিন্তু সেই পারফর্ম্যান্স যথেষ্ট বলে মনে করছে না ক্যাপিটালস শিবির। সেই কারণেই ‘গোল্ডেন হ্যান্ডশেক’ করা হয়েছে পন্টিং-কে (Ricky Ponting)। অজি কিংবদন্তিকে যে সরানো হচ্ছে তা প্রথম জানান ফ্র্যাঞ্চাইজির ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
সংবাদপত্র আজকাল’কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, “একটা নতুন খবর দিচ্ছি। আগামী মরসুমে রিকি পন্টিং আর হেড কোচ থাকছেন না। জিওফ্রে বয়কট সঠিক কথাই বলেছিলেন, রিকি পন্টিং গত ৭ বছরে ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিয়ে যেতে পারেন নি। আমায় ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলতে হবে ভারতীয় কোচদের নিয়ে।” নতুন কোচ কে হবেন তা এখনও জানা যায় নি। তবে বিদেশী কোচ নয়, ভারতীয় কোচের সন্ধানেই রয়েছে ফ্র্যাঞ্চাইজি। সৌরভ (Sourav Ganguly) নিজে কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন সংবাদমাধ্যমের সামনে। কিন্তু এখনও অবধি তাঁর নিয়োগ নিয়ে কোনো তথ্য জানানো হয় নি।
দিল্লী ছেড়ে চেন্নাই যেতে পারেন ঋষভ-
কোচের পর বিদায়ের পালা কি এবার অধিনায়কের? ফ্র্যাঞ্চাইজির অন্দরে নাকি তেমনই কানাঘুষো। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) দিল্লী ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার পর থেকে অধিনায়কত্ব করছেন পন্থ (Rishabh Pant)। ২০২৩-এ চোটের কারণে ছিটকে যাওয়ার পরেও ২০২৪ মরসুমে তাঁর হাতেই ফেরানো হয়েছিলো নেতৃত্বের ব্যাটন। কিন্তু দল’কে প্লে-অফে তুলতে পারেন নি তিনি। দশ দলের লীগে ষষ্ঠ হয়ে শেষ করতে হয়েছে দিল্লী ক্যাপিটালসকে (DC)। সৌরভ গঙ্গোপাধ্যায় প্রকাশ্যে জানিয়েছেন যে ঋষভকে ধরে রাখতে চান তাঁরা, কিন্তু কর্তাদের ভাবনা অন্যরকম বলেই মিলেছে সংবাদ। অকশনের আগে তারকা ক্রিকেটার রিলিজ চাইলে তাঁরা আটকাবেন না সম্ভবত। কোনো রকম সোয়্যাপ ডিল বা ক্যাশ অনলি চুক্তি করাতেও আপত্তি নেই তাঁদের।
২০২৫-এর আইপিএলে (IPL) ঋষভ পন্থের সম্ভাব্য গন্তব্য হতে পারে চেন্নাই সুপার কিংস (CSK)। মরসুম শুরু হওয়ার সময় উইকেটরক্ষক-ব্যাটার মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) বয়স দাঁড়াবে প্রায় ৪৩। এখন থেকেই কিংবদন্তির উত্তরসূরি খুঁজে রাখতে চাইছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। তাদের পছন্দের তালিকায় প্রথমেই রয়েছে ঋষভ পন্থের (Rishabh Pant) নাম। সেই কারণেই তাঁর জন্য ঝাঁপাতে চান কাশী বিশ্বনাথন’রা। গত বছর গুজরাত টাইটান্সের সাথে যেমন ক্যাশ অনলি চুক্তি করে আইপিএল (IPL) মিনি নিলামের আগেই হার্দিক পান্ডিয়াকে দলে নিয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স, তেমনই এক ‘ডিল’ দেখা যেতে পারে ঋষভ পন্থকে নিয়েও। ট্রেডিং উইন্ডো খুললে ১৬ কোটি টাকা দিল্লী’কে ‘অফার’ করতে পারে চেন্নাই (CSK)। ঋষভের জন্য অর্থের সংস্থান করতে সমীর রিজভি, ড্যারিল মিচেল, দীপক চাহারদের ছাড়তে পারে সুপার কিংস’রা।