ipl-2025-pant-steadies-lsg-vs-csk

IPL 2025: আইপিএলে (IPL) টানা পাঁচ ম্যাচ হেরে বিপর্যস্ত চেন্নাই সুপার কিংস। ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে মাঠে নেমেছে তারা। চোটের কারণে নেই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। কার্যনির্বাহী নেতা মহেন্দ্র সিং ধোনি টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছেন আজ। শুরুটা বেশ ভালোই করেছিলেন খলিল আহমেদ। ফিরিয়েছিলেন এইডেন মার্করামকে। ‘ল অফ অ্যাভারেজ’-এর শিকার হন ফর্মে থাকা নিকোলাস পুরান’ও। এরপর প্রাথমিক প্রতিরোধটুকু গড়ে তোলেন মিচেল মার্শ। তিনি ফেরার পর স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন ঋষভ পন্থ (Rishabh Pant)। সুপারজায়ান্টস অধিনায়কের ব্যাট থেকে চলতি আইপিএলের প্রথম অর্ধশতক এলো আজ। শেষ ওভারে যদিও আউট হন তিনি। কার্যকরী ইনিংস খেলে পন্থকে সাহায্য করেছেন বাদোনি, সামাদ’ও। ২০ ওভারে লক্ষ্ণৌ থামলো ১৬৬তে।

Read More: IPL 2025: ম্যাচ হেরেও শাস্তির মুখে অক্ষর প্যাটেল, বিপুল পরিমাণ জরিমানা সহ করা হচ্ছে ‘ব্যান’ !!

রানের মুখ দেখলেন ঋষভ পন্থ-

Rishabh Pant | IPL | Image: Getty Images
Rishabh Pant | IPL | Image: Getty Images

গত দুটি ম্যাচে অর্ধশতক করেছিলেন এইডেন মার্করাম (Aiden Markram)। আজ সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারলেন না তিনি। ইনিংসের একদম শুরুতেই ৬ বলে ৬ রান করে উইকেট হারান দক্ষিণ আফ্রিকান ওপেনার। খলিল আহমেদের শিকার হয়ে ফেরেন তিনি। তিনে নেমে রান পান নি কমলা টুপির মালিক নিকোলাস পুরান’ও (Nicholas Pooran)। আজ তাঁকে থামান অংশুল কম্বোজ। ৯ বলে ৮ রান করেই আউট হন ক্যারিবিয়ান তারকা। ২৩ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে বসা লক্ষ্ণৌকে লড়াইতে ফেরান মিচেল মার্শ (Mitchell Marsh)। কন্যার অসুস্থতার জন্য গুজরাতের বিরুদ্ধে রবিবার নামতে পারেন নি তিনি। আজ মাঠে ফিরে ২৫ বলে করলেন ৩০ রান। ঋষভ পন্থের সাথে তাঁর জুটি ৫০ রান যোগ করে সুপারজায়ান্টস স্কোরবোর্ডে। মার্শ আউট হওয়ার পর ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার ভার পুরোপুরি এসে পড়েছিলো অধিনায়ক পন্থের উপর।

২৭ কোটিতে এই মরসুমে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসে (LSG) যোগ দিয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। কিন্তু বিগত ম্যাচগুলিতে ব্যাট হাতে চূড়ান্ত হতাশ করেছিলেন তিনি। আজ ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন বাম হাতি ব্যাটার। সময় নিলেন ক্রিজে থিতু হতে। উইকেট আঁকড়ে রেখে ব্যাটিং-এর প্রয়াস দেখা গেলো তাঁর মধ্যে। ১২৮.৫৭ স্ট্রাইক রেটে তাঁর ৪৯ বলে ৬৩ রানের ইনিংসটিকে আধুনিক টি-২০’র নিরিখে ধুন্ধুমার হয়ত বলা চলে না। কিন্তু আজকের ম্যাচের পরিপ্রেক্ষিতে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি। কঠিন পিচে পন্থ (Rishabh Pant) দ্রুত আউট হলে তাসের ঘরের মত ভেঙে পড়তে পারত লক্ষ্ণৌ (LSG) ব্যাটিং লাইন-আপ। কিন্তু লড়াকু ব্যাটিং করে সেই সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট করেন তিনি। পাঁচে নেমেছিলেন আয়ুষ বাদোনি (Ayush Badoni)। ১৭ বলে ১ চার ও ২ ছক্কার সাহায্যে ২০ করেন তিনি।

নাটকীয় শেষ ওভারে নায়ক ধোনি-

Chennai Super Kings | IPL | Image: Getty Images
Chennai Super Kings | IPL | Image: Getty Images

১৯তম ওভারের পর লক্ষ্ণৌর (LSG) স্কোরবোর্ডে ছিল ৪ উইকেটের বিনিময়ে ১৫৫ রান। মাথিশা পাথিরাণার হাতে বল তুলে দেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ের ‘বেবি মালিঙ্গা’ প্রথম বলটি ওয়াইড করেন। এরপরের ডেলিভারিতে সিঙ্গল নিয়ে আব্দুল সামাদকে স্ট্রাইক দেন ঋষভ পন্থ (Rishabh Pant)। কাশ্মীরের ফিনিশার পরবর্তী বলটিতে ব্যাট স্পর্শ করাতে পারেন নি। আম্পায়ার ওয়াইড দেন। কিন্তু নন-স্ট্রাইকার পন্থের ডাকে সাড়া দিয়ে বাড়তি রানের লক্ষ্যে বেরিয়ে পড়েছিলেন তিনি। নির্ভুল নিশানায় উইকেট ভেঙে দিয়ে সামাদকে রান-আউট করেন ধোনি (MS Dhoni)। ১১ বলে ২০ করে থামেন তিনি। এরপর অফস্টাম্পের বাইরের বলে লক্ষ্ণৌ অধিনায়ককে আউট করেন পাথিরাণা। স্টাম্পের পিছনে অনবদ্য ক্যাচ ধরেন ধোনিই। ওভারের পঞ্চম ডেলিভারিতে একটি বাউন্ডারি হাঁকিয়েছিলেন শার্দুল ঠাকুর। কিন্তু শেষ বলে তাঁকেও আউট করেন লঙ্কান পেসার।

Also Read: IPL 2025: ঋতুরাজের বিকল্প খুঁজে নিলো চেন্নাই, ভাঙা ব্যাটে খেলেই আইপিএলে বছর সতেরোর কিশোর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *