IPL 2025: সাত মরসুম দিল্লী ক্যাপিটালসের সাথে জড়িয়ে ছিলেন ঋষভ পন্থ। ২০২২ সালে তাঁর কাঁধে নেতৃত্ব’র ব্যাটনও তুলে দিয়েছিলো ফ্র্যাঞ্চাইজি। কিন্তু কর্মকর্তাদের সাথে মতানৈক্যের ফলে ২০২৫-এ দল ছেড়েছেন তিনি। নিলামে ২৭ কোটি টাকার রেকর্ড মূল্যে ঋষভকে নিয়েছে লক্ষ্ণৌ। নতুন দলেও অধিনায়কের আসনেই বসেছেন তিনি। দিল্লীর বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে নিজের সেরাটা নিঙড়ে দেবেন ঋষভ, এমনটাই ভেবেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু বাস্তবে দেখা গেলো ঠিক উলটো ছবিটা। প্রথম দফায় যখন মুখোমুখি হয়েছিলো দুই দল, তখন বিশাখাপত্তনমে ৬ বল খেলে শূন্য করে আউট হয়েছিলেন তিনি। আজ একানা স্টেডিয়ামেও খাতা খুলতে ব্যর্থ হলেন তিনি। দুই বলে শূন্য রান করে হলেন পেসার মুকেশ কুমারের শিকার। দিল্লীর বিপক্ষে তাঁর জোড়া শূন্য নিয়ে নেটদুনিয়ায় ঝড় উঠেছে ইতিমধ্যেই।
Read More: IPL 2025: ‘ক্যাপ্টেন’ পন্থের সাথে বাগ্যুদ্ধ ‘মেন্টর’ জাহিরের, লক্ষ্ণৌ ডাগ-আউটে অশান্তির কালো মেঘ !!
চলতি আইপিএলে (IPL) অধিকাংশ ম্যাচে চার নম্বরে ব্যাটিং করছেন ঋষভ পন্থ। একটি ম্যাচে মিচেল মার্শ না খেলায় করেছেন ওপেনিং-ও। কিন্তু আজ ব্যাটিং অর্ডারে পিছোতে পিছোতে শেষমেশ সাত নম্বরে নামলেন তিনি। তাঁর আগে পাঠানো হয় ডেভিড মিলার, আয়ুষ বাদোনিদের। শেষ ওভারে যখন মাঠে নামেন ঋষভ, তখন বাকি ছিলো মাত্র দুই বল। ঐ দুই বলে এক রান’ও দলের স্কোরবোর্ডে যোগ করতে পারেন নি তিনি। উলটে আউট হয়ে মুখ পোড়ান। অধিনায়ক হয়ে এভাবে সতীর্থদের পিছনে লুকিয়ে পড়ার কারণ কি? প্রশ্ন তুলে সরব হয়েছে ক্রিকেটদুনিয়া। নেটমাধ্যমে রীতিমত আক্রমণের মুখে পড়তে হয়েছে ঋষভকে। ‘এই কিনা অধিনায়ক? ছিঃ ছিঃ,’ লিখেছেন একজন। ‘ব্যর্থতার ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে শেষমেশ,’ কটাক্ষ আরেকজনের। ‘যত দিন যাচ্ছে ততই অসহ্য হয়ে উঠছে,’ লিখেছেন আরও একজন।
গোটা মরসুম জুড়েই অফ ফর্মে ঋষভ পন্থ। তাঁর প্রাইস ট্যাগ নিয়ে এর আগেও কটাক্ষের শিকার হতে হয়েছে বাম হাতি উইকেটরক্ষক-ব্যাটারকে। একই ঘটনা দেখা গেলো আজ’ও। ‘সঞ্জীব গোয়েঙ্কা ব্যবসায় এত বড় ভুল আর করেন নি,’ লিখেছেন এক নেটনাগরিক। ’২৭ কোটির তারকা এখনও ২৭০ রান’ও করে নি,’ আক্রমণ শানিয়েছেন অন্য একজন। ‘লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে সবচেয়ে খারাপ বিনিয়োগ এই ২৭ কোটি টাকা,’ মন্তব্য আরও একজনের। পন্থকে জায়গা দিতে গিয়ে কে এল রাহুল’কে বাদ দিয়েছিলো সুপারজায়ান্টস শিবির। ঘটনাচক্রে তিনি দিল্লী জার্সি গায়ে অনবদ্য অর্ধশতক করেছেন আজ। আইপিএলে (IPL) এর আগেও একের পর এক চোখধাঁধানো ইনিংস খেলেছেন তিনি। সেই প্রসঙ্গ টেনে এনেও খোঁচা দিয়েছেন কেউ কেউ। ‘হীরে হারিয়ে কয়লা নিয়ে এসেছে লক্ষ্ণৌ,’ তোপ এক ক্রিকেটপ্রেমী’র।