ipl-2025-pant-has-been-disappointing

IPL 2025: ২০২২ সালে আইপিএলের (IPL) আঙিনায় আত্মপ্রকাশ করে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। প্রথম মরসুমেই প্লে-অফের ছাড়পত্র পেয়েছিলো তারা। ২০২৩-এও জায়গা করে নিয়েছিলো শেষ চারে। যদিও ট্রফি জয়ের স্বপ্ন সফল হয় নি। ২০২৪ সালে নীচের দিকে গিয়েছিলো লক্ষ্ণৌ শিবিরের পারফর্ম্যান্সের গ্রাফ। টুর্নামেন্টের শেষ দিকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে নক-আউট পর্বের আগেই ছিটকে গিয়েছিলো তারা। এই ব্যর্থতার সম্পূর্ণ দায়টাই চাপানো হয় অধিনায়ক কে এল রাহুলের (KL Rahul) উপর। ২০২৫-এর জন্য তাঁকে আর ধরে রাখে নি ফ্র্যাঞ্চাইজি। বরং জেড্ডার মেগা নিলাম থেকে ২৭ কোটি টাকা খরচ করে ঋষভ পন্থকে (Rishabh Pant) দলে নেন দলমালিক সঞ্জীব গোয়েঙ্কা। রেকর্ড অর্থ পাওয়া তারকাকে বসানো হয় অধিনায়কের আসনে। তবে কতখানি যুক্তিযুক্ত ছিলো সেই সিদ্ধান্ত? মরসুমের মাঝপথেই উঠতে শুরু করেছে প্রশ্ন।

Read More: IPL 2025: অকারণই বদনাম আন্দ্রে রাসেল, KKR-কে লাগাতার ধোঁকা দিয়ে চলেছেন রিঙ্কু সিং !!

চূড়ান্ত হতাশ করেছেন ঋষভ পন্থ-

Rishabh Pant | IPL | Image: Getty Images
Rishabh Pant | IPL | Image: Getty Images

দিল্লী ক্যাপিটালস (DC) ছেড়ে এবার লক্ষ্ণৌর জার্সিতে মাঠে নেমেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর থেকে আকাশছোঁয়া প্রত্যাশা ছিলো সমর্থকদের। কিন্তু এখনও অবধি সেই প্রত্যাশার সিকিভাগও পূরণ করতে পারেন নি তিনি। মরসুমের প্রথম ম্যাচে বিশাখাপত্তনমে নিজের পুরনো দল দিল্লীর (DC) মুখোমুখি হয়েছিলেন পন্থ। শূন্য করে সাজঘরে ফেরেন। সানরাইজার্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে করেন ১৫ রান। এরপর পাঞ্জাব ও মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২-এর বেশী এগোতে পারেন নি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মার্শ, পুরান, মার্করাম’রা ব্যাট হাতে ঝড় তোলায় আর বাইশ গজে পা’ই দিতে হয় নি ঋষভকে (Rishabh Pant)। ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেন নি গুজরাতের বিপক্ষেও। করেছেন ২১। ২২ তারিখ চলতি মরসুমে দ্বিতীয় বার দিল্লীর মুখোমুখি হয়েছিলো লক্ষ্ণৌ। শূন্যের গেরো কাটিয়ে উঠতে পারেন নি ঋষভ।

এবারের আইপিএলে (IPL) এখনও অবধি মাত্র একটি উল্লেখযোগ্য ইনিংস খেলেছেন ঋষভ পন্থ। লীগ তালিকায় সবার শেষে থাকা চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছিলো ৬৩ রান। তবে সেই রান করতেও ৪৯ বল খরচ করেছিলেন তিনি। স্ট্রাইক রেট ছিলো মাত্র ১২৮.৫৭। এখনও অবধি ৮ ইনিংসে ১৩.২৫ গড়ে ঋষভের সংগ্রহ মাত্র ১০৬ রান। অধিনায়ক হিসেবেও একেবারেই সাদামাটা তাঁর পারফর্ম্যান্স। তাঁর অধীনে ৯ ম্যাচ খেলে পাঁচটিতে জিতেছে লক্ষ্ণৌ। চারটিতে হারের সম্মুখীন হয়েছে তারা। এই মুহূর্তে লীগ তালিকার প্রথম চারেও নেই সুপারজায়ান্টস (LSG) শিবির। যে রাহুলকে ছেঁটে ফেলে পন্থের জন্য মরিয়া হয়ে ঝাঁপিয়েছিলো লক্ষ্ণৌ, তিনি বরং দিল্লীর জার্সিতে অনেক বেশী সপ্রতিভ। ৭ ম্যাচে ৬৪.৬০ গড়ে করেছেন ৩২৩ রান। স্ট্রাইক রেট ১৫৪-এর কাছাকাছি।

টিম ম্যানেজমেন্টের সাথে সংঘাতে ঋষভ-

Zaheer Khan and Rishabh Pant | IPL | Image: Twitter
Zaheer Khan and Rishabh Pant | IPL | Image: Twitter

লক্ষ্ণৌ টিম ম্যানেজমেন্টের সাথেও মতের মিল হচ্ছে না ঋষভ পন্থের (Rishabh Pant)। আইপিএল (IPL) মরসুমের মাঝপথে উঠেছে সেই বিস্ফোরক অভিযোগও। সাধারণত চার নম্বরে ব্যাটিং করেন ঋষভ। কিন্তু ২২ তারিখ দিল্লীর বিরুদ্ধে তাঁর আগে নামানো হয় আয়ুষ বাদোনি, ডেভিড মিলারদের। দীর্ঘক্ষণ ডাগ-আউটে বসেছিলেন অধিনায়ক। শেষমেশ সাত নম্বরে যখন মাঠে নামার সুযোগ পান তখন বাকি ছিলো আর মাত্র দুই বল। বিশেষ কিছুই করতে পারেন নি। মুকেশ কুমারকে রিভার্স স্কুপ মারতে গিয়ে বোল্ড হন খাতা খোলার আগেই। সাতে নামার সিদ্ধান্ত আদৌ ঋষভের নিজের নয়, মনে করছে ক্রিকেটমহল। টিম ম্যানেজমেন্টের সাথে পন্থ যে একমত নন তা স্পষ্ট বোঝা গিয়েছে তাঁর শরীরী ভাষায়। ডাগ-আউটে বসে থাকাকালীন মেন্টর জাহির খানের (Zaheer Khan) সাথে রীতিমত তর্ক করতেও দেখা গিয়েছে তাঁকে।

মাঠেই জাহির বনাম পন্থ, দেখুন ভিডিও-

Also Read: “মেরে ফেলব…” গম্ভীরকে হুমকি ই-মেল, পহলগাঁও’র ঘটনার পরেই ISIS’এর নিশানায় ভারতীয় কোচ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *