IPL 2025: ১২ ইনিংসে সংগ্রহ ১৫১ রান, গড় ১৩.৭৩, স্ট্রাইক রেট প্রায় ১০৮-গতকালের আগে এমনটাই ছিলো চলতি আইপিএলে (IPL) ঋষভ পন্থের (Rishabh Pant) পরিসংখ্যান। ২৭ কোটি টাকার তারকার হতশ্রী পারফর্ম্যান্স অবাক করেছিলো ক্রিকেটদুনিয়াকে। উড়ে আসছিলো একের পর এক সমালোচনার তীর। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া পন্থ অবশেষে ঘুরে দাঁড়ালেন গতকাল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে মরসুমের শেষ লীগ ম্যাচে খেললেন ৬১ বলে ১১৮* রানের ধুন্ধুমার ইনিংস। কেরিয়ারের দ্বিতীয় শতরানের পর তাঁর সামারসল্ট সেলিব্রেশন যেন ইঙ্গিত দিলো চাপমুক্তির। তবে পন্থ (Rishabh Pant) রান পেলেও সাফল্য পেলো না তাঁর দল। জিতেশ-কোহলির ঝোড়ো ইনিংসে বাজিমাত বেঙ্গালুরুরই। গোদের উপর বিষফোঁড়ার মত জুটলো স্লো ওভার-রেটের শাস্তি।
Read More: জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান নয়, আইপিএলের ফাইনালে ভারতীয় সেনাকে শ্রদ্ধা জানাবে বিসিসিআই, শুরু প্রস্তুতি !!
জরিমানা দিতে হচ্ছে পন্থ’কে-

গত ৪ ও ২৭ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে দু’টি ম্যাচেই স্লো-ওভার রেটের জন্য জরিমানা দিতে হয়েছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) অধিনায়ক ঋষভ পন্থকে (Rishabh Pant)। গতকালের লক্ষ্ণৌ বনাম বেঙ্গালুরু ম্যাচেও নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেন নি তাঁর বোলাররা। যার ফলে তৃতীয়বার স্লো-ওভার রেটের জন্য শাস্তির মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। ‘কোড অফ কন্ডাক্ট’ ভাঙার জন্য ঋষভকে (Rishabh Pant) ৩০ লক্ষ টাকা জরিমানা করেছে আইপিএলের (IPL) শৃঙ্খলারক্ষা কমিটি। শাস্তির মুখে পড়ছেন লক্ষ্ণৌ’র প্লেয়িং টুয়েলভ (প্রথম একাদশের এগারো জন+ইমপ্যাক্ট প্লেয়ার)-এর সদস্যরাও। ১২ লক্ষ টাকা বা ম্যাচ ফি’র ৫০ শতাংশ’র মধ্যে যেটি কম, সেই পরিমাণ অর্থ জরিমানা দিতে হবে তাঁদের।
২০২৪ অবধি তৃতীয় স্লো ওভার-রেটের অপরাধে এক ম্যাচ নির্বাসিত থাকতে হত অধিনায়কদের। গত বছর শেষ ম্যাচে এই শাস্তির কবলে পড়ায় এবারের আইপিএলে (IPL) চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচটি খেলতে পারেন নি মুম্বই ইন্ডিয়ান্স ‘ক্যাপ্টেন’ হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। কার্যনির্বাহী অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলেছিলেন সূর্যকুমার যাদব। সপ্তদশতম আইপিএলে দিল্লী অধিনায়ক থাকাকালীন একবার নির্বাসনের শাস্তি পেয়েছিলেন ঋষভ স্বয়ং। তাঁর পরিবর্ত হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দিল্লীকে (DC) নেতৃত্ব দিয়েছিলেন অক্ষর প্যাটেল। কিন্তু এবার সেই নিয়মে বদল এনেছে বিসিসিআই। তুলে দেওয়া হয়েছে নির্বাসন। তাই আগামী মরসুমের প্রথম ম্যাচে ঋষভ পন্থের (Rishabh Pant) খেলায় কোনো বাধা নেই।
হতাশাই সঙ্গী হলো লক্ষ্ণৌ’র-

২০২২ থেকে আইপিএল খেলছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। প্রথম দুই মরসুমে প্লে-অফের যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছিলো তারা। এলিমিনেটরের একবার বেঙ্গালুরু ও একবার মুম্বইয়ের বিরুদ্ধে হেরে থেমেছিলো তাদের অভিযান। কিন্তু ২০২৪ ও ২০২৫-এ নিম্নগামী সুপারজায়ান্টসদের পারফর্ম্যান্সের গ্রাফ। গতবার পয়েন্ট তালিকার সপ্তম স্থানে শেষ করেছিলো তারা। এবারও একই জায়গায় আটকে রইলো সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) দল। মরসুমের শুরুটা হয়েছিলো দিল্লী ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে ১ উইকেটে হেরে। আর শেষটা হলো বেঙ্গালুরুর বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে পরাজয় দিয়ে। এবার লীগ পর্বের ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৬টিতে জিততে পেরেছে লক্ষ্ণৌ। হেরেছে ৮টি খেলায়। ১২ পয়েন্ট ও -০.৩৭৬ নেট রান-রেট নিয়ে আইপিএলকে (IPL) বিদায় জানালেন ঋষভ পন্থ, নিকোলাস পুরান, মিচেল মার্শরা।