IPL 2025: ২০২২ সালে আইপিএলের (IPL) আসরে যোগ দেয় লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি প্রথম মরসুমে প্লে-অফের ছাড়পত্র আদায় করলেও এলিমিনেটর ম্যাচে হেরে ছিটকে যায় চ্যাম্পিয়নশিপের দৌড় থকে। ২০২৩-এর আইপিএলেও লীগ পর্বের গণ্ডী পেরিয়েছিলো লক্ষ্ণৌ (LSG) শিবির। কিন্তু ফের এলিমিনেটরেই তাদের দৌড় শেষ হয়। পারফর্ম্যান্সের গ্রাফ অনেকটা নীচের দিকে নেমে যায় তৃতীয় মরসুমে এসে। টুর্নামেন্টের ‘বিজনেস এন্ড’-এ পরপর কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে শেষ চারের লড়াই থেকে ছিটকে যায় তারা। শেষমেশ পয়েন্ট তালিকায় থামতে হয় সপ্তম স্থানে। সেই ব্যর্থতার পরেই কড়া সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। বিগত তিন বছরের অধিনায়ক কে এল রাহুলকে ছেঁটে ফেলা হয়েছে। জেড্ডার মেগা নিলাম থেকে রেকর্ড অর্থে দলে সামিল করা হয়েছে ঋষভ পন্থকে (Rishabh Pant)। তাঁর হাত ধরেই আসন্ন মরসুমে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে লক্ষ্ণৌ।
Read More: IPL 2025: আইপিএলে এমন তিনজন ক্রিকেটার যারা নিজেদের পুরোনো দলের বিপক্ষে জ্বলে উঠবেন !!
ফাঁকফোকর রয়েই গিয়েছে স্কোয়াডে-

গত ২৪ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় ঋষভ পন্থকে (Rishabh Pant) নিয়ে রীতিমত দড়ি-টানাটানি চলে একঝাঁক ফ্র্যাঞ্চাইজির মধ্যে। শেষমেশ ২৭ কোটি টাকার বিনিময়ে তারকা উইকেটরক্ষক-ব্যাটারকে দলে সামিল করে লক্ষ্ণৌ। প্রত্যাশামতই তাঁকেই অধিনায়ক নির্বাচন করেছে ফ্র্যাঞ্চাইজি। কলকাতায় একটি অনুষ্ঠানে তাঁর হাতে আনুষ্ঠানিক ভাবে নেতৃত্বের ভার তুলে দেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। পন্থের আগমনে উচ্ছ্বাস রয়েছে লক্ষ্ণৌ সমর্থকদের। কিন্তু তার পরেও মিটছে না চিন্তা। মেগা নিলামে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) পার্স-এ ছিলো ৬৯ কোটি টাকা। এর মধ্যে ২৭ কোটি কেবলমাত্র একজন খেলোয়াড়ের পিছনে খরচ করেছেন জাস্টিন ল্যাঙ্গার, জাহির খান’রা। গত দুই বছরে ঋষভের টি-২০ পারফর্ম্যান্স আহামরি নয়, অধিনায়ক হিসেবেও কোনো উল্লেখযোগ্য কৃতিত্ব নেই, তারপরেও কেন আইপিএলের (IPL) ইতিহাসে সর্বোচ্চ দাম পেলেন তিনি, রয়েছে প্রশ্ন।
পন্থকে (Rishabh Pant) অগ্রাধিকার দিতে গিয়ে দলের ফাঁকফোকর মেরামত করার সুযোগ পায় নি লক্ষ্ণৌ সুপারজায়ান্টস, এই অভিযোগও ইতিমধ্যেই উঠতে শুরু করেছে ক্রিকেটমহলের একাংশ। চিন্তা বাড়াচ্ছে পেস বিভাগ। মার্ক উড, নবীন-উল-হকদের মত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফাস্ট বোলাররা বিগত বছরগুলিতে গায়ে চাপিয়েছিলেন লক্ষ্ণৌ জার্সি। ভারতীয়দের মধ্যে নিয়মিত উইকেট তুলতেন যশ ঠাকুর, যূধবীর সিং চরক’রা। এবার সুপারজায়ান্টস শিবিরে বিদেশী পেসার বলতে কেবল ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ। আইপিএলের (IPL) আসরে যিনি এখনও অপরীক্ষিত। ১১ কোটিতে ‘রিটেনড’ হয়েছেন মায়াঙ্ক যাদব। কিন্তু চোট পেয়ে ছিটকে যাওয়ার মুখে তিনি। আবেশ খান, আকাশ দীপ’রা রয়েছেন ঠিকই, কিন্তু তাঁদের ইকোনমি রেট ৮-এর উপর। এমতাবস্থায় ফাস্ট বোলিং-এর ক্ষেত্রে বাড়তি দায়িত্ব হয়ত চাপতে চলেছে বাম হাতি মহসীন খানের (Mohsin Khan) কাঁধেই।
ব্যাটিং স্বপ্ন দেখাচ্ছে লক্ষ্ণৌ’কে-

২০২২ থেকে ২০২৪ অবধি লক্ষ্ণৌ দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মার্কাস স্টয়নিস। এবার তাঁর বদলে দলে নেওয়া হয়েছে মিচেল মার্শকে। সদ্য চোট সারিয়ে ফেরা অস্ট্রেলীয় তারকা কেমন পারফর্ম করেন তা নিয়েও সন্দিহান সমর্থকেরা। তবে তাঁদের স্বপ্ন দেখতে সাহায্য করছে ফ্র্যাঞ্চাইজির শক্তিশালী ব্যাটিং বিভাগ। এইডেন মার্করাম, ডেভিড মিলারের (David Miller) মত টি-২০’র দুনিয়ায় পরিচিত দুই তারকাকে এবার স্কোয়াডে সামিল করেছেন গোয়েঙ্কারা। ওপেনার হিসেবে দলকে সাফল্য এনে দিতে পারেন ম্যাথু ব্রিৎজকেও। অধিনায়ক ঋষভ (Rishabh Pant) নিজে কত নম্বরে ব্যাটিং করেন তা নিয়েও চলছে জল্পনা। বিশেষজ্ঞদের অনেকেই তাঁকে ব্যাটিং অর্ডারের উপরের দিকে চাইছেন। সম্ভবত তিন বা চারে খেলতে পারেন তিনি। ‘রিটেনড’ তারকাদের মধ্যে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ও ভারতের আয়ূষ বাদোনি। ব্যাট হাতে ঝড় তুলতে পারেন তাঁরাও।