IPL 2025: আগামীকাল ভারতের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএলের নতুন মরসুম শুরু হতে চলেছে। এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের জন্য সেজে উঠছে কলকাতার ইডেন গার্ডেন্স। গতবারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচেই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Kolkata Knight Riders vs Royal Challengers Bangaluru) বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের উৎসাহ এখন শহরের প্রতি প্রান্তে ছড়িয়ে পড়েছে। কিন্তু কেকেআর বনাম আরসিবি (KKR vs RCB) ম্যাচের সবচেয়ে বড়ো সমস্যা তৈরি করতে চলেছে বৃষ্টি। ফলে ভেস্তে যেতে পারে এই বছর আইপিএলের (IPL 2025) উদ্বোধনী ম্যাচ।
KKR vs RCB ম্যাচে বৃষ্টির পূর্বাভাস-

আগামীকাল অর্থাৎ ২২ মার্চ জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বছরের আইপিএলের যাত্রা শুরু হতে চলেছে। সূত্র অনুযায়ী ইডেন গার্ডেন্সে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, দিশা পাটানী সহ একাধিক বলিউড তারকা উপস্থিত থাকতে পারেন। অন্যদিকে প্রথম হাইভোল্টেজ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (KKR vs RCB) মুখোমুখি হবে। নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ঘরের মাঠে প্রথম ম্যাচে নাইটদের জয় এনে দেওয়ার জন্য সম্পূর্ণরূপে দলকে প্রস্তুত করছেন। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচেই বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখলো আবহাওয়া দপ্তর।
বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে উদ্বোধনী ম্যাচ-

আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী আগামীকাল কলকাতার আকাশ মেঘলা থাকবে। সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির আশঙ্কা আছে। ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইতে পারে বলে জানা যাচ্ছে। ম্যাচ শুরুর সময় বৃষ্টির সম্ভাবনা ১০ শতাংশ থাকলেও সময় এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা ৭০ শতাংশে গিয়ে দাঁড়াবে। ফলে বৃষ্টির কারণে এই বছর আইপিএলের (IPL 2025) কলকাতা নাইট রাইডার্স বনাম রয়েল চ্যালেঞ্জার্স (Kolkata Knight Riders vs Royal Challengers Bangaluru) বেঙ্গালুরু উদ্বোধনী ম্যাচ পরিতক্ত হতে পারে। যদি বৃষ্টি খুব সমস্যা না তৈরি করে তাহলে ওভার কমিয়েও ম্যাচ আয়োজন করতে পারেন কর্মকর্তারা। তবে বৃষ্টির কারণে একেবারেই এই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা না হলে দুই দলকে যথাক্রমে এক এক করে পয়েন্ট দিয়ে দেওয়া হবে।
KKR vs RCB ম্যাচের আবহাওয়ার পূর্বাভাস-

আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্ৰি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্ৰি সেলসিয়াস। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এর সঙ্গেই কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস। কালবৈশাখী সাধারণত বিকাল বা সন্ধ্যার দিকে হয়ে থাকে। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭:৩০ থেকে। ফলে এই সময় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে বলে আবহাওয়া দপ্তর মনে করছেন।