IPL 2025: উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সেজে উঠছে এই শহর, উপস্থিত থাকবেন একাধিক বলিউড তারকা !! 1

IPL 2025: প্রতি বছর আইপিএলের জাঁকজমকপূর্ণ আয়োজন অন্যান্য টুর্নামেন্টগুলিকে ছাপিয়ে যায়। আসন্ন মরসুমেও থাকতে চলেছে একাধিক চমক। এই বছর আইপিএল ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে। তার আগে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত তারকা ক্রিকেটাররা‌। বিদেশী ক্রিকেটার থেকে কোচিং সদস্যরা ইতিমধ্যেই ভারতে আসতে শুরু করেছেন। এর মধ্যেই আইপিএল ২০২৫ (IPL 2025)-এর উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো। এই অনুষ্ঠানে মঞ্চ মাতাতে চলেছেন একাধিক বলিউড তারকা।

২০২৫ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান-

IPL 2025: উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সেজে উঠছে এই শহর, উপস্থিত থাকবেন একাধিক বলিউড তারকা !! 2
Eden Gardens | Image: Getty Images

এই বছর আইপিএলের ১৮-তম মরসুম অনুষ্ঠিত হতে চলেছে। ২২ মার্চ প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (KKR vs RCB) বিপক্ষে মাঠে নামবে। গত বছর নাইট বাহিনী শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে তৃতীয়বারের মতো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল। এই বছর আইপিএলের প্রথম ম্যাচটি ঐতিহ্যবাহী স্টেডিয়াম ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানেও এবার ইডেনেই অনুষ্ঠিত হতে চলেছে বলে জানা যাচ্ছে। সূত্র অনুযায়ী ২২ মার্চ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হবে এই বছরের আইপিএল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউড তারকা রণবীর সিং (Ranveer Singh), দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) মতো ব্যাক্তিত্ব। অরিজিৎ সিংকে (Arijit Singh) গান গেয়ে মঞ্চ মাতাতেও দেখা যাবে বলে জানা যাচ্ছে। কিন্তু এখনও অফিশিয়ালি নামগুলি চূড়ান্ত হয়নি। অন্যদিকে ১৯ মার্চ সমর্থকদের নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করতে চলেছে কেকেআর (KKR)। অনুষ্ঠানে ভক্তদের সামনে নতুন দলকে পরিচয় করিয়ে দেওয়া হবে।

প্রস্তুতিতে মাঠে নামলো কেকেআর-

IPL 2025: উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সেজে উঠছে এই শহর, উপস্থিত থাকবেন একাধিক বলিউড তারকা !! 3
Ajinkya Rahane and Venkatesh Iyer | Image: Getty Images

গতকাল ইডেন গার্ডেন্সে উইকেট পুজো দিয়ে প্রস্তুতি শুরু করেছে কেকেআর (Kolkata Knight Riders) দল। নেটে দীর্ঘক্ষণ সময় কাটাতে দেখা যায় আন্দ্রে রাসেল (Andre Russell), আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane), রিঙ্কু সিংকে (Rinku Singh)। অনুশীলনে নিজের ব্যাটিং দুর্বলতার ওপর রাসেল গুরুত্ব দেন। ধারাবাহিকভাবে ইয়র্কার বলে শট খেলার চেষ্টা করেন তিনি। অন্যদিকে আজিঙ্কা রাহানেকে স্কুপ শট খেলতে দেখা যায়। দীর্ঘদিন পর পুরোনো ছন্দে মাঠে নজর কাড়েন রিঙ্কু সিংও (Rinku Singh)। চোট সারিয়ে অনরিখ নর্খিয়াও (Anrich Nortje) পুরো দমে প্রস্তুতি শুরু করেছেন। তবে বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy), হর্ষিত রানা (Harshit Rana), রহমানউল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) এবং স্পেন্সার জনসনের (Spencer Johnson) মতো তারকা ক্রিকেটাররা চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ব্যস্ত থাকার পর এখনও দলের সঙ্গে যোগদান করেননি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *