IPL 2025'এর উদ্বোধনী ম্যাচে ইডেনে বসতে চলেছে চাঁদের হাট, অরিজিৎ-বরুণরা কাঁপাবেন মঞ্চ !! 1

আর মাত্র দিন কয়েক দিনের অপেক্ষা, তারপরই ইডেন গার্ডেন্সে বসতে চলেছে চাঁদের হাট। শুরু হতে চলেছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2025)। ইডেন গার্ডেন্সেই উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (KKR vs RCB)। শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে তৃতীয় বারের জন্য আইপিএল শিরোপা জয় করেছিল কলকাতা নাইট রাইডার্স। এবার ট্রফি ডিফেন্ড করতে প্রথম ম্যাচেই নামতে চলেছে নাইট রাইডার্স। তবে, প্রথম ম্যাচের থেকে বড় প্রশ্ন হতে চলেছে এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে কি কোনো উদ্বোধনী অনুষ্ঠান হবে ? কে মাতাবেন মঞ্চ ?

জানা গিয়েছে, আসন্ন আইপিএল ২০২৫ (IPL 2025) -এর প্রথম ম্যাচের আগেই জমকালো অনুষ্ঠান হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। সূত্রের খবর, এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে হাজির থাকবেন বলিউড সেলিব্রেটিরা। বিখ্যাত অভিনেতা বরুণ ধাওয়ান, অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের মতন বলিউড তারকাদের এদিন মঞ্চ মাতাতে দেখতে পাওয়া যাবে। তবে এখানেই শেষ নয়, এদিন বিশেষ আকর্ষণ হতে চলেছে অরিজিৎ সিংয়ের শো। এর আগেও, ২০২৩ সালের আইপিএলে মঞ্চ মাতিয়ে ছিলেন অরিজিৎ, আবার একবার বাংলার ছেলে বাংলার মাঠেই মঞ্চ মাতাবেন।

Read More: IPL 2025: ৩ টি শক্তিশালী দিক যার জন্য পাঞ্জাব কিংসের হাতে উঠবে আইপিএল ট্রফি !!

উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে এই তারকাদের

Shraddha Kapoor, Varun Dhawan, and Arijit Singh, IPL 2025
Shraddha Kapoor, Varun Dhawan, and Arijit Singh | IMAGE: GETTY IMAGES

এখানেই শেষ নয়, বোর্ড এবারের আইপিএলকে বেশ জাকজমকপূর্ণ করতে আরও কিছু ভাবনা আনতে চলেছে। যদিও, পুরোটা এখনও চূড়ান্ত হয়নি। দিন দুয়েকের মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। শুধু বরুণ, শ্রদ্ধা কিংবা অরিজিৎ নন, বলিউডের আরও তারকাদের দিয়ে এদিন পারফর্ম করানোর কথা ভাবতে শুরু করে দিয়েছে বোর্ড। তবে এর কাদের কে এদিন দেখতে পাওয়া যাবে, তা সময়ই বলবে। তবে সব মিলিয়ে এক জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান দেখতে চলেছে ইডেন।

এমনকি, ক্রিকেট এসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি স্নেহাসিস গাঙ্গুলি উদ্বোধনী ম্যাচ নিয়ে বেশ উৎসাহী এবং তিনি ভক্তদের উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য তৈরি থাকতে বলছেন। যদিও, বেশি সময় ধরে চলবে না এই অনুষ্ঠান, জানা গিয়েছে মোটামুটি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট চলতে পারে এই অনুষ্ঠান। শুধু যে ইডেনেই উদ্বোধনী অনুষ্ঠান হবে তা নয়,  জানা গিয়েছে প্রতিটি ভেন্যুতেই প্রথম ম্যাচ গুলিতে উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে।

Read Also: IPL 2025: ট্রফি জিততে নতুন কৌশল অবলম্বন করেছেন প্রীতি জিন্টার পাঞ্জাব, চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *