IPL 2025: ২০২৪ সালে দুর্দান্ত ক্রিকেট খেলে আইপিএল (IPL) ট্রফি ঘরে তুলেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। ২০২৫-এও তাদের থেকে প্রত্যাশা পাহাড়প্রমাণ। অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর মত বড়সড় রদবদল দেখা গিয়েছে নাইট শিবিরের অন্দরেও। দল ছেড়েছেন মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তিনি বর্তমানে টিম ইন্ডিয়ার হেড কোচ। ট্রফিজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারও হাতছাড়া হয়েছে বেগুনি-সোনালী শিবিরের। নক-আউটের নায়ক মিচেল স্টার্ককেও ধরে রাখা যায় নি। গত ২৪ ও ২৫ নভেম্বরের মেগা নিলামে নতুন করে দল সাজানোর পথে হেঁটেছেন শাহরুখ খান, ভেঙ্কি মাইশোর’রা। গতবারের স্কোয়াডের ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), অঙ্গকৃষ রঘুবংশী, অনুকূল রয়, রহমানুল্লাহ গুরবাজদের ফেরানো হয়েছে। এছাড়াও নাইট শিবিরে ঠাঁই পেয়েছেন মঈণ আলি, ক্যুইন্টন ডি কক, অনরিখ নর্খিয়ারাও (Anrich Nortje)।
Read More: IND vs ENG 1st T20i: অভিষেক-তিলক বর্মা ওপেনিং-এ, টিম ইন্ডিয়ার একাদশে এন্ট্রি মহম্মদ শামির !!
ছিটকে গেলেন চোটে জর্জরিত নর্খিয়া-
জেড্ডায় আইপিএলের (IPL) মেগা নিলামে ৬.৫০ কোটি টাকায় দক্ষিণ আফ্রিকার অনরিখ নর্খিয়াকে (Anrich Nortje) দলে নিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স। মিচেল স্টার্কের বদলি হয়ে উঠবেন প্রোটিয়া পেসার, আশায় ছিলেন সমর্থকেরা। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে পিঠের চোট। আগামী মাসের চ্যাম্পিয়ন্স ট্রফি (CTY 2025) থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন তিনি। পাকিস্তানের মাঠে দেখা যাবে না তাঁকে। অনিশ্চিত ২০২৫-এর আইপিএলেও (IPL)। প্রোটিয়া ক্রিকেট নিয়ামক সংস্থা বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, “সোমবার স্ক্যানের পর বোঝা গিয়েছে যে অনরিখ নর্খিয়ার চোট বেশ গুরুতর। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওর সেরে ওঠার কোনো সম্ভাবনা নেই।” পেস তারকাকে রেখেই স্কোয়াড ঘোষণা করেছিলো দক্ষিণ আফ্রিকা। যথাসময়ে তাঁর বদলির নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
শারীরিক সক্ষমতা বাড়ানো ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কেরিয়ার দীর্ঘতর করার লক্ষ্যে ২০২৪-২৫ মরসুমে টেস্ট মরসুমে বিরতি নিয়েছিলেন নর্খিয়া (Anrich Nortje)। দেশের জার্সিতে তাঁর মাঠে ফেরার কথা ছিলো পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে। কিন্তু নেটে ব্যাটিং অনুশীলনের সময় ডেভিড মিলারের ইয়র্কারে পায়ের আঙুল ভাঙে তাঁর। খেলতে পারেন নি বাবর আজমদের বিরুদ্ধে। সেই চোটের ধাক্কা সামলে ওঠার আগেই পিঠের সমস্যা কাবু করলো তাঁকে। চোট-আঘাত বরাবরই ভুগিয়েছে নর্খিয়া (Anrich Nortje)। বিশ্বের অন্যতম দ্রুততম বোলার সত্ত্বেও ওডিআই বিশ্বকাপ খেলতে পারেন নি তিনি। ২০১৯ সালে হাতের বুড়ো আঙুল ভাঙায় ছিটকে যান, ২০২৩-এ পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে ভারতের মাঠে বিশ্বকাপ খেলা হয় নি তাঁর। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশের প্রতিনিধিত্ব করাও আর হলো না নর্খিয়ার।
চোটের কবলে সম্ভাব্য বিকল্প’ও-
আহত অনরিখ নর্খিয়ার (Anrich Nortje) বিকল্প খুঁজতে গিয়ে হিমশিম দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সংস্থা। জেরাল্ড ক্যুৎসিয়ের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে বলে শোনা যাচ্ছিলো। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণার সময় কোচ রব ওয়াল্টার উল্লেখও করেছিলেন ক্যুৎসিয়ের (Gerald Coetzee) নাম। কিন্তু SA20 ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট খেলাকালীন চোটের কবলে পড়েছেন তরুণ পেস বোলিং অলরাউন্ডারও। তাঁর হ্যামস্ট্রিং-এ টান ধরেছে। এক মাসের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। ক্যুৎসিয়ে যদি খেলতে না পারেন তাহলে করবিন বশ, ওর্টনিল বার্টম্যান বা কোয়েনা মাপাখাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ দেওয়া হতে পারে। পক্ষান্তরে নর্খিয়ার বদলি বেছে নেওয়ার ক্ষেত্রে ধীরে চলো নীতি নিয়ে নাইট রাইডার্স। আইপিএলের (IPL) আগে যদি সত্যিই সুস্থ হয়ে না ওঠেন তিনি, সেক্ষেত্রে বিকল্পের অনুসন্ধান করবে তারা।