ipl 2025
RR vs CSK | Image: Getty Images

IPL 2025: আইপিএল (IPL) অভিযানের শুরুটা মোটেই ভালো হয় নি রাজস্থান রয়্যালসের। হায়দ্রাবাদের মাঠে প্রথম ম্যাচে ৪৪ রানের ব্যবধানে হেরেছিলো তারা। গত বুধবার কলকাতার বিরুদ্ধেও তারা পারে নি বিশেষ সুবিধা করতে। গুয়াহাটিতে পাঁচ উইকেটের ব্যবধানে হাতছাড়া হয় ম্যাচ। পয়েন্টস টেবিলে সবার নীচে থাকা রাজস্থানের সামনে আজ ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয়ই পাখির চোখ তাদের। বরসাপাড়ায় আজ টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্দান্ত নিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। শুরুতেই ধাক্কা খেয়েছিলো রয়্যালস শিবির। দ্রুত সাজঘরের পথ ধরেন যশস্বী জয়সওয়াল। চাপ কাটিয়ে এরপর তাদের লড়াইতে ফেরান নীতিশ রাণা। গোলাপি জার্সিতে আজ জ্বলে উঠলেন প্রাক্তন নাইট। ধুন্ধুমার ইনিংস খেলেন তিনি। রিয়ান পরাগ, হেটমায়ারদের ক্যামিও রাজস্থানকে পৌঁছে দিলো ৯ উইকেটের বিনিময়ে ১৮২ রানে।

Read More: IPL 2025: “ফ্লাওয়ার নয়, ফায়ার…” নীতিশ রাণা’র ব্যাটে রানের বৃষ্টি, হইচই সোশ্যাল মিডিয়ায় !!

রুদ্রমূর্তি রাণা’র, করলেন অর্ধশতক-

Nitish Rana | IPL | Image: Getty Images
Nitish Rana | IPL | Image: Getty Images

যশস্বী জয়সওয়ালের হলো টা কি? এই প্রশ্নেরই এখন উত্তরের সন্ধানে সকলে। অস্ট্রেলিয়া সফরে চমৎকার খেলেছিলেন তরুণ তুর্কি। কিন্তু নয়া বছরের গোড়া থেকেই ফর্ম সমস্যায় ভুগছেন তিনি। রঞ্জিতে রান পান নি। ওয়ান ডে অভিষেকেও হতাশ করেছিলেন। এবার আইপিএলেও (IPL) ব্যর্থতার সেই ধারাবাহিকতাই বজায় রয়েছে। সানরাইজার্সের বিপক্ষে করেন ১, কলকাতার বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছিলো ২৯ রান। আজও ৪-এর বেশী এগোতে পারলেন না তিনি। খলিল আহমেদের বলে ক্যাচ দিয়ে বসেন রবিচন্দ্রণ অশ্বিনের হাতে। ইনিংসের চতুর্থ বলে উইকেট খুইয়ে বসা রাজস্থান পড়েছিলো বিপর্যয়ের মুখে। কিন্তু আজ ত্রাতা হয়ে দাঁড়াতে দেখা গেলো নীতিশ রাণা’কে। আগ্রাসী ইনিংস খেলে প্রতিপক্ষের উপরেই পালটা চাপ দেওয়ার কৌশল অবলম্বন করলেন বাম হাতি ব্যাটার। ১৬ বলে ২০ করে সঞ্জু আউট হওয়ার পরেও আক্রমণ জারি রাখেন তিনি।

খলিল আহমেদ, রবিচন্দ্রণ অশ্বিনদের বলে একের পর এক চার-ছক্কা হাঁকাতে দেখা গেলো নীতিশ রাণাকে। কিছুদিনের মধ্যেই যমজ সন্তান আসতে চলেছে তাঁর ঘরে। ২১ বলে অর্ধশতকের মাইলস্টোন পেরিয়ে আসন্ন সন্তানদের উৎসর্গ করে বিশেষ সেলিব্রেশন করতে দেখা গেলো তাঁকে। যেভাবে এগোচ্ছিলেন তিনি, তাতে মনে হচ্ছিলো যে সহজেই ২০০ পেরোবে রাজস্থান। কিন্তু বাদ সাধেন অশ্বিন। তাঁর ফ্লাইটের ফাঁদে পা দিয়ে বসেন রাণা। বল দস্তানাবন্দী করে স্টাম্প ভাঙতে কোনো ভুল করেন নি মহেন্দ্র সিং ধোনি। ৩৬ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংসে দাঁড়ি পড়ে ১২তম ওভারে। ১০ টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান তিনি। রাণা আউট হওয়ার পরেই রানের গতি স্লথ হয়ে এসেছিলো রাজস্থানের। ধ্রুব জুরেল (৩) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা’কে (৪) ব্যাটিং অর্ডারে উপরের দিকে তুলে এনেছিলেন কোচ দ্রাবিড়। কিন্তু কাজে আসে নি সেই ফাটকা।

নজর কাড়েন নূর ও পাথিরাণা-

Matheesha Pathirana | IPL | Image: Getty Images
Matheesha Pathirana | IPL | Image: Getty Images

ব্যাট হাতে লড়াই চালিয়ে গেলেন রিয়ান পরাগ। গত দুটি ম্যাচে বিশেষ রানের মুখ দেখেন নি তিনিও। আজ আভাস দিলেন ছন্দে ফেরার। ২৮ বল খেলে ৩৭ করেন কার্যনির্বাহী অধিনায়ক। ১৪ বলে ১৯ করেন শিমরণ হেট্মায়ার’ও। কিন্তু ২০০ পেরোতে হলে যে ধুন্ধুমার ব্যাটিং-এর প্রয়োজন ছিলো, তা আজ দেখা যায় নি দু’জনের কারও থেকেই। লোয়ার অর্ডারে কুমার কার্তিকেয়, জোফ্রা আর্চারদের ব্যাট থেকেও মেলে নি বিশেষ কার্যকরী অবদান। চেন্নাই জার্সিতে বল হাতে আরও একবার নজর কাড়লেন আফগানিস্তানের চায়নাম্যান নূর আহমেদ। ২৮ রানের বিনিময়ে ২ উইকেট নিলেন তিনি। মিচেল স্টার্ককে সরিয়ে বেগুনি টুপির মালিক এখন নূর’ই। ২৮ রানের বিনিময়ে জোড়া উইকেট মাথিশা পাথিরাণারও। ২টি সাফল্য পেয়েছেন খলিল আহমেদ। তবে তিনি খরচ করেছেন ৩৮ রান। রবিচন্দ্রণ অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঝুলিতে গিয়েছে একটি করে উইকেট।

Also Read: IPL 2025: স্টার্কের পঞ্চবাণে দিশাহারা সানরাইজার্স, দিল্লীর বিরুদ্ধে ৭ উইকেটে হার কামিন্সবাহিনীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *