ipl-2025-nita-ambani-reacts-to-hardik-dismissal

IPL 2025: দিনকয়েক আগে দিল্লী ক্যাপিটালসের (DC) ডেরায় গিয়ে তাদের অপরাজিত তকমা কেড়ে নিয়ে এসেছিলো মুম্বই ইন্ডিয়ান্স (MI)। আজ নিজেদের ঘরের মাঠ ওয়াংখেড়েতেও সাফল্যের সেই ধারা অব্যাহত রাখলেন সূর্যকুমার যাদব, রোহিত শর্মা’রা। গত আইপিএলের (IPL) রানার্স-আপ সানরাইজার্স হায়দ্রাবাদকে (SRH) তারা হারালো ৪ উইকেটের বিনিময়ে। ম্যাচে আগাগোড়া দাপট ছিলো মুম্বইয়েরই। টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো তারা। অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড সম্বলিত ‘অরেঞ্জ আর্মি’ ব্যাটিং লাইন-আপ’কে ১৬২-এর বেশী এগোতে দেন নি উইল জ্যাকস, জসপ্রীত বুমরাহরা। রান তাড়া করতে নেমে কার্যকরী অবদান রাখেন রোহিত (Rohit Sharma), রিকলটন, সূর্য, উইল জ্যাকস-সকলেই। শেষমেশ ১১ বল বাকি থাকতে ২ পয়েন্ট নিশ্চিত করে ফেলেন পাঁচ বারের চ্যাম্পিয়নরা।

Read More: “সাইলেন্সার চুপ হয়ে গেছে…” মুম্বইয়ের বিরুদ্ধে টুর্নামেন্টের পঞ্চম পরাজয় সানরাইজার্সের, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

আজ মাঠে ফের একবার অনবদ্য পারফর্ম করতে দেখা গেলো হার্দিক পান্ডিয়াকে। প্রতিপক্ষ দলের ওপেনার অভিষেক শর্মা’কে আউট করে মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথম সাফল্য এনে দিয়েছিলেন তারকা অলরাউন্ডার। ব্যাট হাতেও মাত্র ৯ বলে ২১ রান করে জয়কে ত্বরান্বিত করলেন অধিনায়ক। ম্যাচ অবশ্য ‘ফিনিশ’ করে আসতে পারেন নি তিনি। অষ্টাদশতম ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফিরতে হয় তাঁকে। হার্দিকের (Hardik Pandya) আউটের পর মুম্বই ইন্ডিয়ান্স মালকিন নীতা আম্বানির প্রতিক্রিয়া বেশ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এহসান মালিঙ্গার লো ফুলটসে ব্যাট চালিয়েছিলেন হার্দিক। তাঁর শট মাঠ পেরিয়ে আছড়ে পড়বে গ্যালারিতে, ধরেই নিয়েছিলেন নীতা আম্বানি (Nita Ambani)। পুত্র আকাশের সাথে সেলিব্রেশনও শুরু করে দিয়েছিলেন। কিন্তু ডিপ মিড উইকেটে তা ঈশান কিষণের হাতে জমা পড়তেই বেশ চমকে যান তিনি। মাঝপথেই রাশ টানতে হয় সেলিব্রেশনে।

হার্দিক (Hardik Pandya) যখন সাজঘরে ফেরেন তখন মুম্বই ইন্ডিয়ান্সের স্কোরবোর্ডে ১৬২ রান। জয়ের জন্য প্রয়োজন আর এক। এক-দুই বলের মধ্যেই জয় আসবে,ধরে নিয়েছিলেন সমর্থকেরা। কিন্তু তাদের অপেক্ষা দীর্ঘতর হলো এহসান মালিঙ্গার জন্য। আইপিএল (IPL) ইতিহাসে অন্যতম সেরা ওভারটা করতে দেখা গেলো লঙ্কান তরুণকে। অষ্টাদশতম ওভারে আর একটি রান’ও খরচ করেন নি তিনি। বরং পঞ্চম ডেলিভারিতে নমন ধীরকে (Naman Dhir) ফিরিয়ে ‘অরেঞ্জ আর্মি’র হারের ব্যবধান কমান তিনি। শেষমেশ ১৯তম ওভারের প্রথম বলে জিশান আনসারিকে রিভার্স স্যুইপ মেরে ২ পয়েন্ট নিশ্চিত করেন তিলক বর্মা। বাম হাতি তরুণ আজ অপরাজিত রইলেন ১৭ বলে ২১ রান করে। হায়দ্রাবাদেই জন্ম ও বেড়ে ওঠা তিলকের। কাকতালীয় ভাবে তাঁর উইনিং স্ট্রোকেই আজ হারতে হলো হায়দ্রাবাদকে।

দেখে নিন নীতা আম্বানির প্রতিক্রিয়া-

Also Read: IPL 2025: ওয়াংখেড়েতে বেসামাল সানরাইজার্স, টানা দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়ালো মুম্বই ইন্ডিয়ান্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *