IPL 2025: বাদ হার্দিক পান্ডিয়া, চেন্নাইয়ের বিরুদ্ধে নতুন অধিনায়ক ঘোষণা করলো মুম্বই ইন্ডিয়ান্স !! 1

IPL 2025: আইপিএলের প্রতিটি মরসুমেই মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মতো সফল দলের ওপর ক্রিকেটপ্রেমীদের নজর থাকে। গত বছর ভালো পারফর্মেন্স করতে না পারলেও এই বছর ঘুরে দাঁড়িয়ে তারা চমক দেবে বলে ভক্তরা মনে করছেন। তবে প্রথম গুরুত্বপূর্ণ ম্যাচেই মুম্বাই হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) পাবে না। ফলে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিপক্ষে এবার নতুন অধিনায়কের নাম প্রকাশ করা হলো। গত বছর ধীরগতির ওভার-রেটের জন্য অভিযুক্ত হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে প্রথম ম্যাচে অনুপস্থিত থাকতে চলেছেন। তার বদলে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) চেন্নাইয়ের বিপক্ষে নেতৃত্ব দিতে দেখা যাবে।

প্রথম ম্যাচে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব-

IPL 2025: বাদ হার্দিক পান্ডিয়া, চেন্নাইয়ের বিরুদ্ধে নতুন অধিনায়ক ঘোষণা করলো মুম্বই ইন্ডিয়ান্স !! 2
Suryakumar Yadav | Image: Getty Images

গত বছর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ১৪ ম্যাচের মধ্যে ১০ টি ম্যাচেই হারের সম্মুখীন হয়ে লিগ পর্ব থেকে বিদায় নেয়। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ধারাবাহিকভাবে ধীরগতির ওভার-রেটে জন্য অভিযুক্ত হওয়ায় তার ম্যাচ ফি-এর ৩০ শতাংশ কেটে নেওয়া হয়েছিল। ফলে এই বছর তিনি টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে মাঠে নামতে পারবেন না। তাই চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ক হিসাবে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) নেতৃত্ব দিতে দেখা যাবে। বুধবার এক সংবাদ সম্মেলনে দলের প্রধান কোচ মহেলা জয়াবর্ধনে (Mahela Jayawardene) সূর্যকুমার যাদবের নেতৃত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “আমাদের অফিশিয়ালি জানানো হয়েছে যে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এই বছর আইপিএল এর প্রথম ম্যাচ খেলতে পারবেন না।” উল্লেখ্য ২৩ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্স এই বছর আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের (MI vs CSK) বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে।

Read More: IPL 2025: রাহানের নেতৃত্বে একাদশে অনিশ্চিত ভেঙ্কটেশ আইয়ারের জায়গা, মরসুম শুরুর আগেই শুরু গুঞ্জন !!

আত্মবিশ্বাসী হার্দিক পান্ডিয়া-

IPL 2025: বাদ হার্দিক পান্ডিয়া, চেন্নাইয়ের বিরুদ্ধে নতুন অধিনায়ক ঘোষণা করলো মুম্বই ইন্ডিয়ান্স !! 3
Hardik Pandya | Image: Getty Images

গতকাল মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়া প্রাক-মরসুম সংবাদ সম্মেলনে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) অনেকটাই আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। তিনি দলের অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) নিয়েও উৎসাহ প্রকাশ করেন। ভারতীয় তারক অলরাউন্ডার বলেন,“সূর্যকুমার ভারতীয় দলকে নেতৃত্ব দেন। ফলে আমি যখন দলে নেই অবশ্যই উনি এই পদের জন্য সবচেয়ে আদর্শ পছন্দ।” হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) আরও বলেন, “গত বছর যা ঘটেছে তা ক্রিকেটেরই অংশ। এই বিষয়টি আমার নিয়ন্ত্রণের বাইরে। গত বছর আমরা শেষ ওভারটি ২ থেকে ২.৫ মিনিট দেরিতে শেষ করেছিলাম। সেই সময় আমি এই পরিণতির বিষয়ে জানতাম না। দুর্ভাগ্যজনক হলেও নিয়ম তাই প্রক্রিয়াটি মেনে চলতে হবে। পরবর্তী মরসুমে এই শাস্তি অব্যাহত থাকবে কিনা তা সম্পূর্ণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওপর নির্ভর করে।” হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) আরও বলেন যে এই বছর নতুন করে ঘুরে দাঁড়াতে হলে তাদের ভালো ক্রিকেট খেলতে হবে। তিনি বলেন, “এটা কোনো রকেট সায়েন্স নয়। আমাদের শুধু হাসিমুখে ভালো ক্রিকেট খেলতে হবে। একে অপরের সঙ্গে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে এবং একে অপরকে সমর্থন করতে হবে।”

Also Read: IPL 2025: দলের দায়িত্বে নয়া অধিনায়ক, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একাদশে প্রাধান্য পাচ্ছে অভিজ্ঞতাই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *