IPL 2025: চেন্নাইয়ের বিরুদ্ধে বাদ পড়ছেন নারাইন, বিকল্প খুঁজে নিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত !! 1

IPL 2025: গত মরসুমে দাপুটে ক্রিকেট খেলে আইপিএল (IPL) জিতেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। ব্যাটিং,বোলিং ও ফিল্ডিং-ক্রিকেটের তিন বিভাগেই অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলির থেকে বেশ খানিকটা এগিয়ে ছিলো তারা। স্বাভাবিক কারণেই এই বছরই তাদের নিয়ে প্রত্যাশা ছিলো আকাশছোঁয়া। তবে পাঁচটি ম্যাচ খেলা হয়ে গেলেও অষ্টাদশতম আইপিএলে সেই প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেন নি অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং-রা। ৩টি হার ও ২টি জয় তাঁদের ঝুলিতে। লীগ তালিকায় আপাতত নাইটদের স্থান ছয় নম্বরে। দ্রুত ছন্দে না ফিরতে পারলে প্লে-অফ যে অনেক দূরে সরে যাবে তা বুঝতে পারছেন সমর্থকেরা। চাপ বাড়ছে টিম ম্যানেজমেন্টের উপরেও। আজ মরসুমের ষষ্ঠ ম্যাচে কলকাতা নামছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। সাফল্যের সন্ধানে স্ট্র্যাটেজিতে রদবদল করতে পারে তারা। বাদ দিতে পারে সুনীল নারাইনকে (Sunil Narine)।

Read More: IPL 2025 CSK vs KKR Preview: জয়ের সরণিতে ফিরতে মরিয়া চেন্নাই, চেপকে নাইটদের ‘পাখির চোখ’ও দুই পয়েন্ট !!

বাদ পড়তে পারেন সুনীল নারাইন-

Sunil Narine | IPL | Image: Getty Images
Sunil Narine | IPL | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্সের (KKR) তৃতীয় ট্রফি জয়ের অন্যতম নায়ক ছিলেন সুনীল নারাইন (Sunil Narine)। ক্যারিবিয়ান তারকাকে ওপেনার হিসেবে ব্যবহার করেছিলেন তৎকালীন মেন্টর গৌতম গম্ভীর। ব্যাট হাতে রীতিমত ঝড় তুলেছিলেন তিনি। বেগুনি-সোনালী জার্সিতে ২০২৪-এ সর্বোচ্চ রানের মালিকও হয়েছিলেন তিনি। ১৫ ম্যাচে প্রায় ৩৫ গড় ও ১৬৯ স্ট্রাইক রেটে করেন ৪৮৮। একটি শতরান ও ৩টি অর্ধশতক’ও ছিলো ঝুলিতে। ব্যাটিং-এর পাশাপাশি বল হাতেও নারাইন হয়ে উঠেছিলেন বিধ্বংসী। ১৭ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। ২০২৫-এ কলকাতার (KKR) ডাগ-আউটে নেই গম্ভীর। আইপিএল ছেড়ে তিনি পা রেখেছেন আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায়। এই মুহূর্তে টিম ইন্ডিয়ার কোচ তিনি। গম্ভীরের বিদায়ের সাথে সাথে ফর্ম’ও যেন ত্যাগ করেছে নারাইনকে। চলতি মরসুমে এখনও অবধি হতাশই করেছেন তিনি।

আইপিএলের (IPL) উদ্বোধনী ম্যাচে ৪৪ রান করেছিলেন নারাইন। কিন্তু বল হাতে একটির বেশী উইকেট পান নি। অসুস্থতার কারণে রাজস্থানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটি খেলতে পারেন নি। একাদশে ফেরেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ওয়াংখেড়েতে অত্যন্ত হতাশাজনক ছিলো তাঁর পারফর্ম্যান্স। শূন্য করে আউট হন। ৩২ রান খরচ করার পরেও তুলতে পারেন নি একটিও উইকেট। অফ ফর্ম কাটে নি সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধেও। ৭-এর বেশী এগোতে পারেন নি ব্যাট হাতে। এরপর বল হাতে জোটে কেবল ১টি মাত্র উইকেট। লক্ষ্ণৌ’র বিরুদ্ধেও চেনা ছন্দে পাওয়া যায় নি নারাইনকে (Sunil Narine)। ৩০ রানের ইনিংস খেললেও হাইস্কোরিং ম্যাচে একটি উইকেটও তুলতে পারেন নি তিনি। অফ ফর্মে থাকা নারাইনকে চেন্নাইয়ের বিরুদ্ধে বয়ে নাও বেড়াতে পারে কলকাতা। একাদশ থেকে বাদ পড়তে পারেন তিনি।

বিকল্প হিসেবে দেখা যাবে মঈন’কে-

Moeen Ali and Ajinkya Rahane | IPL | Image: Getty Images
Moeen Ali and Ajinkya Rahane | IPL | Image: Getty Images

সুনীল নারাইনের (Sunil Narine) বদলে আজ চেন্নাইয়ের বিরুদ্ধে দেখা যেতে পারে মঈন আলিকে (Moeen Ali)। ইংল্যান্ডের স্পিন বোলিং অলরাউন্ডার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথমবার গায়ে চাপিয়েছিলেন বেগুনি-সোনালী জার্সি। নারাইন না থাকায় তাঁকে ওপেন করতে পাঠিয়েছিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টর ডোয়েন ব্র্যাভো। অনভ্যস্ত পজিশনে সফল হন নি তিনি। তবে বল হাতে পুষিয়ে দিয়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার। মাত্র ২৩ রানের বিনিময়ে তুলে নেন ২ উইকেট। এরপর সানরাইজার্স ম্যাচেও মাঠে নেমেছিলেন। কিন্তু ব্যাটিং বা বোলিং-কিছুরই সুযোগ পান নি। আজ তৃতীয় বার তাঁর উপর আস্থা রাখতে পারে কলকাতা। ২০২১ থেকে ২০২৪ অবধি চেন্নাইয়ের হয়ে মোট ৪৮টি ম্যাচ খেলেছেন মঈন। চেপকের বাইশ গজকে চেনেন ভালো করে। তাঁর সেই অভিজ্ঞতাকে আজ কাজে লাগানোর পরিকল্পনা থাকতে পারে নাইট রাইডার্সের।

Also Read: IPL 2025 CSK vs KKR: ঋতুরাজের পরিবর্তে অধিনায়ক ধোনি, নাইটদের বিরুদ্ধে নতুন উদ্যমে মাঠে নামতে তৈরি চেন্নাই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *