IPL 2025: দুরন্ত একটি ম্যাচের পরিসমাপ্তি ঘটলো আজ মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যে। রুদ্ধশ্বাস ম্যাচে জয় ছিনিয়ে নিলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। শুরুতেই ফিলিপ সল্টকে ট্রেন্ট বোল্ট দুরন্ত বলে দুরন্ত একটি ইয়র্কারে প্যাভিলিয়নে ফেরান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে আজকের ম্যাচে আগ্রাসী ব্যাটিং করতে দেখা গিয়েছে বিরাট কোহলি (Virat Kohli) এবং দেবদত্ত পদ্দিকালকে। এবং বিরাট কোহলি। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে দেখা গিয়েছিল দুজনকেই পাওয়ার প্লের ভিতরেই ৭৩ রান বানিয়ে দিয়েছিলেন দুজনেই।
মুম্বাইয়ের বিরুদ্ধে বড় রান বানায় RCB

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে দুরন্ত একটি ক্যামিও খেলেন দেবদত্ত, ৩ টি চার এবং ২ টি চারের মাধ্যমে ৩৭ রানের ইনিংস খেলেন। আজ ওয়াঙখেড়েতে চেনা ছন্দে দেখতে পাওয়া গেল বিরাট কোহলিকে। ব্যাট হাতে কিং কোহলি ৬৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ক্যাপ্টেন রজত পতিদার ৩২ বলে ৫টি চার এবং ৪ টি ছক্কায় ৬৪ রানের দুরন্ত একটি ইনিংস খেলেছিলেন। শেষের দিকে জিতেশ শর্মার ব্যাট থেকে ১৯ বলেই ৪০ রানের একটি দ্রুত ইনিংস দেখতে পাওয়া গিয়েছিলো। নির্ধারিত ২০ ওভারে ২২১ রান বানাতে সক্ষম হয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট (Trent Boult) এবং হার্দিক পান্ডিয়া।
Read More: IPL 2025: একাদশে একাধিক ব্যর্থ ব্যাটার, তবু এই অভিজ্ঞ তারকাকে নিয়ে মাথাই ঘামাচ্ছেন না KKR কর্মকর্তারা !!
মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে ওপেনিং করতে এসে আবার একবার জলদি উইকেট হারিয়ে ফেলেন রোহিত শর্মা। রোহিত মাত্র ১৭ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ৯ বলে রোহিত ১৭ বানিয়ে যশ দয়ালের বলে প্যাভিলিয়নে ফেরেন। এমনকি রিয়ান রিকেলটন ১৭ বানিয়েই সাজঘরে ফেরেন। ব্যাঙ্গালুরুর হয়ে গত সিজিনে মঞ্চ মাতানো উইল জ্যাক্স আজকের ম্যাচেও প্রভাব ফেলতে পারলেন না। ২২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ভাইস ক্যাপ্টেন সূর্যকুমারের ব্যাট ছিল আজ নিতান্তই শান্ত। ২৬ বলে মাত্র ২৮ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েচ্ছে তাকে।
১২ রানে ম্যাচ জিতলো কোহলিরা

পাঁচে ব্যাটিং করতে এসে তিলক ভার্মা দুরন্ত একটি ইনিংস খেলেন, ২৯ বলে ৪ টি চার ও ৪ টি ছক্কায় ৫৬ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া ২৮০ স্ট্রাইক রেটে ১৫ বলে ৪২ রানের ইনিংস খেলেন। শেষ দুই ওভারে ম্যাচ জিততে ২৮ রানের প্রয়োজন ছিল, তবে হার্দিককে নিজের শেষ ওভারে আউট করেন জোশ হ্যাজেলউড। শেষের দিকে নমন ধীরের ৮ বলে ১১ এবং স্যান্টনারের ৪ বলে ৮ রানের ইনিংস বিফলে গিয়েছে। ২০ ওভারে ২০৯ রান বানাতে সক্ষম হয় মুম্বাই। ১২ রানে জয় ১০ বছর পর ওয়ানখেড়েতে মুম্বই বধ করলো RCB ।