IPL 2025: এই বছর আইপিএলের ২০ তম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Mumbai Indians vs Royal Challengers Bangaluru)। এই ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঘরের মাঠে জয় তুলে নিতে চাইছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এখনও পর্যন্ত ৪ ম্যাচের মধ্যে ৩ ম্যাচেই হারের সম্মুখীন হয়েছে মুম্বাই। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চলতি আইপিএলে ৩ ম্যাচের মধ্যে ২ ম্যাচে বিশাল জয় ছিনিয়ে নিয়ে বর্তমানে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। ফলে এই ম্যাচ ঘিরে ক্রিকেট ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে।
IPL 2025 ম্যাচের সময়সূচি-

মুম্বাই ইন্ডিয়ান্স (MI) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)
ম্যাচ নং- ২০
তারিখ- ০৭/০৪/২০২৫
ভেন্যু- ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই
সময়- সন্ধ্যা ৭:৩০ টায় (ভারতীয় সময়)
ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ রিপোর্ট-

ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে মূলত ব্যাটসম্যানরা বড়ো ইনিংস গড়ার ক্ষেত্রে সাহায্য পেয়ে থাকেন। কিন্তু চলতি আইপিএলে এই পিচে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স প্রথম ইনিংসে ১১৬ রানে অলআউট হয়ে গিয়েছিল। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স ১২.৫ ওভারেই প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। এখনও পর্যন্ত ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের ১১৯ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে ৫৪ ম্যাচে প্রথমে ব্যাটিং করা দল এবং ৬৫ ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল জয়লাভ করেছে। এই মাঠের প্রথম ইনিংসের গড় রান ১৭০।
Read More: দুঃখের পাহাড় ভেঙ্গে পড়লো মুম্বই ইন্ডিয়ান্সের উপর, চোটের কারণে ছিটকে যাচ্ছেন রোহিত শর্মা !!
মুম্বাইয়ের আবহাওয়ার পূর্বাভাস-

সোমবার মুম্বাইয়ের আকাশ সম্পূর্ণ রৌদ্রোজ্জ্বল থাকবে। সন্ধ্যার সময় ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। দিনের বেলায় মুম্বাইয়ের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পোঁছে যাবে বলে মনে করা হচ্ছে। তবে তাপমাত্রা মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ চলাকালীন ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৫২ শতাংশ। ম্যাচ চলাকালীন বাতাস বইবে গড়ে ঘন্টায় ১৯ কিমি বেগে।
MI vs RCB হেড টু হেড-

আইপিএলে হাইভোল্টেজ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মোট ৩৩ বার একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৯ বার মুম্বাই এবং ১৪ বার বেঙ্গালুরু জয়লাভ করেছে।
মোট ম্যাচ | মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেছে |
৩৩ | ১৯ | ১৪ |
MI vs RCB ম্যাচের লাইভ স্ট্রিমিং-
সোমবার চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গুরুত্বপূর্ণ ম্যাচটি টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলিতে ক্রিকেট ভক্তরা দেখতে পাবেন। এছাড়াও টুর্নামেন্টের ২০ তম ম্যাচটি অনলাইনে জিওহটস্টারের ওয়েবসাইট এবং অ্যাপে সরাসরি সম্প্রচারিত করা হবে।
দুই দলের সম্ভাব্য একাদশ-

মুম্বাই ইন্ডিয়ান্স
র্যায়ান রিকেলটন (উইকেটকিপার), উইল জ্যাকস, নমন ধীর, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), মিচেল স্যান্টনার, জসপ্রীত বুমরাহ, অশ্বনী কুমার, ট্রেন্ট বোল্ট, ভিগনেশ পুথুর
ইম্প্যাক্ট প্লেয়ার- দিপক চাহার, করবিন বোশ
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
বিরাট কোহলি, ফিল সল্ট, দেবদত্ত পাডিক্কল, রজত পাটিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), ক্রনাল পান্ডিয়া, টিম ডেভিড, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, যশ দয়াল
ইম্প্যাক্ট প্লেয়ার- সুয়াশ শর্মা, রসিখ সালাম