IPL 2025 MI vs KKR match Highlights: ওয়াংখেড়েতে অশ্বনী কুমারের ক্যারিশমায় ৮ উইকেটে কলকাতাকে হারালো মুম্বাই !! 1

IPL 2025: আইপিএলের আরও এক হাইভোল্টেজ ম্যাচে আজ ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচের প্রথম ইনিংসে নাইট ব্যাটসম্যানরা একের পর এক উইকেট হারিয়ে আত্মসমর্পণ করে দলকে চাপের মুখে ফেলে দেন। অভিষেক ম্যাচে ২৩ বছর বয়সী অশ্বনী কুমার বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন। ফলে ১১৬ রানে শেষ হয় কলকাতা নাইট রাইডার্সের প্রথম ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসে ওপেনার র‌্যায়ান রিকেলটনের দুরন্ত অর্ধ শতরানে ভর করে ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।

১) নাইট টপ অর্ডারের আত্মসমর্পণ-

Ipl 2025
MI vs KKR | Image: Getty Images

আজ কলকাতা নাইট রাইডার্সের হয়ে চোট সারিয়ে সুনীল নারিন কুইন্টন ডি ককের সঙ্গে ওপেনিং করতে আসেন। কিন্তু প্রথম ওভারেই ট্রেন্ট বোল্টের কাছে আবারও হার স্বীকার করে ড্রেসিং রুমের দিকে হাটা লাগান এই ক্যারিবিয়ান তারকা। তিনি আজ নাইটদের হয়ে ব্যাট হাতে খাতা খুলতে পারেননি। দিপক চাহারের করা বলে দ্বিতীয় ওভারে আশ্বনী কুমারকে ক্যাচ দিয়ে বসেন কুইন্টন ডি কক। তিনি ফেরেন মাত্র ৩ বলে ১ রান করে। এরপর মুম্বাইয়ের হয়ে অভিষেক করা অশ্বনী কুমার আজিঙ্ক রাহানের উইকেট তুলে নিয়ে চমক দেন। গুরুত্বপূর্ণ সময় তিলক বর্মাকে ক্যাচ দিয়ে দলকে আরও চাপের মুখে ফেলে দেন কেকেআর অধিনায়ক।

Read More: IPL 2025: অশ্বিনির ঝড়ে বিধ্বস্ত নাইট রাইডার্স, মৌসুমের প্রথম জয় ছিনিয়ে নিলো মুম্বাই ইন্ডিয়ান্স !!

২) ব্যর্থ নাইটদের কোটি টাকার তরকা-

এই বছর আইপিএলে ভেঙ্কটেশ আইয়ারকে ২৩.৭৫ কোটি টাকার রেকর্ড দামে কলকাতা নাইট রাইডার্স দলে ধরে রেখেছে। তবে তিনি চলমান টুর্নামেন্টে এখনো পর্যন্ত ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারেননি। উদ্বোধনী ম্যাচে মাত্র ৬ রান করে মাঠ ছেড়েছিলেন এই তারকা। আজ গুরুত্বপূর্ণ সময়েও দলের হাল ধরতে ব্যর্থ হলেন। দিপক চাহারের করা বলে উইকেটকিপার র‌্যায়ান বিকেলটনকে ক্যাচ দিয়ে ৯ বলে ৩ রান করে তিনি আউট হয়ে যান।

৩) অভিষেক ম্যাচে জাত চেনালেন অশ্বনী-

IPL 2025 MI vs KKR match Highlights: ওয়াংখেড়েতে অশ্বনী কুমারের ক্যারিশমায় ৮ উইকেটে কলকাতাকে হারালো মুম্বাই !! 2
MI vs KKR | Image: Getty Images

ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বোলিং আক্রমণে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অশ্বনী কুমার। ২৩ বছর বয়সী এই বাঁ হাতি পেসার ৩ ওভারে ২৪ রান খরচ করে ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেন। অভিজ্ঞ আজিঙ্কা রাহানের সঙ্গে, রিঙ্কু সিং, মনীশ পান্ডে, আন্দ্রে রাসেল এই তরুণ প্রতিভার সামনে কোনো উত্তর খুঁজে পাননি। রিঙ্কু এবং মনীশ পান্ডের গড়া ২৯ রানের পার্টনারশিপ ভেঙে পরপর দুজনের উইকেট সংগ্রহ করেন অশ্বনী। এরপর ক্যারিয়ান তারকা আন্দ্রে রাসের উইকেট মাত্র ৫ রানে তুলে নিয়ে কেকেআরের ব্যাটিং অর্ডারের মেরুদন্ড ভেঙে দেন।

৪) বল হাতে জ্বলে ওঠেন দিপক চাহার-

IPL 2025 MI vs KKR match Highlights: ওয়াংখেড়েতে অশ্বনী কুমারের ক্যারিশমায় ৮ উইকেটে কলকাতাকে হারালো মুম্বাই !! 3
MI vs KKR | Image: Getty Images

আজ দিপক চাহার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রথমে কুইন্টন ডি কক এবং তারপর ভেঙ্কটেশ আইয়ারের উইকেট তুলে বড়ো ধাক্কা দিয়েছিলেন। তিনি ম্যাচে ২ ওভারে ১৯ রান দিয়ে ২ টি উইকেট ঝুলিতে ভরেন। অন্যদিকে ম্যাচে একটি করে উইকেট তুলে নেন হার্দিক পান্ডিয়া, ট্রেন্ট বোল্ট, ভিগনেশ পুথুর এবং মিচেল স্যান্টনার।

৫) হাল ধরার চেষ্টা করেন রমনদীপ সিং-

IPL 2025 MI vs KKR match Highlights: ওয়াংখেড়েতে অশ্বনী কুমারের ক্যারিশমায় ৮ উইকেটে কলকাতাকে হারালো মুম্বাই !! 4
MI vs KKR | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স আজ প্রথম ইনিংসে একসময় ৮৮ রানে ৮ টি উইকেট হারিয়ে ফেলেছিল। ফলে নাইট বাহিনী ১০০ রানে পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়। কিন্তু এইরকম পরিস্থিতিতে রমনদীপ সিং নবম স্থানে ব্যাটিং করতে নেমে ১২ বলে গুরুত্বপূর্ণ ২২ রান করেন। এর ফলে কলকাতা ১১৭ রানের লক্ষ্যমাত্রা দিতে সক্ষম হয়।

৬) ঘরের মাঠেও ফ্যাকাশে রোহিত-

মাত্র ১১৭ রান তাড়া করতে নেমে ওয়াংখেড়ে স্টেডিয়ামেও ব্যাট হাতে বড়ো ইনিংস গড়তে পারলেন না রোহিত শর্মা। এই বছর আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শূন্য রানে আউট হয়েছিলেন। এরপর গুজরাটের বিপক্ষে করেন মাত্র ৮ রান। আজ শুরুটা ধরে খেলার চেষ্টা করলেও আন্দ্রে রাসেলের করা বলে হর্ষিত রানাকে ক্যাচ দিয়ে ১২ বলে ১৩ রান করে ফিরে যান রোহিত শর্মা।

৭) ব্যাট হাতে সফল রিকেলটন-

IPL 2025 MI vs KKR match Highlights: ওয়াংখেড়েতে অশ্বনী কুমারের ক্যারিশমায় ৮ উইকেটে কলকাতাকে হারালো মুম্বাই !! 5
MI vs KKR | Image: Getty Images

আজ ওপেনিং করতে নেমে র‌্যায়ান রিকেলটন দুরন্ত ব্যাটিং শুরু করেন। রোহিত শর্মা আউট হয়ে গেলে প্রথমে উইল জ্যাকস এবং পরে সূর্যকুমার যাদবের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। রিকেলটনের ব্যাট থেকে আসে ৪১ বলে অপরাজিত ৬১ রান। ফলে ১২.৫ ওভারে ৮ উইকেটে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে এই বছর আইপিএলের প্রথম জয় তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।

Read Also: IPL 2025: বিসিসিআই-এর কারণেই সঙ্কটে মুম্বই ইন্ডিয়ান্স, বুমরাহকে খুইয়ে শক্তি কমেছে ফ্র্যাঞ্চাইজির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *