IPL 2025: আইপিএলে আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে টসে জিতে হার্দিক পান্ডিয়া বোলিং করার সিদ্ধান্ত নেন। এর ফলে প্রথম ইনিংসে কলকাতার হয়ে সুনীল নারিন এবং কুইন্টন ডি কক ব্যাট করতে আসেন। কিন্তু একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় নাইট বাহিনী। মাত্র ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। তরুণ পেসার আশ্বনী কুমার বল হাতে জ্বলে ওঠেন। ফলে ১১৬ রানে শেষ হলো কলকাতা নাইট রাইডার্সে প্রথম ইনিংস।
কলকাতার ব্যাটিং বিপর্যয়-

আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে একের পর এক উইকেট হারিয়ে কলকাতা নাইট রাইডার্স প্রথম থেকেই কোণঠাসা হয়ে যায়। প্রথম ওভারের চতুর্থ বলেই জ্বলে ওঠেন ট্রেন্ট বোল্ট। ওপেনার সুনীল নারিনকে শূন্য রানে তিনি মাঠের বাইরে পাঠিয়ে দেন। এরপর দ্বিতীয় ওপেনার কুইন্টন ডি কককে ফেরান দিপক চাহার। দ্বিতীয় ওভারের প্রথম বলে আশ্বনী কুমারকে ক্যাচ দিয়ে বসেন এই দক্ষিণ আফ্রিকান তারকা। মাত্র ৩ বলে ১ রান করে ড্রেসিংরুমে হাঁটা লাগান তিনি। এরপর ২৩ বছর বয়সী আশ্বনী কুমার অভিষেক ম্যাচেই আজিঙ্ক রাহানের মত অভিজ্ঞ ব্যাটসম্যানের উইকেট তুলে নিয়ে সমর্থকদের মন জয় করে নেন। কেকেআর অধিনায়কের ব্যাট থেকে আসে মাত্র ৭ বলে ১১ রান। আজ ভেঙ্কটেশ আইয়ারেও গুরুত্বপূর্ণ সময় দলকে ভরসা দিতে পারেননি। মাত্র ৯ বলে ৩ রানে এই ব্যাটসম্যানকে আউট করেন দিপক চাহার।
অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন আশ্বনী কুমার-

আশ্বনী কুমারের মতো তরুণ প্রতিভাকে একাদশে জায়গা দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স আজকে সবচেয়ে বড়ো চমক দিয়েছে। আজিঙ্কা রাহানের সঙ্গে সঙ্গে রিঙ্কু সিং, মনিশ পান্ডে, আন্দ্রে রাসেলর মতো বিধ্বংসী ব্যাটসম্যানদের তিনি মুখ বন্ধ করে দেন। নাইট একাদশে প্রথম সুযোগ পাওয়া মনিশ পান্ডে আজ রিঙ্কু সিংয়ের সঙ্গে প্রয়োজনীয় সময় জুটি তৈরি করার চেষ্টা করছিলেন। কিন্তু ম্যাচের ১২ তম ওভারে এই বাঁ হাতি পেসার প্রথমে রিঙ্কু সিংকে ১৪ বলে ১৭ রানে আউট করে দেন। এই নাইট তারকা নমন ধীরকে ক্যাচ দিয়ে আজ আবারও ব্যর্থ হলেন। এরপর একই ওভারে সরাসরি অভিজ্ঞ মনিশ পান্ডের উইকেট উড়িয়ে দেন আশ্বনী কুমার। এর ফলে এই তরুণ পেসার ৩ ওভারে ২৪ রান দিয়ে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করে নেন অভিষেক ম্যাচে। দীপক চাহার ২ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করেছেন। একটি করে উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া, ট্রেন্ট বোল্ট, ভিগনেশ পুথুর এবং মিচেল স্যান্টনার। ব্যাটিং বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে শেষ পর্যন্ত রমনদীপ সিংয়ের ১২ বলে ২২ রানে ভর করে প্রথম ইনিংসে ১১৬ রান সংগ্রহ করেছে কলকাতা নাইট রাইডার্স।