IPL 2025: আজ আইপিএলের অন্যতম হাইভোল্টেজ মহারণে মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট টাইটান্সের (Mumbai Indians vs Gujarat Titans) বিপক্ষে মাঠে নামতে চলেছে। চলতি আইপিএলে মুম্বাই দ্বিতীয় ম্যাচে গুজরাটের বিপক্ষে ৩৬ রানে হারের সম্মুখীন হয়েছিল। বর্তমানে ১১ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে আছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। অন্যদিকে শুভমান গিলের (Shubman Gill) দল ১০ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে জয় তুলে নিয়ে শেষ চারের লড়াইয়ের অন্যতম দাবিদার হয়ে উঠেছে। ফলে আজকের ম্যাচ দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
IPL 2025 ম্যাচের সময়সূচি-

মুম্বাই ইন্ডিয়ান্স (MI) বনাম গুজরাট টাইটান্স (GT)
ম্যাচ নং- ৫৬
তারিখ- ০৬/০৫/২০২৫
ভেন্যু- ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই
সময়- সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ রিপোর্ট-

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ব্যাটসম্যানরা বিশেষভাবে সাহায্য পেয়ে থাকেন ফলে বড়ো স্কোর লক্ষ্য করা যায়। তবে ম্যাচ শুরুর প্রথম দিকে পেসাররা কিছুটা সুবিধা পাবেন। শেষ ম্যাচে এই স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে প্রথম ইনিংসে ২১৫ রান সংগ্রহ করেছিল। এই রান তাড়া করতে নেমে ঋষভ পান্থের দল ১৬১ রানে অলআউট হয়ে যায়। এখনও পর্যন্ত ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের মোট ১২১ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল ৫৬ টি ম্যাচে এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল ৬৫ টি ম্যাচে জয়লাভ করেছে। ১৭০ হলো এই স্টেডিয়ামের আইপিএলের প্রথম ইনিংসের গড় রান।
Read Also: IPL 2025: বৃষ্টিতে কপাল পুড়লো দিল্লির, লক্ষ্মীলাভ কলকাতার সহজে প্লে অফে করবে কোয়ালিফাই !!
মুম্বাইয়ের আবহাওয়ার পূর্বাভাস-

মুম্বাইয়ের আকাশ সকাল থেকেই আজ মেঘাচ্ছন্ন থাকবে। দুপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। তবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্সের ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। দিনের বেলায় আজ মুম্বাইয়ের তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। ম্যাচ চলাকালীন তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে গড়ে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৬৭ শতাংশ। ম্যাচ চলাকালীন বাতাস বইবে ঘন্টায় ১১ কিমি বেগে।
MI vs GT হেড টু হেড-

আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স ৬ টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ২ টি ম্যাচে মুম্বাই এবং ৪ টি ম্যাচে গুজরাট জয়লাভ করেছে।
মোট ম্যাচ | মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে | গুজরাট টাইটান্স জিতেছে |
০৬ | ০২ | ০৪ |
MI vs GT ম্যাচের লাইভ স্ট্রিমিং-
মঙ্গলবার আইপিএলের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি টিভিতে ক্রিকেট সমর্থকদের জন্য স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচারিত করা হবে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্সের ম্যাচটি অনলাইনে জিওহটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে সরাসরি দেখা যাবে।
দুই দলের সম্ভাব্য একাদশ-

মুম্বাই ইন্ডিয়ান্স
র্যায়ান রিকেলটন (উইকেটকিপার), রোহিত শর্মা, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, করবিন বোশ, দিপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ
ইম্প্যাক্ট প্লেয়ার- করণ শর্মা/রবিন মিঞ্জ
গুজরাট টাইটান্স
সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, সাই কিশোর, জেরাল্ড কোয়েটজি, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা
ইম্প্যাক্ট প্লেয়ার- ইশান্ত শর্মা/মহিপাল লোমরর