সমাপ্ত হলো মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের আইপিএল ২০২৫’এর (IPL 2025) ১২তম ম্যাচ। আজকের রুদ্ধশ্বাস ম্যাচে অনবদ্য বোলিং প্রদর্শন করেছেন মুম্বাই ইন্ডিয়ান্স দলের পেসাররা। আজ মুম্বইয়ের জার্সিতে অভিষেক করেন অস্বিনী কুমার। অনবদ্য বোলিং প্রদর্শন করে চার উইকেট তুলে নেন তিনি। প্রথমে ব্যাটিং করে কলকাতা নাইট রাইডার্স ১১৬ রান বানাতে সক্ষম হয়েছিল, যে রান তাড়া করতে এসে ১২.৫ ওভারেই ১২১ রান তুলে ফেলে।
১১৬ রানে গুটিয়ে যায় নাইট রাইডার্স

আজকের ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে এসে প্রথম ওভারেই সুনীল নারিনকে (Sunil Narine) বোল্ড করে দেন ট্রেন্ট বোল্ট (Trent Boult)। দ্বিতীয় ওভারেই দীপক চাহারের বলে ৩ বলে ১ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন কুইন্টন ডি কক। ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে ভালো শুরু করলেও ৭ বলে ১১ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকে। নাইট রাইডার্সের হয়ে সর্বাধিক ২৬ রানের ইনিংস খেলেন রঘুবংশী। পাওয়ার প্লের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে আসে কলকাতা।
Read More; IPL 2025: বিসিসিআই-এর কারণেই সঙ্কটে মুম্বই ইন্ডিয়ান্স, বুমরাহকে খুইয়ে শক্তি কমেছে ফ্র্যাঞ্চাইজির !!
ফ্লপ ব্যাটিং প্রদর্শন দেখে নাইট রাইডার্স গত বারের মতন এবারেও ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে মনীশ পান্ডেকে সুযোগ দেয়। তবে, মনীশের ইনিংস ১৯ রানে সমাপ্ত করেন অশ্বিনী কুমার। রিংকু সিং ব্যাট হাতে ১৭ রান বানাতেই সক্ষম হয়েছিলেন। পাশাপাশি, দলের হয়ে একটি ভালো ফিনিশ দেন রমনদীপ সিং। ১২ বলে ২২ রানের ইনিংস খেলে নাইট রাইডার্স দলকে ১১৬ রানে পৌঁছে দেন। মুম্বাইয়ের হয়ে ২৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন অশ্বিনী, তাছাড়া দুই উইকেট পেয়েছিলেন দীপকও।
৮ উইকেটে জয় পেল মুম্বাই

জবাবে ব্যাটিং করতে এসে, মুম্বাই ইন্ডিয়ান্স দলের তারকা খেলোয়াড় রোহিত শর্মা আবার একবার ব্যার্থ হন। ১২ বলে ১৩ রানের ইনিংস খেলে অন্দ্রে রাসেলের শিকার হন। তিনে ব্যাটিং করতে এসে ধুঁকতে দেখা গিয়েছে উইল জ্যাকসকেও। ১৭ বলে ১৬ রান বানিয়ে রাসেলের শিকার হন তিনি। আজকের ম্যাচে মুম্বাইয়ের হয়ে রান পেয়েছেন উইকেটকিপার রায়ান রিকেলটন। প্রথম দুই ম্যাচে নিজের প্রতিভা না দেখাতে পারলেও আজ ৪১ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৬২ রানের অনবদ্য ইনিংস খেলেন এবং ব্যাট হাতে দলের ভাইস ক্যাপ্টেন সূর্যকুমার যাদব মাত্র ৯ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ২৭ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। ১২.৫ ওভারেই জয় সুনিশ্চিত করে নেয় মুম্বাই পল্টন। এই মৌসুমে এটিই মুম্বাইয়ের প্রথম জয়। আজকের জয়ের পর পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে মুম্বই এবং তালিকায় একদম তলায় পৌঁছে গিয়েছে KKR।