ipl-2025-luvnith-can-be-asset-for-kkr

IPL 2025: আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের (IPL) অষ্টাদশতম মরসুম। গত বছরের চ্যাম্পিয়ন হওয়ার সৌজন্যে এবার উদ্বোধনী ম্যাচটি ঘরের মাঠ ইডেনে খেলার সুযোগ পাচ্ছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়েই খেতাব ধরে রাখার দৌড় শুরু করতে চায় অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন বেগুনি-সোনালী বাহিনী। জোরকদমে চলছে প্রস্তুতিও। ইডেনের অনুশীলন শিবিরে ইতিমধ্যে যোগ দিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং-রা। রয়েছেন আন্দ্রে রাসেল, রহমানুল্লাহ গুরবাজ, ক্যুইন্টন ডি কক, অনরিখ নর্খিয়া, সুনীল নারাইনদের মত বিদেশীরাও। বেঙ্গালুরু ম্যাচের মহড়া হিসেবে আন্তঃস্কোয়াড বেশ কিছু প্র্যাক্টিস ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে নাইটদের। গতকাল অনুষ্ঠিত হয়েছে প্রথমটি। একঝাঁক প্রতিষ্ঠিত তারকার মাঝে আলাদা করে নজর কেড়েছেন বছর ২৫-এর লভনীত সিসোদিয়া (Luvnith Sisodia)।

Read More: আইপিএলের আগেই লটারি লাগলো CSK’র, মাত্র ২ কোটির বিনিময়ে কোহিনুর হীরার খোঁজ পেল !!

প্র্যাক্টিস ম্যাচে ঝড় তুললেন লভনীত-

Luvnith Sisodia | Image: Twitter
Luvnith Sisodia | Image: Twitter

২০২২-এর আইপিএলে (IPL) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) দলে ডাক পেয়েছিলেন উইকেটরক্ষক-ব্যাটার লভনীত সিসোদিয়া। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হয় নি কর্ণাটকের তরুণের। চোটের জন্য ছিটকে যান। তাঁর বদলি হিসেবেই বেঙ্গালুরু স্কোয়াডে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন রজত পাটিদার। ২০২৩ ও ২০২৪-এ আইপিএল (IPL) থেকে দূরেই ছিলেন লভনীত। ঘরোয়া ক্রিকেটের পারফর্ম্যান্সের জোরে ফিরেছেন ২০২৫-এ। জেড্ডার মেগা নিলামে তাঁকে ৩০ লক্ষের বেস প্রাইসে দলে সামিল করেছে কলকাতা নাইট রাইডার্স। আর পিছন ফিরে তাকাতে চান না তিনি। কর্ণাটকের ক্রিকেটার কলকাতার জার্সিতেই মেলে ধরতে চান নিজেকে। তার আভাস মিললো গতকালের টিম গোল্ড বনাম টিম পার্পল-এর প্র্যাক্টিস ম্যাচে। টিম গোল্ডের হয়ে মাঠে নেমেছিলেন লভনীত (Luvnith Sisodia)। ২১৫ রানের পুঁজি তাঁর দল রক্ষা করতে না পারলেও ব্যাট হাতে ধুন্ধুমার ইনিংস খেলে লাইমলাইট কেড়ে নেন তিনি।

টিম গোল্ডের হয়ে টপ-অর্ডারে ব্যাটিং করেন লভনীত (Luvnith Sisodia)। মাত্র ২৩ বলে তাঁর ব্যাট থেকে এসেছে ৪৬ রান। ভেঙ্কটেশ আইয়ারের সাথে দুর্দান্ত পার্টনারশিপ’ও গড়েন তিনি। নাইট রাইডার্সের পক্ষ তাঁকে বাম হাতি ব্যাটারের ধুন্ধুমার ইনিংসের কয়েক ঝলক পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। লভনীতকে দেখা গিয়েছে ফ্লিক করে ডিপ স্কোয়্যার লেগের উপর দিয়ে বৈভব আরোরার বিরুদ্ধে অনায়াসে ছক্কা হাঁকাতে। স্টেপ আউট করে লং অফের উপর দিয়ে যেমন বল উড়িয়ে দিয়েছেন তিনি, তেমনই উইকেট থেকে সরে এসে স্কুপ শটে বাউন্ডারিও মেরেছেন ফাইন লেগ অঞ্চল দিয়ে। তাঁর ব্যাট থেকে এসেছে কাট, পুলের মত ধ্রুপদী শট’ও। গত আইপিএলে (IPL) নাইট জার্সিতে ওপেনার হিসেবে দেখা গিয়েছিলো ফিল সল্ট’কে। এবার তিনি বেঙ্গালুরুতে। সল্টের শূন্যস্থান কে পূরণ করবেন তা নিয়ে ধন্ধ ছিলো। লভনীতের বিস্ফোরক ব্যাটিং-এ স্বস্তি পেয়েছেন সমর্থকেরা।

দেখুন লভনীতের ইনিংসের কিছু ঝলক-

টিম গোল্ডকে হারালো টিম পার্পল-

Rinku Singh | IPL | Image: Getty Images
Rinku Singh | Image: Getty Images

গতকাল নাইট রাইডার্সের (KKR) আন্তঃস্কোয়াড অনুশীলন ম্যাচে প্রথম ব্যাট করে স্কোরবোর্ডে ৪ উইকেটের বিনিময়ে ২১৫ রান তুলেছিলো টিম গোল্ড। ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) করেন ২৫ বলে ৬১ রান। এক ওভারে তিনটি বাউন্ডারি ও জোড়া ছক্কা হাঁকাতেও দেখা গিয়েছে তাঁকে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় টিম পার্পল। সম্পূর্ণ ২০ ওভার খেলে তাদের রান পৌঁছায় ৫ উইকেটের বিনিময়ে ২৭৭-এ। ধ্বংসযজ্ঞ চালান আন্দ্রে রাসেল (Andre Russell)। ক্যারিবিয়ান কিংবদন্তির ব্যাট থেকে গতকালের ম্যাচে এসেছে ৬৪* রান। আসন্ন আইপিএলেও (IPL) যে ঝড় তুলতে তিনি প্রস্তুত, তা বুঝিয়ে দিয়েছেন জামাইকার অলরাউন্ডার। অপরাজিত ৭৯ রান করেন রিঙ্কু সিং’ও। প্র্যাক্টিস ম্যাচে নজর কেড়েছেন ক্যুইন্টন ডি কক। মাত্র ২২ বলে ৫২ রান করেন দক্ষিণ আফ্রিকান তারকা।

Also Read: IPL 2025: টাকা জলে গেলো নাইট রাইডার্সের, মরসুম শুরুর আগেই ছিটকে যাচ্ছে এই তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *